উইকিপিডিয়া:সুরক্ষা নীতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jayantanth (আলোচনা | অবদান)
৫৬ নং লাইন: ৫৬ নং লাইন:
* [[বিশেষ:Protectedpages]]
* [[বিশেষ:Protectedpages]]
* [[বিশেষ:Protectedtitles]]
* [[বিশেষ:Protectedtitles]]
* [[উইকিপিডিয়া:সুরক্ষার আবেদন সতর্কতার সাথে করুন]]
* [[m:Protected pages considered harmful]]
* [[m:Protected pages considered harmful]]
* [[m:The Wrong Version]]
* [[m:The Wrong Version]]

০৯:২৩, ২৬ মার্চ ২০১০ তারিখে সংশোধিত সংস্করণ

সম্পূর্ণ সুরক্ষিত
সম্পূর্ণ সুরক্ষিত
অফিস কর্তৃক সুরক্ষিত
অফিস কর্তৃক সুরক্ষিত
অর্ধ-সুরক্ষিত
অর্ধ-সুরক্ষিত
পাতা তৈরি সুরক্ষিত
পাতা তৈরি সুরক্ষিত
অসীম সময়ের জন্য সুরক্ষিত
অসীম সময়ের জন্য সুরক্ষিত
পাতা স্থানান্তর সুরক্ষিত
পাতা স্থানান্তর সুরক্ষিত

প্রশাসকবৃন্দ একটি পাতা সম্পাদনা, তৈরি, বা স্থানান্তরকে সুরক্ষিত করতে পারেন, এবং পূর্বে প্রদত্ত সুরক্ষা বাতিলও করতে পারেন। এই সুরক্ষা হতে পারে অসীম সময়ের জন্য অথবা একটি নির্দিষ্ট সময়ের জন্যও হতে পারে।

  • সম্পূর্ণ সুরক্ষিত দ্বারা শুধুমাত্র প্রশাসকবৃন্দ ছাড়া অন্য কাউকে সম্পাদনার অধিকার দেয় না। সম্পূর্ণ সুরক্ষিত মিডিয়া ফাইলও প্রশাসক ছাড়া অন্য কেউ অনুলেপন (overwriting) করতে পারেন না।
  • অর্ধ-সুরক্ষিত দ্বারা শুধুমাত্র অনিবন্ধিত ও স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত ও ব্যবহারকারীরা, যাদের অ্যাকাউন্টের মেয়াদ চার দিনের কম, তাঁরা সম্পাদনা করতে পারবেন না।
  • পাতা তৈরি সুরক্ষিত দ্বারা কোনো পাতা পুনরায় তৈরি করাকে সুরক্ষিত করা হয়। সাধারণত পাতা অপসারণের প্রস্তাবনায় কোনো পাতা অপসারণের পক্ষে রায় হলে, পরবর্তীতে ঐ পাতা পুনরায় তৈরি হওয়া ঠেকাতে এই সুরক্ষা ব্যবহৃত হয়।
  • স্থানান্তর সুরক্ষা দ্বারা কোনো পাতা স্থানান্তর করাকে সুরক্ষিত করা হয়।
  • আপলোড সুরক্ষা দ্বারা কোনো আপলোডকৃত মিডিয়া ফাইল পুনরায় সম্পাদনা বা অনুলেপনকারী আপলোডকে বাধা দেওয়া হয়।

যে-কোনো প্রকার সুরক্ষা বা অসুরক্ষিত করার অনুরোধ করা যাবে উইকিপিডিয়া:পাতা সুরক্ষার অনুরোধ পাতায়। সুরক্ষিত পাতার প্রযোজ্য কোনো পরিবর্তন সম্পর্কে জানানো যাবে ঐ পাতার আলাপ পাতায়, এবং সেই পরিবর্তনটি গ্রহণ করা হবে যদি সেটা অবিতর্কিত হয় বা পরিবর্তনটির ব্যাপারে ঐকমত্য সাধিত হয়।

অফিস পদক্ষেপ ছাড়া প্রশাসকগণ কোনো পাতা অসুরক্ষিত বা সুরক্ষার স্তর পরিবর্তন করতে পারেন, যদি সুরক্ষার শর্ত আর ঐ পাতার ওপর প্রযোজ্য না হয়, বা পাতাটি সুরক্ষা করে রাখার প্রয়োজনীয় সময় পার হয়ে গিয়েছে, বা ঐকমত্য গঠিত হয়েছে যে পাতাটিতে সুরক্ষা রাখার কোনো প্রয়োজন নেই। পাতা সুরক্ষার পদক্ষেপটি পরিস্কার নয় এমন ক্ষেত্রে যেই প্রশাসক পাতাটি সুরক্ষিত করেছেন তাঁর সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। সুরক্ষিত এবং অসুরক্ষিত পাতার একটি লগ সংরক্ষিত আছে Special:Log/protect পাতায়।

সুরক্ষার প্রকারভেদ

সম্পূর্ণ সুরক্ষিত

একটি সম্পূর্ণ সুরক্ষিত পাতা শুধুমাত্র প্রশাসকবৃন্দের দ্বারাই সম্পাদনাকৃত হতে পারবে। এই সুরক্ষা হতে পারে বিশেষ সময়ের জন্য, যেমন: ৭ বা ১৪ দিন, বা হতে পারে অসীম সময়ের জন্য। এ ধরনের সুরক্ষার ক্ষেত্রে ‘সম্পাদনা’ ট্যাবটি ‘সোর্স দেখুন’ ট্যাব দ্বারা প্রতিস্থাপিত হয়। এর ফলে ব্যবহারকারীরা সোর্স দেখতে ও কপি করতে পারেন, কিন্তু সম্পাদনা করতে পারেন না। প্রশাসকগণের অ্যাকাউন্টের ক্ষেত্রে ‘সম্পাদনা’ ট্যাবটি দেখা যায়, কিন্তু সম্পাদনা বাক্সটি লাল রংয়ে আসবে এবং এর ওপরে একটি সতর্কীকরণ বার্তা থাকবে।

একটি সম্পূর্ণ সুরক্ষিত পাতার কোনো পরিবর্তন সম্পর্কে অবহিত করার স্থান হলো পাতাটির আলাপ পাতা, বা অন্য কোনো প্রযোজ্য পাতা। সেখানে পরিবর্তনটির সপক্ষে ঐকমত্য প্রতিষ্ঠিত হলে, বা পরিবর্তনটি অবিতর্কিত হলে কোনো প্রশাসক পরিবর্তনটি সাধিত করবেন। কোনো সুরক্ষিত পাতার পরিবর্তনের জন্য প্রশাসকের দৃষ্টি আকর্ষণের জন্য {{editprotected}} টেমপ্লেটটি ঐ সুরক্ষিত পাতার আলাপ পাতায় ব্যবহার করুন, এবং পরিবর্তনটি উল্লেখ করুন।

সকল অনুরোধ উইকিপিডিয়া:পাতা সুরক্ষার অনুরোধ পাতায় করতে হবে।

বিষয়বস্তু সংঘাত

যেসকল পাতায় সম্পাদনা যুদ্ধ চলছে, সেসকল পাতায় অস্থায়ী সম্পূর্ণ সুরক্ষা পাতাটিতে সম্পাদনা করতে ইচ্ছুক পক্ষদ্বয়কে আলাপ পাতায় আলোচনায় আলোচনা করে ঐকমত্যের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কিছু ব্যবহারকারীর সম্পাদনা যুদ্ধ, বা কোনো নির্দিষ্ট ব্যবহারকারীর দ্বারা সংগঠিত সম্পাদনা যুদ্ধের ফলে ব্যবহারকারীকে বাধাদান করা হতে পারে। এর ফলে পাতা সুরক্ষা না করে অন্য ব্যবহারকারীদের স্বাভাবিক সম্পাদনার সুযোগ অবারিত রাখা হয়।

বিষয়বস্তু সংঘাতের ক্ষেত্রে প্রশাসকগণ সচারচর বর্তমান সংস্করণটি সুরক্ষিত করেন। ব্যতিক্রম হয় তখনই যখন বর্তমান সংস্করণটি পরিস্কারভাবে উইকিপিডিয়ার নীতি ভঙ্গ করে, যেমন: ধ্বংসপ্রবণতা, কপিরাইট ভঙ্গন, বা জীবিত ব্যক্তির ভুল তথ্য প্রবেশ করানো হয়। যেহেতু কিছু ক্ষেত্রে বর্তমান সংস্করণ একটি প্রতিষ্ঠিত বা তথ্যবহুল সংস্করণের বিরূদ্ধে সংগঠিত সম্পাদিত সম্পাদনা যুদ্ধকে পুরস্কৃত করার মতো হতে পারে, তাই প্রশাসকগণ কিছু সুনির্দিষ্ট ক্ষেত্রে সম্পাদনা বাতিল করে পূর্বের সংস্করণে ফেরত গিয়ে তা সুরক্ষিত করতে পারেন। যেসকল পাতাগুলো বিষয়বস্তু সংঘাতের কারণে সুরক্ষিত, সেসকল পাতায় সম্পাদনা অবশ্যই অবিতর্কিত ও পরিস্কার ঐকমত্যের ভিত্তিতে হতে হবে।

বিষবস্তু সংঘাতে যদি কোনো প্রশাসক জড়িয়ে পড়েন, তবে তাঁর নিজেই পাতা সুরক্ষিত বা অসুরক্ষিত করা উচিত নয়।

ধ্বংসপ্রবণতা

সম্পূর্ণ সুরক্ষা প্রয়োগ করা উইকিপিডিয়ার আচরণের বিরূদ্ধে। একটি বড় সময়ের জন্য সম্পূর্ণ সুরক্ষা প্রযোজ্য হয় হাতেগোণা কিছু ক্ষেত্রে, যখন যখন স্বয়ংক্রিয়ভাবে তৈরি অনেকগুলো অ্যাকাউন্ট কোনো পাতায় বারংবার ধারাবাহিকভাবে ধ্বংসপ্রবণ সম্পাদনা চালাতে থাকে। বারংবার ধ্বংসপ্রবণতার সম্ভাবনা আছে, বা অনেকবার প্রদর্শিত একটি নিবন্ধের ক্ষেত্রে ভবিষ্যতের ধ্বংসপ্রবণতা এড়াতে খুব কমই সম্পূর্ণ সুরক্ষা প্রযোজ্য হয়। বেশিরভাগ ক্ষেত্রে সেখানে অর্ধ-সুরক্ষা প্রযোজ্য হয়। যেমন: জেসাস নিবন্ধটি, এই নিবন্ধটিতে বারংবার বড় আকারের ধ্বংসপ্রবণ সম্পাদনা করার কারণে অর্ধ-সুরক্ষিত করা হয়েছে।

আরো দেখুন