বিষয়বস্তুতে চলুন

২০১২–১৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ফুটবল)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ
মৌসুম২০১২-১৩
চ্যাম্পিয়নশেখ রাসেল ক্রীড়া চক্র
অবনমনআরামবাগ ক্রীড়া সংঘ
এএফসি প্রেসিডেন্টস কাপশেখ রাসেল ক্রীড়া চক্র

২০১২-১৩ গ্রামীণফোন বাংলাদেশ লিগ শুরু হয় ১৩ নভেম্বর ২০১২ এবং শেষ হয় ৮ মে ২০১৩ তারিখে। ৯টি দল একে-অপরের সঙ্গে হোম এবং এওয়ে ভিত্তিতে খেলে। শেখ রাসেল ক্রীড়া চক্র লিগ চ্যাম্পিয়ন্স হয়, এটি শেখ রাসেলের প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোপা। সেই সাথে তারা ২০১৪ এএফসি প্রেসিডেন্টস কাপে খেলার যোগ্যতা অর্জন করে। লিগ শেষে আরামবাগ ক্রীড়া সংঘের অবনমন ঘটে।

অংশগ্রহণকারী দলসমূহ

[সম্পাদনা]

গত বছর ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং রহমতগঞ্জ এমএফএসের লিগে অবনমন হয়েছিল। এই বছর তাদের পরিবর্তে কোন দলকে অন্তর্ভুক্ত করা হয় নি, ফলে ৯টি দল নিয়ে এই বছর লিগ অনুষ্ঠিত হয়।

২০১২–১৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ফুটবল) বাংলাদেশ-এ অবস্থিত
ঢাকা
ঢাকা
ফেনী
ফেনী
গোপালগঞ্জ
গোপালগঞ্জ
২০১২ বাংলাদেশ লিগের দলগুলোর অবস্থান
ক্লাব শহর অবস্থান
আবাহনী লিমিটেড ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
মোহামেডান স্পোর্টিং ক্লাব ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
শেখ রাসেল ক্রীড়া চক্র ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
ব্রাদার্স ইউনিয়ন ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
টিম বিজেএমসি ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
আরামবাগ ক্রীড়া সংঘ ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
ফেনী সকার ক্লাব ফেনী শহীদ সালাম স্টেডিয়াম

চূড়ান্ত অবস্থান

[সম্পাদনা]
২০১৩-এর চূড়ান্ত অবস্থান পয়েন্ট খেলেছে জয় ড্র হার গপ গবি গপা
১. শেখ রাসেল ক্রীড়া চক্র ৩৮ ১৬ ১২ ৩০ ১৪ +১৬
২. শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩১ ১৬ ২১ ১০ +১১
৩. আবাহনী লিমিটেড ২৯ ১৬ ২৩ ১৫ +৮
৪. টিম বিজেএমসি ২৬ ১৬ ২৩ ১৮ +৫
৫. মোহামেডান স্পোর্টিং ক্লাব ২৫ ১৬ ১৭ ১৭ +০
৬. মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১৯ ১৬ ১৪ ১৩ +১
৭. ফেনী সকার ক্লাব ১২ ১৬ ১০ ১৩ ২৩ -১০
৮. ব্রাদার্স ইউনিয়ন ১১ ১৬ ১৪ ২৩ -৯
৯. আরামবাগ ক্রীড়া সংঘ ১৬ ১৩ ২৯ -২২

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]