বিষয়বস্তুতে চলুন

ওয়েসলি স্নাইডার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওয়েসলি স্নাইডার
২০১২ সালে জাতীয় দলের অনুশীলনের ফাঁকে স্নাইডার।
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ওয়েসলি স্নাইডার []
জন্ম (1984-06-09) ৯ জুন ১৯৮৪ (বয়স ৪০)
জন্ম স্থান আটরেচট, নেদারল্যান্ডস
উচ্চতা ১.৭০ মি (৫ ফু ৭ ইঞ্চি)[]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
গালতাসারায়
জার্সি নম্বর ১০
যুব পর্যায়
১৯৯১–২০০২ আজেক্স
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০২–২০০৭ আয়াক্স ১২৬ (৪৩)
২০০৭–২০০৯ রিয়াল মাদ্রিদ ৫২ (১১)
২০০৯–২০১৩ ইন্তারনাজিওনালে ৭৬ (১৩)
২০১৩– গালতাসারেই ৪০ (১৫)
জাতীয় দল
২০০০–২০০১ নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৭ (২)
২০০১–২০০২ নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ (৩)
২০০৩ নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ (০)
২০০৩– নেদারল্যান্ডস ৯৭ (২৬)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১ই মে ২০১৪ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৫ মার্চ ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

ওয়েসলি স্নাইডার (ওলন্দাজ: Wesley Sneijder) (জন্ম: ৯ জুন ১৯৯৮৪; আটরেচট, নেদারল্যান্ডস)[] হচ্ছেন ওলন্দাজ ফুটবলার যে বর্তমানে তুর্কী ক্লাব গালতাসারায়ের []নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের হয়ে খেলছেন। তাকে ইউইএফএ কর্তৃক মিডফিল্ডার অফ দ্যা সিসোন ও ২০১০ সালে ফিফার শ্রেষ্ঠ তিন মাঝমাঠের খেলোয়াড়ে ভূষিত হন। তিনি এএফসি আজেক্সের তরুন বিভাগ ২০০২ সালে মূল ক্লাবে যোগ দেন। ২০০৭ সালে তাকে ২ কোটি ৭০ লাখ ইউরোতে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করা হয়। প্রথম মৌসুমে ক্লাবের সাথে লা লিগা জেতার পর ২০০৯ সালে তাকে ইতালির ইন্টার মিলানের কাছে ১ কোটি ৫০ লাখ ইউরোতে বিক্রি করা হয়। তিনি ইন্টার মিলানের হয়ে সিরি এ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপকোপা ইতালিয়া জেতেন। ২০১৩ তুর্কী ক্লাব গালতাসারায়ের কাছে ৭৫ লাখ ইউরোতে বিক্রি করা হয়। তিনি দলকে সুপার লিগ জিততে সাহায্য করেন।

স্নাইডার পূর্বে বিভিন্ন তরুন দলের প্রতিনিধিত্ব করেছেন। মাত্র আঠারো বছর বয়েসে ২০০৩-এর এপ্রিলে ওলন্দাজ জাতীয় দলের হয়ে অভিষেকের পর তিনি দেশের হয়ে ২০০৬২০১০ বিশ্বকাপে এবং ২০০৪, ২০০৮২০১২ ইউরোতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। ২০১০ ফিফা বিশ্বকাপে দলের তার দল ফাইনালে ওঠে কিন্তু স্পেনের কাছে ১-০ গোলে হেরে তারা দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করে। এই বিশ্বকাপে স্নাইডার ব্রোঞ্জ বুট ও রূপ্য বল লাভ করেন।

ক্যারিয়ার পরিসংখ্যান

[সম্পাদনা]

ক্লাব

[সম্পাদনা]
ক্লাব মৌসুম লিগ কাপ ইউরোপ অন্যান্য সর্বোমোট
উপস্থিতি গোল সাহায্য উপস্থিতি গোল সাহায্য উপস্থিতি গোল সাহায্য উপস্থিতি গোল সাহায্য উপস্থিতি গোল সাহায্য
আয়াক্স ২০০২-০৩ ১৭ ২৩
২০০৩-০৪ ৩০ ১১ ৩৮ ১০ ১১
২০০৪-০৫ ৩০ ৪১ ১১
২০০৫-০৬ ১৯ ৩১ ১২
২০০৬-০৭ ৩০ ১৮ ৪৭ ২২ ১২
সর্বমোট ১২৬ ৪৩ ৩৫ ১৪ ৩৩ ১৮০ ৫৮ ৪৪
রিয়াল মাদ্রিদ ২০০৭-০৮ ৩০ ৩৮
২০০৮-০৯ ২২ ২৮
সর্বমোট ৫২ ১১ ৬৬ ১১ ১১
ইন্টার মিলান ২০০৯-১০ ২৬ ১১ ৪১ ১৬
২০১০-১১ ২৫ ৩৯ ১১
২০১১-১২ ২০ ২৮
২০১২-১৩
সর্বমোট ৭৬ ১৩ ২০ ২৮ ১২ ১১৬ ২২ ৩৬
গালতাসারায় ২০১২-১৩ ১২ ১৬
২০১৩-১৪ ২৮ ১২ ৪২ ১৭
সর্বমোট ৪০ ১৫ ১১ ৫৮ ২১ ১০
ক্যারিয়ার সর্বমোট ২৯৪ ৮০ ৭১ ৩২ ৮১ ১৬ ২১ ১৩ ৪২০ ১১১ ১০১

সর্বশেষ ১১-ই মে ২০১৪ পর্যন্ত হালনাগাদকৃত পরিসংখ্যান।[]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
নেদারল্যান্ডস
বছর উপস্থিতি গোল
২০০৩
২০০৪ ১৪
২০০৫
২০০৬ ১০
২০০৭ ১১
২০০৮ ১০
২০০৯
২০১০ ১৫
২০১১
২০১২ ১০
২০১৩
২০১৪
সর্বমোট ৯৭ ২৬

সর্বশেষ ৫ই মার্চ ২০১৪ পর্যন্ত হালনাগাদকৃত পরিসংখ্যান।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "FIFA World Cup South Africa 2010 – List of Players" (পিডিএফ)। Fédération Internationale de Football Association (FIFA)। পৃষ্ঠা ২০। ১৭ মে ২০২০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৪ 
  2. "The story of Wesley Sneijder"Official website। Wesley Sneijder। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৪ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৪ 
  4. "Wesley Sneijder Sign with Galatasaray"। Galatasaray SK। ২৫ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৩ 
  5. "Football: Wesley Sneijder"। FootballDatabase.eu। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১১ 
  6. ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে Sneijder.html "ওয়েসলি স্নাইডার" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)ন্যাশনাল ফুটবল টিমস। বেঞ্জামিন স্ট্রাক-জিমারমান। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]