আলাপ:স্বরোচিষ সরকার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Sabarni sarker কর্তৃক ৬ বছর পূর্বে "উল্লেখযোগ্যতা প্রসঙ্গে" অনুচ্ছেদে

উল্লেখযোগ্যতা প্রসঙ্গে[সম্পাদনা]

প্রথমতউইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি) হিসেবে নিম্নলিখিত নির্দেশকসমূহ ভুক্তিটি বহন করে
  1. ব্যক্তি কোন উল্লেখযোগ্য পূরস্কার অথবা সম্মাননা গ্রহন করেছেন, অথবা পূরস্কার অথবা সম্মাননার জন্য মনোনয়ন পেয়েছেন (ইউজিসি এওয়ার্ড), লিংক: * ... ২০ জন স্কলার পেলেন ইউজিসি এওয়ার্ড
  2. ব্যক্তি ব্যাপকমাত্রায় তার কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, যা তার ঐ কর্ম-বিষয়ে ঐতিহাসিক রেকর্ডে তৈরি করেছে * ... বিবর্তনমূলক অভিধান একটি ঐতিহাসিক কাজ
  3. ব্যক্তির জাতীয় জীবনীর চরিতাভিধান বা অনুরূপ প্রকাশনায় ভুক্তি রয়েছে। ২০০৮ সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত লেখক অভিধানের (জীবীত লেখকদের চরিতাভিধান) ৪৪১তম পৃষ্ঠায় স্বরোচিষ সরকারকে লেখক হিসেবে ভুক্তি রয়েছে।

দ্বিতীয়ত উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (শিক্ষায়তনিক ব্যক্তিত্ব) হিসেবে নিম্নলিখিত মানদণ্ড তুলে ধরা হয়েছে যা এই ব্যক্তিত্ব বহন করেন:

  • অধিকাংশ শিক্ষায়তনিক ব্যক্তিত্ব কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্য (অধ্যাপক) হয়ে থাকেন বা পূর্বে থেকে থাকবেন। এছাড়াও অনেক শিক্ষায়তনিক ব্যক্তিত্ব বিভিন্ন শিক্ষায়তনিক গবেষণা প্রতিষ্ঠান যেমন এনআইএইচ, সিএনআরএস ইত্যাদিতে শিক্ষায়তনিক বা গবেষণা পদে কর্মরত থাকেন বা পূর্বে থেকে থাকবেন। তবে, উপরোক্ত সংজ্ঞার আলোকে শিক্ষায়তনিক গণগবেষণাক্ষেত্রের বাইরেও কাজ করতে পারেন যেমন শিল্প, অর্থনৈতিক ক্ষেত্র, সরকার, চিকিৎসক, আইনজীবী ইত্যাদি ক্ষেত্রে এবং তারা যদি তাদের শিক্ষায়তনিক অর্জনের কারণে পরিচিত হন তবে তাদের প্রধান কর্মের প্রকৃতি শিক্ষায়তনিক ব্যক্তিত্ব না হলেও চলবে; অন্যদিকে, যদি তারা তাদের প্রধান কর্মের কারণে উল্লেখযোগ্য হন তবে নিবন্ধ প্রণয়নের জন্য পৃথকভাবে উল্লেখযোগ্য শিক্ষায়তনিক ব্যক্তিত্ব হতে হবে না।
  • স্বরোচিষ সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ এর অধ্যাপক এবং সেখান থেকে প্রকাশিত ইংরেজি ও বাংলা আন্তর্জাতিক জার্নাল ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ জার্নাল এর প্রধান সম্পাদক ... রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবপেজ দ্রষ্টব্য। শিক্ষায়তনিক অর্জন ইউজিসি এওয়ার্ড।

এই প্রেক্ষিতে এই পৃষ্ঠাটি পুনরায় অপসারণ না করার যৌক্তিক অনুরোধ রইলো।

উইকিপিডিয়াতে বহু গুণীজন বিষয়ক কোনো পাতা নেই। ভবিষ্যতে আরো কিছু কাজ করার আগ্রহ রইলো। সাবর্ণি (আলাপ) ১২:১৬, ৪ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন