গ্নু গ্রাব
অবয়ব
উন্নয়নকারী | গ্নু প্রকল্প |
---|---|
প্রাথমিক সংস্করণ | ১৯৯৫ |
স্থিতিশীল সংস্করণ | ২.০২ (গ্রাব ২)
/ ২৬ এপ্রিল ২০১৭ |
পূর্বরূপ সংস্করণ | ২.০২~আরসি২ (গ্রাব ২)
/ ১৫ মার্চ ২০১৭ |
রিপজিটরি | |
যে ভাষায় লিখিত | অ্যাসেম্বলি, সি |
অপারেটিং সিস্টেম | গ্নু/লিনাক্স, ম্যাকওএস, বিএসডি, সোলারিস (এক্স৮৬ পোর্ট) এবং মাইক্রোসফট উইন্ডোজ (চেইনলোডিঙের মাধ্যমে) |
উপলব্ধ | ইংরেজি ও অন্যান্য |
ধরন | বুট লোডার |
লাইসেন্স | গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স সংস্করণ ৩ |
ওয়েবসাইট | www |
গ্নু গ্রাব (ইংরেজি: GNU GRUB বা GNU GRand Unified Bootloader) গ্নু প্রকল্পের একটি বুট লোডার প্যাকেজ। গ্রাব ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের বহুবুট স্পেসিফিকেশনের রেফারেন্স প্রয়োগ, যেটি ব্যবহারকারীকে কয়েকটি ইন্সটলকৃত অপারেটিং সিস্টেম থেকে যেকোন একটি বুট করার ও উপস্থিত কার্নেল কনফিগারেশন থেকে একটি নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের পার্টিশনে যেকোন একটি নির্বাচন করার সুযোগ প্রদান করে। [১]
"গ্র্যান্ড ইউনিফাইড বুটলোডার" নামক একটি প্যাকেজ থেকে গ্নু গ্রাবের ডেভেলপ করা হয়েছে। এটি প্রধানত ইউনিক্স-সদৃশ সিস্টেমসমূহের ব্যবহার করা হয়। গ্নু অপারেটিং সিস্টেম, সাথে সাথে অধিকাংশ লিনাক্স ডিস্ট্রিবিউশন এবং সোলারিস অপারেটিং সিস্টেন তাদের বুটলোডার হিসেব্র গ্নু গ্রাব ব্যবহার করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "গ্রাব বুট লোডার ইনস্টল করা হয় না। LILO কি? কীভাবে grub কাজ করে?"। Wrldlib। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে গ্নু গ্রাব সংক্রান্ত মিডিয়া রয়েছে।
উইকিবইয়ে এই বিষয়ের উপরে একটি বই রয়েছে: GRUB Installation After Windows Installation