বিষয়বস্তুতে চলুন

রোবের্তো আলভারাদো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রোবের্তো আলভারাদো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রোবের্তো কার্লোস আলভারাদো এর্নান্দেস[]
জন্ম (1998-09-07) ৭ সেপ্টেম্বর ১৯৯৮ (বয়স ২৬)[]
জন্ম স্থান সালামাঙ্কা, মেক্সিকো[]
উচ্চতা ১.৭৬ মিটার (৫ ফুট + ইঞ্চি)[]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ক্রুস আসুল
জার্সি নম্বর ২৫
যুব পর্যায়
২০১৩–২০১৬ সেলায়া
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৩–২০১৭ সেলায়া ৫০ (৮)
২০১৭ পাচুকা (১)
২০১৭–২০১৮ নেকাক্সা ২৬ (২)
২০১৮– ক্রুস আসুল ১০৫ (১২)
জাতীয় দল
২০১৮ মেক্সিকো অনূর্ধ্ব-২১ (৩)
২০২১ মেক্সিকো অনূর্ধ্ব-২৩ (১)
২০১৮– মেক্সিকো ২১ (৩)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:০২, ৮ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:০২, ৮ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

রোবের্তো কার্লোস আলভারাদো এর্নান্দেস (স্পেনীয়: Roberto Alvarado; জন্ম: ৭ সেপ্টেম্বর ১৯৯৮; রোবের্তো আলভারাদো নামে সুপরিচিত) হলেন একজন মেক্সিকীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মেক্সিকোর পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লিগা এমএক্সের ক্লাব ক্রুস আসুল এবং মেক্সিকো অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৮ সালে, আলভারাদো মেক্সিকো অনূর্ধ্ব-২১ দলের হয়ে মেক্সিকোর বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি একই বছরে মেক্সিকোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মেক্সিকোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২১ ম্যাচে ৩টি গোল করেছেন। তিনি মেক্সিকোর হয়ে ২০১৯ কনকাকাফ গোল্ড কাপে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি হেরার্দো মার্তিনোর অধীনে কনকাকাফ গোল্ড কাপের শিরোপা জয়লাভ করেছেন। দলগতভাবে, আলভারাদো এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ১টি পাচুকার হয়ে, ২টি নেকাক্সার হয়ে, ৪টি ক্রুস আসুলের হয়ে এবং ১টি মেক্সিকোর হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

রোবের্তো কার্লোস আলভারাদো এর্নান্দেস ১৯৯৮ সালের ৭ই সেপ্টেম্বর তারিখে মেক্সিকোর সালামাঙ্কায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

আলভারাদো জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত মেক্সিকো অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Roberto Carlos Alvarado Hernández"Liga MX। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৮ 
  2. "Squad list - Men's Olympic Football Tournament Tokyo 2020" [দলের তালিকা - পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা টোকিও ২০২০] (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ফিফা। ৭ জুলাই ২০২১। পৃষ্ঠা ১১। 
  3. "Tokio 2020: quién es quién en la prelista de Jaime Lozano para los Juegos Olímpicos" [টোকিও ২০২০: অলিম্পিকের জন্য হাইমে লোসানোর দল ঘোষণা]। infobae.com (স্পেনীয় ভাষায়)। ইনফোবে। ১৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]