২০২২ এশিয়ান গেমসে রাগবি সেভেন্স
২০২২ এশিয়ান গেমসেতে রাগবি সেভেন্স | |
---|---|
মাঠ | হাংচৌ নরমাল ইউনিভার্সিটি ক্যাংকিয়ান ক্যাম্পাস মাঠ |
তারিখ | ২৪–২৬ সেপ্টেম্বর ২০২৩ |
প্রতিযোগী | ১৫[ক]টি দেশের ২৩৯ জন প্রতিযোগী |
দল | ২০[খ] |
২০২২ এশিয়ান গেমসে রাগবি সেভেন্স ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত চীনের কাংকিয়ান ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত হয়েছিল।[১]
ড্র এবং গ্রুপ বিন্যাস
[সম্পাদনা]প্রতিযোগিতার জন্য ড্র কার্যত ২২ আগস্ট ২০২৩-এ সম্পন্ন হয়েছিল।[২]
২০২৩ সালের সেপ্টেম্বরে, স্বাধীন ক্রীড়াবিদ হিসেবে শ্রীলঙ্কা জাতীয় দলে দেরীতে প্রবেশের পর পুরুষদের গ্রুপের বরাদ্দ পুনর্গঠিত হয়। শ্রীলঙ্কা দল তাদের জাতীয় রাগবি ফেডারেশনের সাসপেনশনের কারণে ওসিএ পতাকার অধীনে রাগবি সেভেনসে প্রতিদ্বন্দ্বিতা করেছিলে।[৩]
পুরুষ
[সম্পাদনা]
|
|
|
|
মহিলা
[সম্পাদনা]
|
|
পুরুষদের টুর্নামেন্ট
[সম্পাদনা]গ্রুপ পর্ব
[সম্পাদনা]পুরুষদের জাতীয় ১৩টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ, বি ও সি ৩টি এবং গ্রুপ ডি ৪টি করে দল নিয়ে গঠিত রয়েছে। নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য সেরা গ্রুপ বিজয়ী ৪টি, গ্রুপ রানার্স-আপ ৪টি দল।
গ্রুপ এ
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | হংকং | ২ | ২ | ০ | ০ | ৮৩ | ১২ | +৭১ | ৬ | কোয়ার্টার-ফাইনাল |
২ | মালয়েশিয়া | ২ | ১ | ০ | ১ | ৩১ | ৪৭ | −১৬ | ৪ | |
৩ | ফিলিপাইন | ২ | ০ | ০ | ২ | ১২ | ৬৭ | −৫৫ | ২ | শ্রেণিবিন্যাস ৯ম-১৩ম |
গ্রুপ বি
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | দক্ষিণ কোরিয়া | ২ | ২ | ০ | ০ | ৪৪ | ৭ | +৩৭ | ৬ | কোয়ার্টার-ফাইনাল |
২ | চীনা তাইপেই | ২ | ১ | ০ | ১ | ২২ | ২৯ | −৭ | ৪ | |
৩ | স্বাধীন ক্রীড়াবিদ | ২ | ০ | ০ | ২ | ১৪ | ৪৪ | −৩০ | ২ | শ্রেণিবিন্যাস ৯ম-১৩ম |
গ্রুপ সি
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | জাপান | ২ | ২ | ০ | ০ | ১০৬ | ৭ | +৯৯ | ৬ | কোয়ার্টার-ফাইনাল |
২ | সিঙ্গাপুর | ২ | ১ | ০ | ১ | ২৯ | ৫৩ | −২৪ | ৪ | |
৩ | থাইল্যান্ড | ২ | ০ | ০ | ২ | ১২ | ৮৭ | −৭৫ | ২ | শ্রেণিবিন্যাস ৯ম-১৩ম |
গ্রুপ ডি
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | চীন | ৩ | ৩ | ০ | ০ | ১৫৯ | ১০ | +১৪৯ | ৯ | কোয়ার্টার-ফাইনাল |
২ | সংযুক্ত আরব আমিরাত | ৩ | ২ | ০ | ১ | ৯৬ | ৫৪ | +৪২ | ৭ | |
৩ | আফগানিস্তান | ৩ | ১ | ০ | ২ | ৪৬ | ৮৩ | −৩৭ | ৫ | শ্রেণিবিন্যাস ৯ম-১৩ম |
৪ | নেপাল | ৩ | ০ | ০ | ৩ | ৭ | ১৬১ | −১৫৪ | ৩ |
পদক পর্ব
[সম্পাদনা]কোয়ার্টার-ফাইনাল | সেমি-ফাইনাল | স্বর্ণপদক ম্যাচ | ||||||||
২৫ সেপ্টেম্বর | ||||||||||
হংকং | ৪২ | |||||||||
২৬ সেপ্টেম্বর | ||||||||||
চীনা তাইপেই | ৫ | |||||||||
হংকং | ১২ | |||||||||
২৫ সেপ্টেম্বর | ||||||||||
জাপান | ৭ | |||||||||
দক্ষিণ কোরিয়া | ২৬ | |||||||||
২৬ সেপ্টেম্বর | ||||||||||
মালয়েশিয়া | ৫ | |||||||||
হংকং | ১৪ | |||||||||
২৫ সেপ্টেম্বর | ||||||||||
দক্ষিণ কোরিয়া | ৭ | |||||||||
জাপান | ২৮ | |||||||||
২৬ সেপ্টেম্বর | ||||||||||
সংযুক্ত আরব আমিরাত | ১৪ | |||||||||
দক্ষিণ কোরিয়া | ৩৬ | |||||||||
২৫ সেপ্টেম্বর | ||||||||||
চীন | ৭ | ব্রোঞ্জপদক ম্যাচ | ||||||||
চীন | ৩৬ | |||||||||
২৬ সেপ্টেম্বর | ||||||||||
সিঙ্গাপুর | ১৭ | |||||||||
জাপান | ২১ | |||||||||
চীন | ১৯ | |||||||||
মহিলাদের টুর্নামেন্ট
[সম্পাদনা]গ্রুপ পর্ব
[সম্পাদনা]৭টি মহিলা জাতীয় দল ২টি গ্রুপে বিভক্ত। গ্রুপ এ ৩টি এবং গ্রুপ বি ৪টি করে দল নিয়ে গঠিত। নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য সেরা গ্রুপ বিজয়ী ২টি, গ্রুপ রানার্স-আপ ২টি দল।
গ্রুপ ই
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | চীন | ২ | ২ | ০ | ০ | ৮০ | ১৪ | +৬৬ | ৬ | সেমি-ফাইনাল |
২ | থাইল্যান্ড | ২ | ১ | ০ | ১ | ২২ | ৫২ | −৩০ | ৪ | |
৩ | কাজাখস্তান | ২ | ০ | ০ | ২ | ১২ | ৪৮ | −৩৬ | ২ | শ্রেণিবিন্যাস ৫ম-৭ম |
গ্রুপ এফ
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | জাপান | ৩ | ৩ | ০ | ০ | ১২৪ | ৫ | +১১৯ | ৯ | সেমি-ফাইনালে |
২ | হংকং | ৩ | ২ | ০ | ১ | ৭২ | ২২ | +৫০ | ৭ | |
৩ | সিঙ্গাপুর | ৩ | ১ | ০ | ২ | ১৫ | ৮৬ | −৭১ | ৫ | শ্রেণিবিন্যাস ৫ম-৬ষ্ঠ |
৪ | ভারত | ৩ | ০ | ০ | ৩ | ০ | ৯৮ | −৯৮ | ৩ | সেমি-ফাইনাল ৫ম-৭ম |
পদক পর্ব
[সম্পাদনা]সেমি-ফাইনাল | স্বর্ণপদক ম্যাচ | |||||
২৫ সেপ্টেম্বর | ||||||
চীন | ৩৩ | |||||
২৬ সেপ্টেম্বর | ||||||
হংকং | ০ | |||||
চীন | ২২ | |||||
২৫ সেপ্টেম্বর | ||||||
জাপান | ২১ | |||||
জাপান | ২৬ | |||||
থাইল্যান্ড | ০ | |||||
ব্রোঞ্জপদক ম্যাচ | ||||||
২৬ সেপ্টেম্বর | ||||||
হংকং | ৭ | |||||
থাইল্যান্ড | ৫ |
পদক টেবিল
[সম্পাদনা]* স্বাগতিক জাতি (চীন)
অব | জাতি | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | হংকং (HKG) | ১ | ০ | ১ | ২ |
২ | চীন (CHN)* | ১ | ০ | ০ | ১ |
৩ | জাপান (JPN) | ০ | ১ | ১ | ২ |
৪ | দক্ষিণ কোরিয়া (KOR) | ০ | ১ | ০ | ১ |
মোট (৪টি জাতি) | ২ | ২ | ২ | ৬ |
পদকজয়ী
[সম্পাদনা]চূড়ান্ত অবস্থান
[সম্পাদনা]পুরুষ
[সম্পাদনা]পদমর্যাদা | দল | ম্যাচ | জয় | ড্র | পরাজয় |
---|---|---|---|---|---|
হংকং | ৫ | ৫ | ০ | ০ | |
দক্ষিণ কোরিয়া | ৫ | ৪ | ০ | ১ | |
জাপান | ৫ | ৪ | ০ | ১ | |
৪ | চীন | ৬ | ৫ | ০ | ১ |
৫ | সংযুক্ত আরব আমিরাত | ৬ | ৪ | ০ | ২ |
৬ | মালয়েশিয়া | ৬ | ২ | ০ | ৩ |
৭ | সিঙ্গাপুর | ৫ | ২ | ০ | ৩ |
৮ | চীনা তাইপেই | ৫ | ১ | ০ | ৪ |
৯ | ফিলিপাইন | ৫ | ২ | ০ | ৩ |
১০ | স্বাধীন ক্রীড়াবিদ | ৬ | ৩ | ০ | ৩ |
১১ | থাইল্যান্ড | ৬ | ৩ | ০ | ৩ |
১২ | আফগানিস্তান | ৫ | ১ | ০ | ৪ |
১৩ | নেপাল | ৬ | ০ | ০ | ৬ |
মহিলা
[সম্পাদনা]পদমর্যাদা | দল | ম্যাচ | জয় | ড্র | পরাজয় |
---|---|---|---|---|---|
চীন | ৪ | ৪ | ০ | ০ | |
জাপান | ৫ | ৪ | ০ | ১ | |
হংকং | ৫ | ৩ | ০ | ২ | |
৪ | থাইল্যান্ড | ৪ | ১ | ০ | ৩ |
৫ | কাজাখস্তান | ৪ | ২ | ০ | ২ |
৬ | সিঙ্গাপুর | ৪ | ১ | ০ | ৩ |
৭ | ভারত | ৪ | ০ | ০ | ৪ |
মন্তব্য
[সম্পাদনা]- ↑ অন্তর্ভুক্ত শ্রীলঙ্কা অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া পতাকার অধীনে স্বাধীন ক্রীড়াবিদ হিসাবে প্রতিযোগিতা করে
- ↑ ১৩টি পুরুষ দল, ৭টি মহিলা দল
- ↑ গ্রুপ বি থেকে সরানো হয়েছে
- ↑ শ্রীলঙ্কা অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া পতাকার অধীনে প্রতিযোগিতা। প্রাথমিক ড্রয়ের পরে ইতিমধ্যে যোগ করা হয়েছিল।
- ↑ গ্রুপ এ থেকে সরানো হয়েছে
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Rugby Sevens"। asiangames2022.cn। ৮ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৩।
- ↑ "Asia Rugby Announces Virtual Draw for the 19th Asian Games Rugby Sevens Event."। Asia Rugby। ২১ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "The Asian Games Rugby 7s event will now include an Olympic Council of Asia (OCA) Men's team."। Asia Rugby। ৮ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৩।