বিষয়বস্তুতে চলুন

রিয়াল সল্ট লেক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিয়াল সল্ট লেক
পূর্ণ নামরিয়াল সল্ট লেক
ডাকনামক্লারেট অ্যান্ড কোবাল্ট
প্রতিষ্ঠিত১৪ জুলাই ২০০৪; ২০ বছর আগে (2004-07-14)
মাঠআমেরিকা ফার্স্ট ফিল্ড
ধারণক্ষমতা২০,২১৩[]
সভাপতিমার্কিন যুক্তরাষ্ট্র ডেভিড ব্লিটজার
মার্কিন যুক্তরাষ্ট্র রায়ান স্মিথ
ম্যানেজারমার্কিন যুক্তরাষ্ট্র পাবলো মাস্ত্রোয়েনি
লিগমেজর লিগ সকার
২০২২ওয়েস্টার্ন: ৭ম
সামগ্রিক: ১৪তম
প্লে-অফ: প্রথম পর্ব
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

রিয়াল সল্ট লেক (ইংরেজি: Real Salt Lake) হচ্ছে সল্ট লেক ভিত্তিক একটি মার্কিন পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্তরের ফুটবল লিগ মেজর লিগ সকারে ওয়েস্টার্ন কনফারেন্সের অংশ হিসেবে প্রতিযোগিতা করে।[] এই ক্লাবটি ২০০৪ সালের ১৪ই জুলাই তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ২০,২১৩ ধারণক্ষমতাবিশিষ্ট আমেরিকা ফার্স্ট ফিল্ডে ক্লারেট অ্যান্ড কোবাল্ট নামে পরিচিত ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মার্কিন সাবেক ফুটবল খেলোয়াড় পাবলো মাস্ত্রোয়েনি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ডেভিড ব্লিটজাররায়ান স্মিথ[] বর্তমানে ক্রোয়েশীয় মধ্যমাঠের খেলোয়াড় দামির ক্রেইলাচ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[][]

ঘরোয়া ফুটবলে, রিয়াল সল্ট লেক এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে। নিক রিমান্দো, কাইল বেকারম্যান, হাভিয়ের মোরালেস, আলভারো সাবোরিও এবং দামির ক্রেইলাচের মতো খেলোয়াড়গণ রিয়াল সল্ট লেকের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

ইতিহাস

[সম্পাদনা]

২০০৫ মৌসুমে রিয়াল সল্ট লেক প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবলের শীর্ষ স্তর মেজর লিগ সকারে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিল। ২০০৫ সালের সালের ৩রা এপ্রিল তারিখে, মেজর লিগ সকারে ক্লাব ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে জন এলিঙ্গারের অধীনে রিয়াল সল্ট লেক লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিরুদ্ধে ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] ২০০৫ মেজর লিগ সকারে রিয়াল সল্ট লেক ১১টি জয় এবং ৫টি ড্রয়ে সর্বমোট ৩৮ পয়েন্ট অর্জন করে সামগ্রিক পয়েন্ট তালিকায় ১০ম স্থান অর্জন করেছিল।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]