প্রিয়জন
প্রিয়জন | |
---|---|
পরিচালক | রানা নাসের |
প্রযোজক | মোহাম্মদ হোসেন |
রচয়িতা | জামান আখতার (সংলাপ) |
চিত্রনাট্যকার | মোহাম্মদ হোসেন |
কাহিনিকার | জামান আখতার |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলম খান |
চিত্রগ্রাহক | আজমল হক |
সম্পাদক | আতিকুর রহমান মল্লিক |
প্রযোজনা কোম্পানি | সনি কথাচিত্র |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
প্রিয়জন হল রানা নাসের পরিচালিত ১৯৯৬ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। ছবিটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন আখতার জামান এবং চিত্রনাট্য রচনা করেছেন মোহাম্মদ হোসেন। ত্রিভুজ প্রেমের এই ছবিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ, শিল্পী ও রিয়াজ।[১] এছাড়া অন্যান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন প্রবীর মিত্র, ডলি জহুর, দিলদার প্রমুখ।
কুশীলব
[সম্পাদনা]- সালমান শাহ - জীবন
- আঞ্জুমান আরা শিল্পী - রূপা
- রিয়াজ - সুমন
- প্রবীর মিত্র - আনোয়ার মিয়া
- ডলি জহুর - জনাবা চৌধুরী
- দিলদার - বাকের আলী
- নাসরিন - গেন্দি
- শেখর - মনসুর
- সাইফুদ্দিন - গেন্দির বাবা
- ব্ল্যাক আনোয়ার - রমজান
- সাদেক বাচ্চু - আরিফ শিকদার, রূপার বাবা
- মাহমুদ সাজ্জাদ - জনাব চৌধুরী, সুমনের বাবা
- সিরাজ হায়দার - ডাক্তার চাচা
সঙ্গীত
[সম্পাদনা]প্রিয়জন চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আলম খান। গানের কথা লিখেছেন দেওয়ান নজরুল, মিল্টন খন্দকার, মনিরুজ্জামান মনির, ও মোহাম্মদ রফিকউজ্জামান। এই ছবিতে আটটি গান রয়েছে, গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, আগুন, মলয় চাকী ও রিজিয়া পারভীন। মনিরুজ্জামান মনিরের গীতে এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গাওয়া "এ জীবনে যারে চেয়েছি" গানটি পরবর্তী কালে পুনঃসঙ্গীতায়োজন করেন ইমরান মাহমুদুল। অনুপম মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানের ভিডিওতে ইমরান ও নাজিফা তুষিকে দেখা যায়।[২]
সকল গানের সুরকার আলম খান।
গানের তালিকা | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
১. | "এ জীবনে যারে চেয়েছি" | মনিরুজ্জামান মনির | এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন | |
২. | "ও সাথী রে (দ্বৈত)" | এন্ড্রু কিশোর, রিজিয়া পারভীন | ||
৩. | "ছোট্ট মনে ছোট্ট আশা" | রুনা লায়লা, আগুন | ||
৪. | "মন মানে না, প্রাণ মানে না" | রুনা লায়লা | ||
৫. | "ও মেয়েটি বড় সুন্দরী" | মলয় চাকী | ||
৬. | "ডার্লিং ডার্লিং ভালোবাসা দাও না" | মলয় চাকী | ||
৭. | "কন্যা রাগ কইরোনা" | এন্ড্রু কিশোর, রিজিয়া পারভীন | ||
৮. | "ও সাথী রে (পুরুষ)" | এন্ড্রু কিশোর | ||
মোট দৈর্ঘ্য: | ৩০:১২ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "২৭টি ছবিতে সালমানের নায়িকা ছিলেন যারা"। জাগোনিউজ২৪.কম। ৬ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "সালমান শাহ স্মরণে ইমরানের গান"। একুশে টেলিভিশন। ১৫ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে প্রিয়জন (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে প্রিয়জন