উইকিপিডিয়া আলোচনা:উইকি শিশুদের ভালোবাসে ২০২১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: মো. মাহমুদুল আলম কর্তৃক ২ বছর পূর্বে "উইকিবইতে জমা দেওয়া নিয়ে সমস্যা" অনুচ্ছেদে

উইকি শিশুদের ভালোবাসে ২০২১
#wlc #wikiloveschildren
ফে স বু ক-এ আমাদের অনুসরণ করুন
১ অক্টোবর ২০২১ – ১৫ অক্টোবর ২০২১

উইকিবইয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতাটির দ্বিতীয় সংস্করণ সম্পর্কে বিস্তারিত দেখুন উইকিবইয়ে

নাম[সম্পাদনা]

@Aishik Rehman এবং আফতাবুজ্জামান: "উইকি ভালোবাসে শিশু" নামটি কেমন যেন শুনায়! উইকি শিশুদের ভালোবাসে নাম দেওয়া যেতে পারে। ≈ MS Sakib  «আলাপ» ১৩:০৫, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

হ্যাঁ, নামটি দ্বারা সঠিক অর্থ প্রকাশ পায় বলে মনে হয় না। প্রয়োজনে, উইকিলাভস উইমেন এর মতো ইংরেজিতেও রেখে দেওয়া যেতে পারে। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৩:২৯, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib: করা হয়েছে। আমি বাংলা নাম দিয়েছিলাম। বাংলা উইকিগুলির প্রতিযোগিতার নাম বাংলায় হওয়া উচিত। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৯, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ জমাদানে সমস্যা[সম্পাদনা]

@আফতাবুজ্জামান ফাউন্টেন অন হয় না কেন? -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৬:৪০, ১ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@মো. মাহমুদুল আলম: আমার হচ্ছে। এখানে আপনার নিবন্ধগুলির নাম দিন। আমি আপনার নামে জমা করে দিব। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫১, ১ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান আমার নারী সংক্রান্ত তিনটি নিবন্ধ-সিলান ইয়েইনসু, নাদিয়া আল-গাজ্জি, নুর কোশাক জমা করুন। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৭:৪৬, ১ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@মো. মাহমুদুল আলম: ও আচ্ছা, এগুলি গতকালের। গতকাল ফাউন্টেন কারো জন্য কাজ করেনি। সাময়িকভাবে এখানে হিসাব রাখা হয়েছে। ফাউন্টেনে জমাদানের জন্য সময় বাড়ানোর আলোচনা চলছে। মোটকথা, চূড়ান্ত ফলাফলে ফাউন্টেনে আপনার জমা দেওয়া নিবন্ধ + এই তিনটা নিবন্ধ = একত্রে গণনা করে ফলাফল দেওয়া হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৫০, ১ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

জমা প্রসঙ্গ[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



আমি ল্যাপটপ থেকে ফাইনটেন ওপেন করতে পারছি না। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১২:২১, ২ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@মো. মাহমুদুল আলম আমার ক্ষেত্রে কোন সমস্যা হচ্ছে না, আপনি কোন বার্তা দেখতে পাচ্ছেন? কোন নিবন্ধ জমা দিতে চাইলে তার নাম এখানে জানাতে পারেন —শাকিল (আলাপ · অবদান) ১২:২৬, ২ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil মোবাইলে ফাউনটেনে জমা হচ্ছে, কিন্তু ল্যাপটপে ওপেন হচ্ছে না। কি করব বলেন ভাই। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১২:৩২, ২ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@মো. মাহমুদুল আলম আপনি ফাউন্টেনে ঢুকতে চাইলে কি দেখতে পাচ্ছেন? নেটওয়ার্ক বা আইপি সম্পর্কিত কোন সমস্যা থাকতে পারে হয়তো —শাকিল (আলাপ · অবদান) ১২:৩৪, ২ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil এ লেখাগুলো-Your connection is not private
Attackers might be trying to steal your information from fountain.toolforge.org (for example, passwords, messages, or credit cards). Learn more
NET::ERR_CERT_DATE_INVALID লিংক দিরাম-
https://fountain.toolforge.org/editathons/wlc2021-bn/add -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১২:৪০, ২ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@মো. মাহমুদুল আলম ল্যাপটপ রিস্টার্ট দিয়ে কিছুক্ষণ পর আবার চেষ্টা করে দেখতে পারেন। খুব সম্ভবত আইপিতে সমস্যা —শাকিল (আলাপ · অবদান) ১২:৪২, ২ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil ল্যাপটপ খুলেই এ অবস্থা। ওয়াইফাই তো হাই স্প্রিট থাকে। তবুও এ সমস্যা। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১২:৫৪, ২ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@মো. মাহমুদুল আলম আপনার ল্যাপটপের সময় ও তারিখ ঠিক আছে কি-না একটু চেক করেন তো। ⋯Aishik Rehman (আলাপ) ১৩:২৭, ২ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Aishik Rehman কীভাবে চেক করব, জানি না। বলে দেন। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৩:২৯, ২ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@মো. মাহমুদুল আলম আপনি অনুগ্রহ করে এখানে গিয়ে ম্যাসেজ করুন। ⋯Aishik Rehman (আলাপ) ১৩:৩৩, ২ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

কেউ ক্যানেলটন কটন মিল জমা করে দিন না। ফাউন্টেন চালু হয়না আমার।--রামিশা তাবাস্সুম (আলাপ) ১৪:৩৮, ৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@রামিশা তাবাস্সুম: ইতোমধ্যে সম্পন্নশাকিল (আলাপ · অবদান) ১৪:৪০, ৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ রামিশা তাবাস্সুম (আলাপ) ১৬:১২, ৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

জানতে চাই[সম্পাদনা]

এমএস শাকিবের আরটিকেল ১টা পয়েন্ট হলো ৮টা এর কারণ কি? -- মো. মাহমুদুল আলম (আলাপ) ০৫:২২, ৩ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@মো. মাহমুদুল আলম প্রতিযোগীতায় ভিন্ন পদ্ধতিতে পয়েন্ট বা স্কোর দেওয়া হচ্ছে (প্রতি ১০০ শব্দে ১ পয়েন্ট। বিস্তারিত দেখুন এখানেশাকিল (আলাপ · অবদান) ০৫:৪৩, ৩ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

তালিকার বাইরে নিবন্ধ[সম্পাদনা]

@MdsShakil এবং Aishik Rehman: সুধী, আমি তালিকার বাইরে Out, Out— নিবন্ধটি “আউট, আউট—” শিরোনামে অনুবাদ করতে চাই। এশীয় মাসের অভিজ্ঞতা থেকে ধারণা এতে তিনশ শব্দ হয়ে যাবে। যদি নাও হয়, তবু রেফারেন্স ঘেঁটে যোগ করে দিতে পারবো। নিবন্ধটি কি তালিকায় যুক্ত করা যাবে? — Meghmollar2017আলাপ০৫:১৫, ৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Meghmollar2017 অনুবাদ শুরু করে ফেলো। আমি তালিকায় যুক্ত করে দিচ্ছি। ⋯Aishik Rehman (আলাপ) ০৫:২০, ৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আইনের ধারা কিভাবে লেখব[সম্পাদনা]

উইকি শিশুদের ভালোবাসে ২০২১ (উইকিপিডিয়া) এ আমার একটি নিবন্ধ “শিশু নিরাপত্তায় আইনসমূহ (বাংলাদেশ”) আইন সংক্রান্ত। এখানে আইনের কিছু ধারা হুবহু উল্লেখ করেছি। এটা এ জন্যই করেছি যে আমি ইংরেজি উইকি থেকে আইন সংক্রান্ত কিছু দেশের বেশ কিছু নিবন্ধ অনুবাদ করেছি সেখানে আইনের ধারাগুলো হুবহু পেয়েছি। বাংলাদেশে শিশু সংক্রন্ত আইনের বই ও গেজেট আমার কাছে আছে। যেখান থেকে গজারিয়া উপজেলা নকল করেছে। বা আরও শতজন নকল করতে পারে। এখন আমার প্রশ্ন হলো-আলোচ্য নিবন্ধে আইনের ধারাগুলো কীভাবে লেখব? বলে দিলে ভালো হয়। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৮:৫৯, ৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সংশোধন[সম্পাদনা]

অথচ আমার নিবন্ধগুলো সাকিব ভাইয়ের পরে ছিল। আমার একটা নিবন্ধ গৃহীত হয়েও আবার গৃহীত লেখা-সহ পয়েন্ট উধাও। দুটি নিবন্ধ গৃহীত হয়েছে আজ দুদিন ধরে। এরই মধ্যে আমার পরের অনেকের নিবন্ধ গৃহীত হয়। আমারগুলো গৃহীতও হচ্ছে না, না অগৃহীত হচ্ছে। এমন কেন? আমার সব নিবন্ধ অপসারণ করে দিন, সাথে অংশগ্রহণকারী দল থেকেও।

ধন্যবাদ, ~ খান সাহেব আলাপ ১২:০৪, ৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Nazim Khan: দয়া করে ধৈর্য্য ধরুন। কোনো নিবন্ধই অপর্যালোচিত থাকবে না। যারা পর্যালোচনা করে তারাও স্বেচ্ছাসেবক এবং তাদেরও ব্যক্তিগত জীবনে সময় দিতে হয়। পর্যালোচনা সরঞ্জাম স্বয়ংক্রিয়ভাবে যার নিবন্ধ আগে প্রদর্শন করে তারটাই সাধারণত আমরা আগে পর্যালোচনা করি। সুতরাং পর্যালোচনা কবে হবে -এসব নিয়ে না ভেবে কাজ করে যান। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৩:২৮, ৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Nazim Khan: সঠিক নামে পিং করা হলো। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৩:৩১, ৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Yahya ভাই, এই ঘটনার পর ওনি আর অবদান রাখছেন না। হয়তো অযথা রাগ করে উইকিতেই আসছেন না! তাই ওনার সাথে আপনার অফ-উইকি যোগাযোগ থাকলে @Nazim Khan ভাইকে বিষয়টি আরেকটু বিস্তারিত বুঝিয়ে দেওয়ার অনুরোধ করছি। -- ≈ MS Sakib  «আলাপ» ১৯:৪৫, ১০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আমার সাথে তাঁর অফ-উইকি যোগাযোগ নেই। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২০:১৭, ১০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১[সম্পাদনা]

উইকিতে শিশুদের নিয়ে এই আয়োজনের কথা আমি জামতাম না। পড়ার টেবিলে গিয়ে শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ এর কথা জানতে পারি এবং এই পাতাটি তৈরি করি। এই পাতাটি কি এখন উইকি শিশুদের ভালোবাসে ২০২১ প্রতিযোগিতার অন্তর্ভুক্ত করা যাবে? Nakul ( আলাপ )

@Nakul Chandra Barman: হ্যাঁ, নিবন্ধটি প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা যাবে। আমি ইতোমধ্যে এটি তালিকায় যুক্ত করেছি। আপনি চাইলে এবার জমা দিতে পারেন, ধন্যবাদ। ⋯Aishik Rehman (আলাপ) ০৭:৫১, ৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ শনাক্তকরণ[সম্পাদনা]

ধরাযাক একজন স্বেচ্ছাসেবী তালিকাবদ্ধ একটি নিবন্ধ অনুবাদ শুরু করেছেন। তার অনুবাদ সমাপ্ত হওয়ার কিছুক্ষণ আগেই দ্বিতীয় আরেকজন স্বেচ্ছাসেবী সেটা অনুবাদ করে জমা দিয়ে দিলেন। এক্ষেত্রে প্রথম জনের পরিশ্রমের অপচয় হলো। এটা রোধের ব্যবস্থা আছে কি? Nakul ( আলাপ ) Nakul Barman ০৬:১৯, ৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Nakul Chandra Barman: আপনি অনুবাদ শুরু করার পূর্বেই {{কাজ চলছে}} উল্লেখ করে নিবন্ধ টি তৈরি করে আন্ত উইকি সংযোগ দিয়ে রাখবেন। তারপর ধীরে ধীরে অনুবাদ করবেন আর কেও সেটাতে হাত দিবে না —শাকিল (আলাপ · অবদান) ০৯:২৫, ৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

১৫ তারিখ কোন সময়[সম্পাদনা]

১৫ তারিখ রাত ১২টা ১মিনিট, না ১৫ তারিখ শুক্রবার দিবাগত রাত ১১টা ৫৯মিনিট। স্পষ্ট করলে ভালো হয়। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৭:৩৭, ১৪ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@মো. মাহমুদুল আলম ১৫ তারিখ মানে ১৫ তারিখের শেষ পর্যন্ত অর্থাৎ ১৫ তারিখ দিবাগত রাত ১১:৫৯ ইউটিসি (বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৫টা ৫৯ মিনিট পর্যন্ত) —শাকিল (আলাপ · অবদান) ১৭:৪০, ১৪ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিবইতে জমা দেওয়া নিয়ে সমস্যা[সম্পাদনা]

উইকিশৈশব:জীববিজ্ঞান/কোষ পাতাটি তৈরি করলাম কিন্তু জমা দিতে গিয়ে দেখাচ্ছে এটি Shuvo Hulk এর তৈরি। সেটা কি করে হল বুঝতে পারছিনা। -- Nettime Sujata (আলাপ) ১১:৩১, ১৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Nettime Sujata Shuvo Hulk ২০১৪ সালের ১২ ডিসেম্বরে পাতাটি তৈরি করেছেন। আপনি সেটাকে সম্প্রসারিত করেছেন। নিবন্ধটিকে সম্প্রসারণের আওতায় ধরা হবে। ⋯Aishik Rehman (আলাপ) ১৯:৩৬, ১৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
পাতা তৈরির আগে যাচাই-বাছাই করে নিলে ভালো হয়। আমিও একটি প্রতিযোগিতায় ডজ খাইছি। এখন আর হয় না। মো. মাহমুদুল আলম (আলাপ) ১৬:৪৩, ২১ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন