২০২৩–২৪ বিজয় হাজারে ট্রফি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩–২৪ বিজয় হাজারে ট্রফি
তারিখ২৩ নভেম্বর – ১৬ ডিসেম্বর ২০২৩
তত্ত্বাবধায়কবিসিসিআই
ক্রিকেটের ধরনলিস্ট এ ক্রিকেট
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন এবং প্লে অফ বিন্যাস
আয়োজক ভারত
বিজয়ীহরিয়ানা (১ম শিরোপা)
রানার-আপরাজস্থান
অংশগ্রহণকারী দলসংখ্যা৩৮
খেলার সংখ্যা১০৫
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়সুমিত কুমার (হরিয়ানা)
সর্বাধিক রান সংগ্রহকারীআরসালান খান (৫০৮) (চণ্ডীগড়)
সর্বাধিক উইকেটধারীবরুন চক্রবর্তী (১৯) (তামিলনাড়ু)
অনিকেত চৌধুরী (১৯) (রাজস্থান)
সিদ্ধার্থ কৌল (১৯) (পাঞ্জাব)
হর্ষল প্যাটেল (১৯) (হরিয়ানা)

২০২৩-২৪ বিজয় হাজারে ট্রফি ছিল বিজয় হাজারে ট্রফির ৩১তম সংস্করণ, ভারতের একটি বার্ষিক লিস্ট এ ক্রিকেট টুর্নামেন্ট। এটি ১২ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত খেলা হয়েছিল।[১] ৫টি গ্রুপে বিভক্ত এই টুর্নামেন্টে ৩৮টি দল অংশগ্রহণ করেছে।[২] এটি সারা দেশের ৬টি শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল: বেঙ্গালুরু, দিল্লি, কলকাতা, মুম্বাই, রাঁচি এবং আহমেদাবাদ। সমস্ত নকআউট পর্বের ম্যাচগুলো রাজকোটে অনুষ্ঠিত হয়েছিল।[৩] ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল সৌরাষ্ট্র

ফাইনালে, হরিয়ানা রাজস্থানকে ৩০ রানে হারিয়ে তাদের প্রথম শিরোপা জিতেছিল।[৪]

লিগ পর্ব[সম্পাদনা]

গ্রুপ এ[সম্পাদনা]

অব দল খেলা হা ফহ পয়েন্ট এনআরআর
মুম্বাই ২০ +১.১৫৮
কেরালা ২০ +১.৫৫৩
ত্রিপুরা ১৬ +০.৪৯৩
সৌরাষ্ট্র ১৬ +০.৪৩০
রেলওয়ে ১৬ +০.২২৬
ওড়িশা ১৬ −০.১৬১
পুদুচেরি −০.৯২২
সিকিম −৩.৫৯৪

     কোয়ার্টার-ফাইনালে উত্তীর্ণ
     প্রাথমিক কোয়ার্টার ফাইনালে অগ্রসর


গ্রুপ বি[সম্পাদনা]

অব দল খেলা হা ফহ পয়েন্ট এনআরআর
বিদর্ভ ২০ +১.৩৪৯
মহারাষ্ট্র ২০ +০.৯৮৫
সার্ভিসেস ২০ +০.৩৯০
হায়দ্রাবাদ ১৬ +০.৮৯৯
ছত্তিশগড় ১৬ +০.৪৫১
ঝাড়খণ্ড ১৬ +০.১৩৬
মেঘালয় −১.৩৬১
মণিপুর −২.৮৬৬

     কোয়ার্টার-ফাইনালে উত্তীর্ণ
     প্রাথমিক কোয়ার্টার ফাইনালে অগ্রসর


গ্রুপ সি[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
হরিয়ানা ২৮ +১.৮৯১
কর্ণাটক ২৪ +১.৬৮০
উত্তরাখণ্ড ২০ +০.৬৯১
দিল্লি ১২ +০.৪১৮
চণ্ডীগড় ১২ +০.৭৭৭
জম্মু ও কাশ্মীর ১০ −০.৪৫৬
মিজোরাম −৩.২৯৮
বিহার −২.১১৬

     কোয়ার্টার-ফাইনালে উত্তীর্ণ
     প্রাথমিক কোয়ার্টার ফাইনালে অগ্রসর


গ্রুপ ডি[সম্পাদনা]

অব দল খেলা হা ফহ পয়েন্ট এনআরআর
রাজস্থান ২৪ +১.৮৭০
গুজরাত ১৮ +০.৯১০
উত্তরপ্রদেশ ১৬ +০.৮৩৩
হিমাচল প্রদেশ ১২ +০.৮২৪
অন্ধ্র −০.৭৬৯
অরুণাচল প্রদেশ −২.৯৪৬
আসাম −০.৯২৪

     কোয়ার্টার-ফাইনালে উত্তীর্ণ
     প্রাথমিক কোয়ার্টার ফাইনালে অগ্রসর


গ্রুপ ই[সম্পাদনা]

অব দল খেলা হা ফহ পয়েন্ট এনআরআর
তামিলনাড়ু ২০ +০.৯৪৪
বাংলা ২০ +২.১০০
মধ্যপ্রদেশ ১৬ +০.৪৭৮
বরোদা ১২ +০.০৭০
পাঞ্জাব ১২ +০.৮০০
গোয়া −০.৩০৩
নাগাল্যান্ড −৬.২৭৩

     কোয়ার্টার-ফাইনালে উত্তীর্ণ
     প্রাথমিক কোয়ার্টার ফাইনালে অগ্রসর


নকআউট পর্ব[সম্পাদনা]

প্রাথমিক কোয়ার্টার-ফাইনাল কোয়ার্টার-ফাইনাল সেমি-ফাইনাল ফাইনাল
ই২ বাংলা ২২৫ (৫০ ওভার)
ডি২ গুজরাত ২৮৩/৯ (৫০ ওভার) সি১ হরিয়ানা ২২৬/৬ (৪৫.১ ওভার)
ই২ বাংলা ২৮৬/২ (৪৬ ওভার) সি১ হরিয়ানা ২৯৩/৭ (৫০ ওভার)
ই১ তামিলনাড়ু ২৩০ (৪৭.১ ওভার)
এ১ মুম্বাই ২২৭ (৪৮.৩ ওভার)
ই১ তামিলনাড়ু ২২৯/৩ (৪৩.২ ওভার)
সি১ হরিয়ানা ২৮৭/৮ (৫০ ওভার)
ডি২ রাজস্থান ২৫৭ (৪৮ ওভার)
ডি১ রাজস্থান ২৬৭/৮ (৫০ ওভার)
এ২ কেরালা ৩৮৩/৪ (৫০ ওভার) এ২ কেরালা ৬৭ (২১ ওভার)
বি২ মহারাষ্ট্র ২৩০ (৩৭.৪ ওভার) সি২ কর্ণাটক ২৮২/৮ (৫০ ওভার)
ডি২ রাজস্থান ২৮৩/৪ (৪৩.৪ ওভার)
বি১ বিদর্ভ ১৭৩ (৪৪.৫ ওভার)
সি২ কর্ণাটক ১৭৭/৩ (৪০.৩ ওভার)


প্রাথমিক কোয়ার্টার-ফাইনাল[সম্পাদনা]

প্রাথমিক কোয়ার্টার-ফাইনাল ১
৯ ডিসেম্বর ২০২৩
৯:০০
স্কোরকার্ড
গুজরাত
২৮৩/৯ (৫০ ওভার)
বাংলা
২৮৬/২ (৪৬ ওভার)
প্রিয়াঙ্ক পাঞ্চাল ১০১ (১১৪)
সুমন দাস ২/৪৮ (১০ ওভার)
বাংলা ৮ উইকেটে জয়ী
সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, গ্রাউন্ড 'সি',রাজকোট
আম্পায়ার: অভিজিৎ বেঙ্গেরি এবং তপন শর্মা
  • বাংলা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
  • সুমন দাস (বাংলা) তার লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয়।

প্রাথমিক কোয়ার্টার-ফাইনাল ২
৯ ডিসেম্বর ২০২৩
৯:০০
স্কোরকার্ড
কেরালা
৩৮৩/৪ (৫০ ওভার)
মহারাষ্ট্র
২৩০ (৩৭.৪ ওভার)
কৃষ্ণপ্রসাদ ১৪৪ (১৩৭)
প্রদীপ দাধে ১/৫৬ (১০ ওভার)
ওম ভোঁসলে ৭৮ (৭১)
শ্রেয়াস গোপাল ৪/৩৫ (৮.৪ ওভার)
  • মহারাষ্ট্র টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
  • সোহান জামালে (মহারাষ্ট্র) তার লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয়

কোয়ার্টার-ফাইনাল[সম্পাদনা]

কোয়ার্টার-ফাইনাল ১
১১ ডিসেম্বর ২০২৩
স্কোরকার্ড
বাংলা
২২৫ (৫০ ওভার)
হরিয়ানা
২২৬/৬ (৪৫.১ ওভার)
শাহবাজ আহমেদ ১০০ (১১৮)
যুজবেন্দ্র চাহাল ৪/৩৭ (১০ ওভার)
  • হরিয়ানা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়

কোয়ার্টার-ফাইনাল ২
১১ ডিসেম্বর ২০২৩
স্কোরকার্ড
রাজস্থান
২৬৭/৮ (৫০ ওভার)
কেরালা
৬৭ (২১ ওভার)
মহিপাল লোমর ১২২ (১১৪)
আখিন সাথার ৩/৬২ (১০ ওভার)
শচীন বেবি ২৮ (৩৯)
অনিকেত চৌধুরী ৪/২৬ (৭ ওভার)
রাজস্থান ২০০ রানে জয়ী
সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, গ্রাউন্ড 'সি', রাজকোট
আম্পায়ার: অক্ষয় তোত্রে ও মোহাম্মদ রফি
ম্যাচ সেরা খেলোয়াড়: মহিপাল লোমর (রাজস্থান)
  • কেরালা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়

কোয়ার্টার-ফাইনাল ৩
১১ ডিসেম্বর ২০২৩
স্কোরকার্ড
বিদর্ভ
১৭৩ (৪৪.৫ ওভার)
কর্ণাটক
১৭৭/৩ (৪০.৩ ওভার)
শুভম দুবে ৪১ (৫৯)
বিজয়কুমার বৈশাখ ৪/৪৪ (৮.৫ ওভার)
রবিকুমার সমর্থ ৭২* (১১৩)
হর্ষ দুবে ২/৩২ (১০ ওভার)
কর্ণাটক ৭ উইকেটে জয়ী
সানোসারা ক্রিকেট গ্রাউন্ড 'এ', রাজকোট
আম্পায়ার: পরাশর জোশী ও সৈয়দারশন কুমার
ম্যাচ সেরা খেলোয়াড়: বিজয়কুমার বৈশাখ (কর্ণাটক)
  • কর্ণাটক টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
  • কৃষ্ণান শ্রীজিত (কর্ণাটক) তার লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয়।

কোয়ার্টার-ফাইনাল ৪
১১ ডিসেম্বর ২০২৩
স্কোরকার্ড
মুম্বাই
২২৭ (৪৮.৩ ওভার)
তামিলনাড়ু
২২৯/৩ (৪৩.২ ওভার)
প্রসাদ পাওয়ার ৫৯ (৫৮)
বরুন চক্রবর্তী ৩/৩৭ (৯ ওভার)
তামিলনাড়ু ৭ উইকেটে জয়ী
সানোসারা ক্রিকেট গ্রাউন্ড 'বি', রাজকোট
আম্পায়ার: উলহাস গান্ধে এবং তপন শর্মা
ম্যাচ সেরা খেলোয়াড়: বাবা ইন্দ্রজিৎ (তামিলনাড়ু)
  • মুম্বাই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

সেমি-ফাইনাল[সম্পাদনা]

সেমি-ফাইনাল ১
১৩ ডিসেম্বর ২০২৩
স্কোরকার্ড
হরিয়ানা
২৯৩/৭ (৫০ ওভার)
তামিলনাড়ু
২৩০ (৪৭.১ ওভার)
হিমাংশু রানা ১১৬ (১১৮)
টি. নটরাজন ৩/৭৯ (১০ ওভার)
বাবা ইন্দ্রজিৎ ৬৪ (৭১)
অংশুল কম্বোজ ৪/৩০ (৯ ওভার)
  • হরিয়ানাহরিয়ানা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

সেমি-ফাইনাল ২
১৪ ডিসেম্বর ২০২৩
স্কোরকার্ড
কর্ণাটক
২৮২/৮ (৫০ ওভার)
রাজস্থান
২৮৩/৪ (৪৩.৪ ওভার)
অভিনব মনোহর ৯১ (৮০)
অনিকেত চৌধুরী ২/৪৩ (১০ ওভার)
দীপক হুদা ১৮০ (১২৮)
বাসুকি কৌশিক ১/২৮ (৮ ওভার)
  • কর্ণাটক টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

ফাইনাল[সম্পাদনা]

১৬ ডিসেম্বর ২০২৩
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
হরিয়ানা
২৮৭/৮ (৫০ ওভার)
রাজস্থান
২৫৭ (৪৮ ওভার)
অঙ্কিত কুমার ৮৮ (৯১)
অনিকেত চৌধুরী ৪/৪৯ (১০ ওভার)
অভিজিৎ তোমর ১০৬ (১২৯)
সুমিত কুমার ৩/৩৪ (৬ ওভার)
  • হরিয়ানা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "BCCI announces India's domestic season for 2023-24"The Board of Control for Cricket in India। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৩ 
  2. "Vijay Hazare Trophy 2023: Full squads, Fixtures, Preview & Team Predictions: All you need to know"Cricket World। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৩ 
  3. "Vijay Hazare Trophy: Karnataka, Tamil Nadu, Haryana, Rajasthan into semis"cricbuzz.com। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩ 
  4. "Vijay Hazare Trophy Final Highlights: RAJ 257 all out v HAR 287/8; Haryana edges Rajasthan to win its first VHT by 30 runs"SportStar। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]