বিষয়বস্তুতে চলুন

কারাকাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Caraqueño থেকে পুনর্নির্দেশিত)
কারাকাস
Santiago de León de Caracas
রাজধানী
সান্তিয়াগো দে লেওন দে কারাকাস
(উপর থেকে, বাম থেকে ডানে) প্লাজা ভেনেজুয়েলা; প্লাজা ফ্রান্সিয়া; লস পালোস গ্র্যান্ডেসে পার্ক ক্রিস্টাল; নুয়েস্টরা সেনোরা ডি লর্ডেস চার্চ; পার্ক কেন্দ্রীয় কমপ্লেক্স
কারাকাসের প্রতীক
প্রতীক
নীতিবাক্য: Seguid El Ejemplo Que Caracas Dio. (Then Follow the Example that Caracas Gave.)
লুয়া ত্রুটি মডিউল:অবস্থান_মানচিত্ এর 393 নং লাইনে: স্থানাঙ্কের মান বিকৃত।ভেনেজুয়েলা ও দক্ষিণ আমেরিকায় অবস্থান
স্থানাঙ্ক: ১০°২৮′৫০″ উত্তর ৬৬°৫৪′১৩″ পশ্চিম
রাষ্ট্র ভেনেজুয়েলা
StateVenezuelan Capital District
স্থাপন২৫ জুলাই, ১৫৬৭
প্রতিষ্ঠাতাদিয়েগো দে লোসাদা
সরকার
 • ধরনমেয়র কাউন্সিল
 • শাসকGovernment of the Capital District / Mayorship of the Metropolitan District
 • প্রশাসনিল প্রধান / মেয়রএর্নেস্তো ভিলেগাস / আন্তোনিও লাদেজমা
আয়তন
 • রাজধানী৪৩৩ বর্গকিমি (১৬৭ বর্গমাইল)
উচ্চতা৯০০ মিটার (৩,০০০ ফুট)
সর্বোচ্চ উচ্চতা২,১০০ মিটার (৬,৯০০ ফুট)
সর্বনিন্ম উচ্চতা৭০০ মিটার (২,৩০০ ফুট)
জনসংখ্যা (2014)
 • রাজধানী২০,১৩,৩৬৬
 • জনঘনত্ব৪,৬৪৯/বর্গকিমি (১২,০৪০/বর্গমাইল)
 • পৌর এলাকা৩২,৭৩,৮৬৩
 • পৌর এলাকার জনঘনত্ব৪,০০৭/বর্গকিমি (১০,৩৮০/বর্গমাইল)
 • মহানগর৫২,৪৩,৩০১
 • মহানগর জনঘনত্ব১,২২৮.১৯/বর্গকিমি (৩,১৮১.০/বর্গমাইল)
বিশেষণCaraquenian (Spanish: caraqueño (m), caraqueña (f))
সময় অঞ্চলVST (ইউটিসি−০৪:০০)
Postal code1010-A
Area code212
আইএসও ৩১৬৬ কোডVE-A
The area and population figures are the sum of the figures of the five municipalities (listed above) that make up the Distrito Metropolitano.
ভেনেজুয়েলা লেগুন, কারাকাসের বোটানিক্যাল গার্ডেন এবং পটভূমিতে সেন্ট্রাল পার্ক

কারাকাস (স্পেনীয়: Caracas; /kəˈrækəs, -ˈrɑːk-/, স্পেনীয়: [kaˈɾakas]), আনুষ্ঠানিকভাবে ''সান্তিয়াগো দে লিওন দে কারাকাস, সংক্ষেপে 'সিসিএস', ভেনেজুয়েলার রাজধানী ও বৃহত্তম শহর। এটি দেশের উত্তরাঞ্চলে অবস্থিত; দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও এই শহরের গুরুত্ব অনস্বীকার্য। ভেনেজুয়েলার বৃহত্তম এই শহরের মূল এলাকায় জনসংখ্যা ২০১১ সালের জনগণনা অনুযায়ী ২০,১৩,৩৬৬ [][] ও বৃহত্তর কারাকাসে তা ৩২ লক্ষকেও (৩২,৭৩,৮৬৩, ২০১৩'র হিসেব অনুযায়ী)[] ছাপিয়ে যায়।

ভেনেজুয়েলার উপকূলীয় পর্বতমালার (কর্ডিলিয়েরা দে লা কোস্তা) মধ্যে সঙ্কীর্ণ কারাকাস উপত্যকায় গুয়ের নদীর তীরে অবস্থিত এই শহর। শহরের মূল বসবাসকারী এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৬০ থেকে ৯১০ মিটার (২৪৯০ থেকে ২৯৯০ ফুট) উচ্চ। তার উত্তরে ২২০০ মিটার (৭২০০ ফুট) উঁচু কিন্তু সঙ্কীর্ণ এক সারি পর্বত চেরো এল আভিলা (১৯৫৮ সাল থেকে কর্ডিলিয়েরা দে লা কোস্তার মধ্য অংশের এই সবুজে ঢাকা পাহাড়গুলি এল আভিলা জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃত), তার পরেই ক্যারিবীয় সাগর। সমগ্র শহরটিই ছোট ছোট পাহাড়ে ঘেরা।

ভেনিজুয়েলীয় অর্থনীতির অন্যতম কেন্দ্র এই শহর। তবে মূল মেট্রোপলিটান অঞ্চলে কিছু শিল্প থাকলেও অর্থনীতির মূল ভিত্তি এখানে বিভিন্ন ধরনের পরিষেবাকেন্দ্রিক। বিভিন্ন ধরনের ব্যাঙ্ক, শপিং মল ও বিভিন্ন কোম্পানির সদর দপ্তর এখানে অবস্থিত। কারাকাস স্টক এক্সচেঞ্জ ও পেট্রোলেওস দে ভেনিজুয়েলার (পিডিভিএসএ) সদর দপ্তরও এখানেই অবস্থিত। প্রসঙ্গত উল্লেখ্য, পেট্রোলেওস দে ভেনিজুয়েলা ভেনিজুয়েলার সবচেয়ে বড় কোম্পানি। এছাড়াও বহু রেস্তোরাঁ, শপিং সেন্টার, সংগ্রহশালা শোভিত এই শহর ভেনিজুয়েলার সংস্কৃতির এক প্রধান কেন্দ্রও। লাতিন আমেরিকার বেশ কিছু উচ্চতম বাড়ি এই শহরে অবস্থিত।

ভূগোল

[সম্পাদনা]

সমগ্র কারাকাস শহরটাই ভেনিজুয়েলার উপকূলীয় পর্বতমালার মধ্যে একটি উপত্যকায় অবস্থিত। এই উপত্যকাটির উচ্চতা ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন হওয়ায় শহরটিও অসমতল - সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৬০ থেকে ৯১০ মিটার উঁচু। বে শহরের ঐতিহাসিক অংশটুকুর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৯০০ মিটার বা প্রায় ৩০০০ ফুট। একটি সঙ্কীর্ণ পাহাড়ের সারি শহরটিকে মাত্র ১৫ কিলোমিটার (৯ মাইল) দূরের ক্যারিবীয় সাগর থেকে পৃথক করে রেখেছে। এগুলি বর্তমানে এল আভিলা জাতীয় উদ্যান রূপে স্বীকৃত। শহরের সর্বোচ্চ বিন্দু পিকো এল আভিলা (২১৫৯ মিটার বা ৭০৮৩ ফুট)। শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে গুয়ের নদী। মূল শহরে সমভূমির অভাবে কারাকাসের বিমানবন্দরটি সমুদ্রতীরের জনপদ মাইকেতিয়ায় অবস্থিত। শহরের বন্দরটি সমুদ্রতীরের আরেকটি জনপদ লা গুয়েরায় অবস্থিত। এখানে এল আভিলা পর্বতশ্রেণীর পর্বতগুলি সরাসরি সমুদ্রে নেমে আসায় একটি স্বাভাবিক বন্দর তৈরির সুবিধা পাওয়া সম্ভব হয়েছে। শহর লাগোয়া দু'টি জলাধার লা মারিপোসাকামাতাগুয়া; শহরে জলের মূল জোগান আসে এই দু'টি জলাধার থেকেই।

জলবায়ু

[সম্পাদনা]

অবস্থানগত কারণে কারাকাসের জলবায়ু মূলত ক্রান্তীয় ধরনের। তবে উচ্চতার জন্য এখানে সাধারণত ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রতীরবর্তী অঞ্চলগুলোর মতো অতটা গরম পড়ে না। সারা বছরের গড় তাপমাত্রা এখানে ২৩.৮° সেলসিয়াস বা ৭৫° ফারেনহাইট। শীতলতম মাস জানুয়ারি (গড় তাপমাত্রা ২২.৮° সেলসিয়াস বা ৭৩° ফারেনহাইট) ও উষ্ণতম মাস জুলাই (গড় তাপমাত্রা ২৫° সেলসিয়াস বা ৭৭° ফারেনহাইট)। বছরে মোট বৃষ্টিপাতের পরিমাণ ৯০০ থেকে ১৩০০ মিলিমিটার।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. City population by sex, city and city type. UNdata. সংগৃহীত ২ ডিসেম্বর, ২০১৫।
  2. CABILDO METROPOLITANO DEL ÁREA METROPOLITANA DE CARACAS. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে সংগৃহীত ২ ডিসেম্বর, ২০১৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]