মিগ-২৯

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(MiG-29 থেকে পুনর্নির্দেশিত)
মিগ-২৯ "ফুলক্রাম"
রাশিয়ান বিমান বাহিনী মিগ-২৯
ধরন Multirole fighter
প্রস্তুতকারক মিকোয়ান
প্রথম যাত্রা ৬ অক্টোবর, ১৯৭৭
প্রচলন আগস্ট ১৯৮৩
পর্যায় In service
মূল ব্যবহারকারীs রুশ বিমান বাহিনী
ভারতীয় বিমানবাহিনী
Ukrainian Air Force
Algerian Air Force
Bangladesh Air Force
তৈরি ১৯৮৪-বর্তমান
তৈরির সংখ্যা ১৬০০+[১]
ভিন্নতা মিগ-৩৩
মিগ-৩৫

মিগ-২৯ রাশিয়ার তৈরি একটি চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমান। নির্ভরযোগ্য কার্যক্ষমতার জন্য এর ডাকনাম রাখা হয়েছে ফালক্রাম। সত্তর দশকের প্রথম দিকে মিকোইয়ান ডিজাইন ব্যুরো এই জঙ্গি বিমানের নকশা তৈরি করে, এবং ১৯৮৩ খ্রিষ্টাব্দে তৎকালীন সোভিয়েট রাশিয়ার বিমান বাহিনী বহরে এই বিমান যুক্ত করা হয়। মিগ-২৯ একটি চতুর্থ জেনারেশনের সুপারসনিক জেট ফাইটার। এর প্রস্তুতকারক সোভিয়েত ইউনিয়ন। এটি সোভিয়েত ইউনিয়নের তৈরি জেট ফাইটার এর মধ্যে সবচেয়ে আলোচিত এবং এটিকে সোভিয়েতদের স্টেট ওফ আর্ট হিসাবে বিবেচনা করা হয়। এটি সকল প্রকার আবহাওয়ায় ব্যবহার উপযোগী। এটি ভূমিতে হামলার জন্যও উপযোগী। দীর্ঘদিন ইউরোপিয়ান কান্ট্রি গুলোর ফিয়ার ফ্যাক্টর ছিলো এই মিগ ২৯।

বাংলাদেশ বিমান বাহিনী বহরে মোট ৮ টি মিগ-২৯ আছে।[২]

বিশদ বিবরণ[সম্পাদনা]

  • বৈমানিক : ১ জন
  • দৈর্ঘ্য : ৫৭ ফুট(১৭.৩৭ মি)
  • উচ্চতা : ১৫ফিট ৬ ইঞ্চি(৪.৭৩মি)
  • খালি অবস্হায় ওজন : ১১০০০ কেজি
  • বোঝাই অবস্হায় ওজন : ১৬৮০০ কেজি
  • সর্বোচ্চ উড্ডয়ন ওজন : ২১০০০ কেজি
  • শক্তির উৎস : ২টি ক্লিমোভ আরডি-৩৩কে আফটার বার্নিং টার্বো ফ্যান
  • সর্বোচ্চ গতিসীমা : ২৪৪৫ কি.মি./ঘণ্টা(১৫১৮ মাইল/ঘণ্টা)
  • পাল্লা :৭০০ কি.মি.(যুদ্ধাবস্হায়)২৯০০ কি.মি. (ফেরি)

অস্ত্রসমূহ[সম্পাদনা]

  • ১X৩০মিমি জিএসএইচ-৩০-১ কামান (১৫০ রাউন্ড)
  • সর্বোচ্চ ৩৫০০ কেজি ওজনের অস্ত্র ৬টি এন্টি এয়ার ক্রাফট মিসাইলস

গ্যালারী[সম্পাদনা]

ব্যবহারকারী দেশ সমুহ[সম্পাদনা]

বর্তমান ব্যবহারকারী দেশ[সম্পাদনা]

পুরাতন[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Products: Military Programs." ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ নভেম্বর ২০১০ তারিখে migavia.ru/eng. Retrieved 23 September 2009.
  2. "World Air Forces 2017"। Flightglobal Insight। ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

1 .সংযোগ শিরোনাম[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]-the voice of Bangladesh Armed Force .

2 . আমরা বিশ্বে মাথা উঁচু করে থাকব-প্রধানমন্ত্রী শেখ হাসিনাদৈনিক নয়াদিগন্ত