কার্লোস আসেভেদো
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | কার্লোস আসেভেদো লোপেস | ||
জন্ম | ১৯ এপ্রিল ১৯৯৬ | ||
জন্ম স্থান | কোয়াউইলা, মেক্সিকো | ||
উচ্চতা | ১.৮৪ মিটার (৬ ফুট ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | সান্তোস লাগুনা | ||
জার্সি নম্বর | ১ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:০৯, ১ জুলাই ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
কার্লোস আসেভেদো লোপেস (স্পেনীয়: Carlos Acevedo; জন্ম: ১৯ এপ্রিল ১৯৯৬; কার্লোস আসেভেদো নামে সুপরিচিত) হলেন একজন মেক্সিকীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মেক্সিকীয় ক্লাব সান্তোস লাগুনা এবং মেক্সিকো জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
আসেভেদো ২০২১ সালে মেক্সিকোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মেক্সিকোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]কার্লোস আসেভেদো লোপেস ১৯৯৬ সালের ১৯শে এপ্রিল তারিখে মেক্সিকোর কোয়াউইলায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]২০২১ সালের ৯ই ডিসেম্বর তারিখে, ২৫ বছর, ৭ মাস ও ২০ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী আসেভেদো চিলির বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে মেক্সিকোর হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ২৩ নম্বর জার্সি পরিধান করে গোলরক্ষক হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি চিলি ২–২ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] মেক্সিকোর হয়ে অভিষেকের বছরে আসেভেদো সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১ জুলাই ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
মেক্সিকো | ২০২১ | ১ | ০ |
২০২২ | ৩ | ০ | |
২০২৩ | ২ | ০ | |
সর্বমোট | ৬ | ০ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://int.soccerway.com/matches/2021/12/09/world/friendlies/mexico/chile/3694987/
- ↑ https://www.worldfootball.net/report/freundschaft-2021-dezember-mexiko-chile/
- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3695870
- ↑ https://www.national-football-teams.com/matches/report/32719/Mexico_Chile.html
বহিঃসংযোগ
[সম্পাদনা]- {{ফিফা খেলোয়াড়}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।
- সকারওয়েতে কার্লোস আসেভেদো (ইংরেজি)
- সকারবেসে {{সকারবেস}} টেমপ্লেটে আইডি নেই ও উইকিউপাত্তেও তা উপস্থিত নেই
- বিডিফুটবলে {{বিডিফুটবল}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।
- ট্রান্সফারমার্কেটে কার্লোস আসেভেদো (ইংরেজি)
- {{ওয়ার্ল্ডফুটবল.নেট}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।
- ইএসপিএন এফসিতে {{ইএসপিএন এফসি}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে কার্লোস আসেভেদো (ইংরেজি)