বিষয়বস্তুতে চলুন

প্রিয়জন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার বর্তমান সংস্করণ, যা Hasan muntaseer (আলোচনা | অবদান) কর্তৃক ১৫:৫৭, ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখে সম্পাদিত হয়েছিল (তাহেরুল (আলাপ)-এর সম্পাদিত সংস্করণ হতে WAKIM-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক।

(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
প্রিয়জন
প্রিয়জন চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরানা নাসের
প্রযোজকমোহাম্মদ হোসেন
রচয়িতাজামান আখতার (সংলাপ)
চিত্রনাট্যকারমোহাম্মদ হোসেন
কাহিনিকারজামান আখতার
শ্রেষ্ঠাংশে
সুরকারআলম খান
চিত্রগ্রাহকআজমল হক
সম্পাদকআতিকুর রহমান মল্লিক
প্রযোজনা
কোম্পানি
সনি কথাচিত্র
মুক্তি
  • ১৪ জুন ১৯৯৬ (1996-06-14)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

প্রিয়জন হল রানা নাসের পরিচালিত ১৯৯৬ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। ছবিটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন আখতার জামান এবং চিত্রনাট্য রচনা করেছেন মোহাম্মদ হোসেন। ত্রিভুজ প্রেমের এই ছবিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ, শিল্পী ও রিয়াজ[] এছাড়া অন্যান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন প্রবীর মিত্র, ডলি জহুর, দিলদার প্রমুখ।

কুশীলব

[সম্পাদনা]

সঙ্গীত

[সম্পাদনা]

প্রিয়জন চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আলম খান। গানের কথা লিখেছেন দেওয়ান নজরুল, মিল্টন খন্দকার, মনিরুজ্জামান মনির, ও মোহাম্মদ রফিকউজ্জামান। এই ছবিতে আটটি গান রয়েছে, গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, আগুন, মলয় চাকী ও রিজিয়া পারভীন। মনিরুজ্জামান মনিরের গীতে এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গাওয়া "এ জীবনে যারে চেয়েছি" গানটি পরবর্তী কালে পুনঃসঙ্গীতায়োজন করেন ইমরান মাহমুদুল। অনুপম মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানের ভিডিওতে ইমরান ও নাজিফা তুষিকে দেখা যায়।[]

সকল গানের সুরকার আলম খান

গানের তালিকা
নং.শিরোনামগীতিকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."এ জীবনে যারে চেয়েছি"মনিরুজ্জামান মনিরএন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন 
২."ও সাথী রে (দ্বৈত)" এন্ড্রু কিশোর, রিজিয়া পারভীন 
৩."ছোট্ট মনে ছোট্ট আশা" রুনা লায়লা, আগুন 
৪."মন মানে না, প্রাণ মানে না" রুনা লায়লা 
৫."ও মেয়েটি বড় সুন্দরী" মলয় চাকী 
৬."ডার্লিং ডার্লিং ভালোবাসা দাও না" মলয় চাকী 
৭."কন্যা রাগ কইরোনা" এন্ড্রু কিশোর, রিজিয়া পারভীন 
৮."ও সাথী রে (পুরুষ)" এন্ড্রু কিশোর 
মোট দৈর্ঘ্য:৩০:১২

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "২৭টি ছবিতে সালমানের নায়িকা ছিলেন যারা"জাগোনিউজ২৪.কম। ৬ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "সালমান শাহ স্মরণে ইমরানের গান"একুশে টেলিভিশন। ১৫ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]