টরন্টো ফুটবল ক্লাব
পূর্ণ নাম | টরন্টো ফুটবল ক্লাব | |||
---|---|---|---|---|
ডাকনাম | দ্য রেডস | |||
প্রতিষ্ঠিত | ২৭ অক্টোবর ২০০৫ | |||
মাঠ | বিএমও ফিল্ড | |||
ধারণক্ষমতা | ৩০,০০০[১] | |||
সভাপতি | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লিগ | মেজর লিগ সকার | |||
২০২২ | ইস্টার্ন: ১৩তম সামগ্রিক: ২৭তম প্লে-অফ: অনুত্তীর্ণ | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
টরন্টো ফুটবল ক্লাব (ইংরেজি: Toronto FC; সাধারণত টরন্টো এফসি এবং সংক্ষেপে টরন্টো নামে পরিচিত) হচ্ছে টরন্টো ভিত্তিক একটি কানাডীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্তরের ফুটবল লিগ মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্সের অংশ হিসেবে প্রতিযোগিতা করে।[২] এই ক্লাবটি ২০০৫ সালের ২৭শে অক্টোবর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ৩০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট বিএমও ফিল্ডে দ্য রেডস নামে পরিচিত ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[৩] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন কানাডীয় সাবেক ফুটবল খেলোয়াড় টেরি ডানফিল্ড এবং সভাপতির দায়িত্ব পালন করছেন বিল ম্যানিং।[৪] বর্তমানে মার্কিন মধ্যমাঠের খেলোয়াড় মাইকেল শিহান ব্র্যাডলি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৫][৬]
ঘরোয়া ফুটবলে, টরন্টো এপর্যন্ত ১০টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে একটি এমএলএস কাপ, একটি সাপোর্টার্স শিল্ড এবং আটটি কানাডীয় চ্যাম্পিয়নশিপ শিরোপা রয়েছে। জনাথন অসোরিও, জাস্টিন মরো, মার্ক দেলগাদো, সেবাস্তিয়ান জোবিনচো এবং জোজি অ্যাল্টিডোরের মতো খেলোয়াড়গণ টরন্টোর জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
ইতিহাস[সম্পাদনা]
২০০৭ মৌসুমে টরন্টো প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবলের শীর্ষ স্তর মেজর লিগ সকারে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিল। ২০০৭ সালের সালের ৮ই এপ্রিল তারিখে, মেজর লিগ সকারে ক্লাব ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে মো জনস্টনের অধীনে টরন্টো শিভাসের বিরুদ্ধে ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৭] ২০০৭ মেজর লিগ সকারে টরন্টো ৬টি জয় এবং ১৭টি ড্রয়ে সর্বমোট ২৫ পয়েন্ট অর্জন করে সামগ্রিক পয়েন্ট তালিকায় ১৩তম স্থান অর্জন করেছিল।[৮][৯]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ https://www.mlssoccer.com/post/2016/12/08/bmo-field-101-toronto-fcs-stadium-set-host-mls-cup-after-facelift
- ↑ https://www.mlssoccer.com/clubs/toronto-fc/
- ↑ https://www.transfermarkt.com/toronto-fc/stadion/verein/11141
- ↑ https://www.transfermarkt.com/toronto-fc/startseite/verein/11141
- ↑ https://www.torontofc.ca/roster/
- ↑ https://www.worldfootball.net/teams/toronto-fc/2024/2/
- ↑ https://www.worldfootball.net/report/major-league-soccer-2007-cd-chivas-toronto-fc/
- ↑ https://www.worldfootball.net/all_matches/usa-major-league-soccer-2007/
- ↑ https://www.mlssoccer.com/standings/2007/supporters-shield
বহিঃসংযোগ[সম্পাদনা]

- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)
- মেজর লিগ সকারে টরন্টো ফুটবল ক্লাব (ইংরেজি)