বিষয়বস্তুতে চলুন

হুলিও গোন্সালেস ভেলা আলভিসু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হুলিও গোন্সালেস
২০১৩ সালে সান্তোস লাগুনার হয়ে গোন্সালেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হুলিও হোসে গোন্সালেস ভেলা আলভিসু
জন্ম (1991-04-23) ২৩ এপ্রিল ১৯৯১ (বয়স ৩৩)
জন্ম স্থান গেরেরো, মেক্সিকো
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইউএনএএম
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৩৩, ২৩ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

হুলিও হোসে গোন্সালেস ভেলা আলভিসু (স্পেনীয়: Julio González; জন্ম: ২৩ এপ্রিল ১৯৯১; হুলিও গোন্সালেস নামে সুপরিচিত) হলেন একজন মেক্সিকীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মেক্সিকীয় ক্লাব ইউএনএএম এবং মেক্সিকো জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

গোন্সালেস ২০২৪ সালে মেক্সিকোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মেক্সিকোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

হুলিও হোসে গোন্সালেস ভেলা আলভিসু ১৯৯১ সালের ২৩শে এপ্রিল তারিখে মেক্সিকোর গেরেরোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

২০২৪ সালের ১লা জুন তারিখে, ৩৩ বছর, ১ মাস ও ৯ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী গোন্সালেস বলিভিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে মেক্সিকোর হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ১ নম্বর জার্সি পরিধান করে গোলরক্ষক হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি মেক্সিকো ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] মেক্সিকোর হয়ে অভিষেকের বছরে গোন্সালেস সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

২৩ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
মেক্সিকো ২০২৪
সর্বমোট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mexico vs. Bolivia - 1 June 2024 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩ 
  2. "Mexico - Bolivia 1:0 (Friendlies 2024, June)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩ 
  3. "Mexico - Bolivia, Jun 1, 2024 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩ 
  4. Strack-Zimmermann, Benjamin। "Mexico vs. Bolivia"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]