ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন
সংক্ষেপে | এফএসএফ |
---|---|
নীতিবাক্য | ফ্রি সফটওয়্যার, ফ্রি সোসাইটি |
গঠিত | ১৯৮৫-১০-০৪ |
ধরন | বেসরকারি সংস্থা এবং অলাভজনক সংগঠন |
আইনি অবস্থা | ফাউন্ডেশন |
উদ্দেশ্য | শিক্ষামূলক |
সদরদপ্তর | বোস্টন, ম্যাসাচুসেট্স, মার্কিন যুক্তরাষ্ট্র |
যে অঞ্চলে কাজ করে | বিশ্বব্যাপী |
সদস্যপদ | একক মানুষ ও করপোরেট পৃষ্ঠপোষক |
সভাপতি | রিচার্ড স্টলম্যান |
সম্পৃক্ত সংগঠন | সফটওয়্যার স্বাধীনতা আইন সংস্থা |
স্টাফ | ১২[১] |
ওয়েবসাইট | http://www.fsf.org/ |
ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন (এফএসএফ) একটি অলাভজনক সংগঠন। ১৯৮৫ সালের ৪ অক্টোবর রিচার্ড স্টলম্যান এটি প্রতিষ্ঠা করেন। ফ্রি সফটওয়্যার আন্দোলন এবং কপিলেফ্ট লাইসেন্সের অধিনে বিশ্বের সকলকে কম্পিউটার সফটওয়্যার তৈরী, বিতরণ এবং সম্পাদনা করার স্বাধীনতা দেয়ার লক্ষে মূলত এই প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্স রাজ্যে অবস্থিত।[২]
১৯৯০ এর মাঝামাধি সময় পর্যন্ত এফএসএফ এর পাওয়া অনুদানের অধিকাংশই খরচ হত এখানে কর্মরত সফটওয়্যার ডেভলপারেদর বেতনর ক্ষেত্রে। যারা গ্নু প্রকল্পের অংশ হিসাবে ফ্রি সফটওয়্যার তৈরীর কাজ করতেন। ১৯৯০ এর পর থেকে স্বেচ্ছাসেবক এবং কর্মচারীদের সকলেই মূলত ফ্রি সফটওয়্যর আন্দোলন এবং ফ্রি সফটওয়্যার কম্যুনিটির জন্য কাজ করছেন।
লক্ষের সাথে সামঞ্জস্য রেখেই এফএসএফ এর সকল কম্পিউটারে শুধুমাত্র ফ্রি সফটওয়্যার ব্যবহার করা হয়।[৩]
বর্তমান এবং চলমান কার্যক্রম
[সম্পাদনা]- গ্নু প্রকল্প
- এফএসএফ এর মূল উদ্দেশ্য ছিল ফ্রি সফটওয়্যারের ধারণা প্রচার করা। এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্নু অপারেটিং সিস্টেম তৈরী করা হয়েছিল এই ধরনেরই একটি সফটওয়্যারের উদাহরণ হিসেবে।
- গ্নু লাইসেন্স
- গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স (জিপিএল) ফ্রি সফটওয়্যার প্রকল্পসমূহের ক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি লাইসেন্স। লাইসেন্সর সাম্প্রতিকতম সংস্করণটি (সংস্করণ ৩) প্রকাশ করা হয়েছিল ২০০৭ সালে। এটা ছাড়াও এফএসএফ এর পক্ষ থেকে গ্নু লেসার জেনারেল পাবলিক লাইসেন্স (এলজিপিএল), গ্নু ফ্রি ডকুমেন্টেশন লাইসেন্স (জিএফডিএল), এবং গ্নু অ্যাফেরো জেনারেল পাবলিক লাইসেন্স (এজিপিএল) লাইসেন্সসমূহ প্রকাশ করা হয়েছিল ।
- গ্নু প্রেস
- ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ, "ফ্রি বিতরণের অনুমতি সংবলিত কম্পিউটার বিজ্ঞানের বিভিন্ন বই প্রকাশ করা হয়ে থাকে এখান থেকে"।[৪]
- ফ্রি সফটওয়্যার ডিরেক্টরি
- এটি ফ্রি সফটওয়্যার হিসাবে স্বীকৃত সফটওয়্যার প্যাকেজের তালিকা। প্রতিটি সফটওয়্যার প্যাকেজের সাথে ৪৭টি তথ্য সংকলিত থাকে। এই সকল তথ্যের মধ্যে রয়েছে প্রকল্পের ওয়েবসাইট, ডেভলপারগন, প্রোগ্রামিং ভাষা ইত্যাদি। এটির লক্ষসমূহের মধ্যে রয়েছে, এমন একটি সার্চ ইঞ্জিন তৈরী করা যার মাধ্যমে সহজেই ফ্রি সফটওয়্যারসমূহ খুজে পাওয়া যাবে এবং একই সাথে ব্যবহারকারীর এটি অনুসন্ধান করতে পারবেন যে তারা যে সফওয়্যার প্যাকেজসমূহ ব্যবহার করছেন সেগুলো ফ্রি সফটওয়্যার কিনা। ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন ইউনেস্কো থেকে এই প্রকল্পের জন্য স্বল্প পরিসরে আর্থিক সহায়তা পেয়ে থাকে।
- ফ্রি সফটওয়্যার সংজ্ঞা ব্যবস্থাপনা
- এফএসএফ এমন বেশ কিছু ডকুমেন্টেশন রক্ষনাবেক্ষন এবং ব্যবস্থাপনা করে থাকে যার মাধ্যমে ফ্রি সফটওয়্যার আন্দোলন সজ্ঞায়িত করা হয়ে থাকে।
- প্রকল্প হোস্ট করা
- ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন সফটওয়্যার ডেভলপমেন্ট প্রকল্পসমূহ তাদের গ্নু সাভানা ওয়েব সাইটে হোস্ট করে থাকে।
- কার্যকর প্রচারণা
- সফটওয়্যার স্বাধিনতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে এমন বেশ কিছু কার্যক্রমের বিপক্ষে এফএসএফ প্রচারণা চালিয়ে থাকে। এর মধ্যে রয়েছে সফটওয়্যার প্যাটেন্ট, digital rights management (এফএসএফ এটিকে "ডিজিটাল বিধিনিষেধ ব্যবস্থাপনা" বলে থাকে, কারণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সফটওয়্যার স্বাধীনতার যে বিষয়গুলোতে গুরুত্ব দেয়া হয়, কিন্তু "এগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এর মাধ্যমে স্বাধীনতাসমূহ ব্যবহারকারীদের থেকে দূরে সরিয়ে রাখা হয়"[৫]) এবং ইন্টারফেস কপিরাইট। Defective by Design হল এফএসফ এর পক্ষ থেকে আয়োজন করা ডিআরএম এর বিপক্ষে প্রচারণামূলক অনুষ্ঠান। এছাড়া তারা Ogg+Vorbis, proprietary formats যেমন MP3 এবং AAC এর বিকল্প ব্যবহারে উদ্বুদ্ধ করে থাকে। "অত্যন্ত গুরুত্বপূর্ণ" হিসাবে চিহ্নিত বেশ কিছু ফ্রি সফটওয়্যার প্রকল্পে ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থয়ন করা হয়।
- বার্ষিক পুরস্কার
- "Award for the Advancement of Free Software" এবং "Free Software Award for Projects of Social Benefit"।
অধিকগুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ
[সম্পাদনা]এফএসএফ এর একটি "অত্যধিক গুরুত্বপূর্ণ" সফটওয়্যারসমূহের তালিকা রয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে থাকে free software communityর এই সকল প্রকল্পে বিশেষ নজর দেয়া উচিত।[৬] ফ্রি সফটওয়্যর ফাউন্ডেশন এই প্রকল্পগুলো সম্পন্ন করা গুরুত্বপূর্ণ বলে মনে করে থাকে, কারণ কম্পিউটার ব্যবহারকারী কমিউনিটি ফ্রি নয় এমন সফটওয়্যার ব্যবহারে বাধ্য হচ্ছে কারণ কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট কাজের জন্য ফ্রি সফটওয়্যার নেই।[৬]
পূর্ববর্তী সময়ে যে সকল প্রকল্পকে গুরুত্বের সাথে বিবেচনা করা হত সেগুলো বিশেষ ক্ষেত্রে প্রয়োজন ছিল। যেমন Free Java implementations, GNU Classpath, এবং GNU Compiler for Java, এর লক্ষে কাজ করা হচ্ছিল এবং এর মূল লক্ষ ছিল OpenOffice.org এর জাভা অংশের উন্নয়ন নিশ্চিত করা(বিস্তারিত দেখুন এখানে Java: Licensing)।
স্বীকৃতি
[সম্পাদনা]- ১৯৯৯: ওপেন সোর্স কম্পিউটিং এর জন্য লিনুস তোরভাল্দ্স[৭]
- ২০০৫: "ডিজিটাল কমিউনিটি" ক্যাটেগরীতে Prix Ars Electronica পুরস্কার[৮]
গঠনপদ্ধতি
[সম্পাদনা]এসসিও আইন
[সম্পাদনা]ফ্রি সফটওয়্যার
[সম্পাদনা]
সমালোচনা
[সম্পাদনা]রিচার্ড স্টলম্যানের বিরুদ্ধে অভিযোগ
[সম্পাদনা]জেফরি এপস্টাইনের শিকারদের একজনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পরে স্টলম্যান ২০১৯ সালে বোর্ড থেকে পদত্যাগ করেছিলেন, কিন্তু ১৮ মাস পরে স্টলম্যান আবার বোর্ডে যোগ দেন।[৯] পরিষদে পুনঃযোগদানে মুক্ত সফ্টওয়্যার বিকাশকারী বা ডেভেলপারদের বেশ কয়েকটি বিশিষ্ট সংস্থা ও ব্যক্তি স্টলম্যানের ব্লগে লেখাকে উদ্ধৃত করে পুনঃনিয়োগের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিল যা তারা একটি অন্তর্ভুক্তিমূলক সম্প্রদায়ের প্রচারের বিরোধী বলে মনে করেছিল। [১০][১১] স্টলম্যানের পুনঃপ্রতিষ্ঠার ফলস্বরূপ, ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের বিশিষ্ট সদস্যরা প্রতিবাদে পদত্যাগ করে এবং প্রধান দাতা রেড হ্যাট ঘোষণা করে যে এটি বিনামূল্যে সফ্টওয়্যার ফাউন্ডেশনকে অর্থায়ন ও সমর্থন বন্ধ করবে। [১০] [১২]
আরও দেখুন
[সম্পাদনা]- BadVista
- Defective by Design
- Electronic Frontier Foundation
- Software Freedom Law Center
- List of Linux distributions endorsed by the Free Software Foundation
- Free Software Foundation Europe
- Free Software Foundation India
- Free Software Foundation Latin America
- League for Programming Freedom
- Peter T. Brown
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Staff of the Free Software Foundation"। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৮।
- ↑ "FREE SOFTWARE FOUNDATION, INC. Summary Screen"। The Commonwealth of Massachusetts, Secretary of the Commonwealth, Corporations Division। ২০১৩-০৫-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৬।
- ↑ স্টলম্যান, রিচার্ড ম্যাথিউ (২০০২)। "লিনাক্স, গ্নু, ও স্বাধীমতা"। গ্নু প্রকল্পের দর্শন। গ্নু প্রকল্প। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৮।
- ↑ List of books published ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ মে ২০১৩ তারিখে in GNU Press home site
- ↑ "Digital Restrictions Management and Treacherous Computing"। Free Software Foundation। সেপ্টেম্বর ১৮, ২০০৬। সেপ্টেম্বর ৬, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১২-১৭।
- ↑ ক খ "High Priority Free Software Projects"। Free Software Foundation। সংগ্রহের তারিখ জানুয়ারি ৪, ২০০৯।
- ↑ Marsh, Ann (২০০২)। "What I Saw at the Revolution"। Stanford Magazine। Stanford Alumni Association। ২০০৫-১২-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-১২-১০। অজানা প্যারামিটার
|month=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ Free Software Foundation (২০০৫)। "FSF honored with Prix Ars Electronica award"। News Releases। Free Software Foundation। সংগ্রহের তারিখ ২০০৬-১২-১০।
- ↑ Brodkin, Jon (২০২১-০৩-২২)। "Richard Stallman returns to FSF 18 months after controversial rape comments"। Ars Technica (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-৩১।
- ↑ ক খ Vaughan-Nichols, Steven J.। "Free Software Foundation leaders and supporters desert sinking ship"। ZDNet (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-৩১।
- ↑ Brodkin, Jon (২০২১-০৩-২৩)। "Free software advocates seek removal of Richard Stallman and entire FSF board"। Ars Technica (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-৩১।
- ↑ Salter, Jim (২০২১-০৩-২৯)। "Red Hat withdraws from the Free Software Foundation after Stallman's return"। Ars Technica (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-৩১।