২০০১ সালে বাগেরহাট বোমা হামলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০০১ সালে বাগেরহাট বোমা হামলা
স্থানবাগেরহাট, খুলনা
তারিখ২৩ সেপ্টেম্বর ২০০১ (ইউটিসি+৬:০০)
লক্ষ্যশেখ হাসিনা
হামলার ধরনগণহত্যা; বোমা হামলা; সন্ত্রাসবাদ
নিহত
আহত১০০+
হামলাকারী দলহারকাত-উল-জিহাদ-আল-ইসলামি এবং সরকার

২০০১ সালে বাগেরহাট বোমা হামলা বলতে ২৩শে সেপ্টেম্বর ২০০১ সালে বাগেরহাটে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের একটি নির্বাচনী সমাবেশের উপর বোমা হামলাকে বোঝায়। এতে নয় জনের মৃত্যু হয়।[১]

আক্রমণ[সম্পাদনা]

তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করেছিল এবং বাংলাদেশে ২০০১ সালের সাধারণ নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছিল। ২০০১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের বেশ কয়েকটি অনুষ্ঠানে সন্দেহভাজন ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠী বোমা হামলা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দীন বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন। তিনি যে সময় বক্তব্য রাখছিলেন সেসময় দুটি বোমা নিক্ষেপ করা হয় যার ফলে ৯ জন নিহত এবং ১০০ জনেরও বেশি লোক আহত হয়।[২][৩][৪]

বিচার[সম্পাদনা]

এই হামলার পর একটি মামলা দায়ের করা হয়, যার কার্যক্রম ১৯ এপ্রিল ২০০৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শাসনামলে বন্ধ করে দেওয়া হয়।[৫] বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি পুনরায় চালু করার পদক্ষেপ নেয়।[৬] অপরাধ তদন্ত বিভাগের তদন্তের পর ২০১১ সালের ২১ আগস্ট ৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আসামিরা হল, মোল্লাত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শাখা সাবেক সভাপতি বাদশা মিয়া, হরকাতুল জিহাদ আল-ইসলামী বাংলাদেশের প্রধান মুফতি হান্নান, জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের কর্মী আরিফুজ্জামান, জিল্লুর রহমান, হাফেজ মোহাম্মদ রকিব হাসান এবং আবু তালেব।[৭][৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Riaz, Ali (২০১২)। Islamist Militancy in Bangladesh: A Complex Web (ওলন্দাজ ভাষায়)। Routledge। পৃষ্ঠা Appendix 2। আইএসবিএন 9781134057153। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৭ 
  2. "Bangladesh rally bombed"news.bbc.co.uk। BBC। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৭ 
  3. "Mufti Hannan remanded in Bagerhat bomb attack case"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২৩ আগস্ট ২০১০। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৭ 
  4. Chowdhury, Rashed (২৪ সেপ্টেম্বর ২০০১)। "Eight die in Bangladesh election rally bomb blast"GulfNews। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৭ 
  5. "Case for bombing Sk Helal's public meet revived"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৭ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৭ 
  6. "Charges pressed against 4 over bomb attack on Helal's rally"Prothom Alo (ইংরেজি ভাষায়)। ২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৭ 
  7. "Mufti Hannan, 5 others charge sheeted"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২২ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৭ 
  8. "Charges pressed against 4"print.thefinancialexpress-bd.com। The Financial Express। ২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৭