আলফ্রেডো তালাভেরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলফ্রেডো তালাভেরা
2017 Confederation Cup - MEXNZL - Alfredo Talavera (cropped) 2.jpg
২০১৭ সালে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলফ্রেডো তালাভেরা ডিয়াজ [১]
জন্ম (1982-09-18) ১৮ সেপ্টেম্বর ১৯৮২ (বয়স ৪০)
জন্ম স্থান লা বার্কা, জালিস্কো, মেক্সিকো
উচ্চতা ১.৮৮ মি [২]
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
জুয়ারেজ
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০০–২০০৩ গুয়াদালাজারা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৩-২০০৯ গুয়াদালাজারা ২১ (০)
২০০৮–২০০৯টাইগ্রেস ইউএএনএল (ধারে) 2 (০)
২০০৯–২০২০ তোলুকা ৩৬৬ (১)
২০২০–২০২২ ইউএনএএম ৬২ (০)
২০২২– জুয়ারেজ ১৮ (০)
জাতীয় দল
২০১১– মেক্সিকো ৪০ (০)
২০১৬ মেক্সিকো অলিম্পিক (০)
অর্জন ও সম্মাননা
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৯ নভে ২০২২ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৯ নভে ২০২২ তারিখ অনুযায়ী সঠিক।

আলফ্রেডো তালাভেরা দিয়াজ (স্পেনীয় উচ্চারণ: [alˈfɾeðo talaˈβeɾa]; জন্ম ১৮ সেপ্টেম্বর ১৯৮২) একজন মেক্সিকান পেশাদার ফুটবলার যিনি লিগা এমএক্স ক্লাব জুয়ারেজ এবং মেক্সিকো জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

২০০৩ সালে গুয়াদালাজারার সাথে তার কর্মজীবন শুরু করে, দলের সাথে তার শেষ বছরগুলিতে তাকে টাইগ্রেস ইউএএনএল এবং তোলুকা -এ ধার দেওয়া হয়, পরবর্তীতে তাকে ২০১০ সালে কেনার সিদ্ধান্ত নিয়েছিল।

তালাভেরা ২০১১ সালের মার্চ মাসে জাতীয় দলে অভিষেক করেন। মূলত ২০১১ কনকাকাফ গোল্ড কাপের জন্য মেক্সিকোর তৃতীয় পছন্দের গোলরক্ষক, তিনি প্রথম এবং দ্বিতীয় পছন্দের গোলরক্ষকদের সাথে সমস্যার কারণে দলের শুরুর গোলরক্ষক হয়ে ওঠেন, যেখানে মেক্সিকো শেষ পর্যন্ত জিতে। তিনি ২০১৩ কনকাকাফ গোল্ড কাপ, ২০১৩ এবং ২০১৭ ফিফা কনফেডারেশন কাপ, ২০১৪, ২০১৮ এবং ২০২২ ফিফা বিশ্বকাপ, ২০১৫ কোপা আমেরিকা, কোপা আমেরিকা সেন্টেনারিও এবং ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিক দলেও তিনি ছিলেন।

ক্লাব ক্যারিয়ার[সম্পাদনা]

আন্তর্জাতিক ক্যারিয়ার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "FIFA World Cup Qatar 2022 – Squad list: Mexico (MEX)" (পিডিএফ)FIFA। ১৫ নভেম্বর ২০২২। পৃষ্ঠা 18। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২ 
  2. "2018 FIFA World Cup Russia – List of Players" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ৪ জুন ২০১৮। ১৯ জুন ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]