১২তম বাচসাস পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১২তম বাচসাস পুরস্কার
পুরস্কার দেওয়া হয়১৯৮৪ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি
আয়োজকবাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি
প্রদান১৯৮৫
স্থানঢাকা, বাংলাদেশ
আলোকপাত
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রপ্রিন্সেস টিনা খান
শ্রেষ্ঠ অভিনেতাআলমগীর
ভাত দে
শ্রেষ্ঠ অভিনেত্রীরোজিনা
সুরুজ মিয়া
সর্বাধিক পুরস্কারপ্রিন্সেস টিনা খান (৭টি)
 ← ১১তম বাচসাস পুরস্কার ১৩তম → 

১২তম বাচসাস পুরস্কার হল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি কর্তৃক প্রদত্ত বাচসাস পুরস্কারের দ্বাদশ আয়োজন। ১৯৮৪ সালের চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে সেরা অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজনে ১৮টি বিভাগে ১৬ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।[১] প্রিন্সেস টিনা খান শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সর্বাধিক ৭টি বিভাগে পুরস্কার অর্জন করে।

বিজয়ীদের তালিকা[সম্পাদনা]

বিভাগ বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রিন্সেস টিনা খান
শ্রেষ্ঠ পরিচালক আখতারুজ্জামান প্রিন্সেস টিনা খান
শ্রেষ্ঠ অভিনেতা আলমগীর ভাত দে
শ্রেষ্ঠ অভিনেত্রী রোজিনা সুরুজ মিয়া
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা ফখরুল হাসান বৈরাগী সুরুজ মিয়া
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী সুচন্দা প্রিন্সেস টিনা খান
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক খন্দকার নুরুল আলম চন্দ্রনাথ
শ্রেষ্ঠ গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল নয়নের আলো
শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পী এন্ড্রু কিশোর প্রিন্সেস টিনা খান
শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পী সামিনা চৌধুরী নয়নের আলো (গান - "আমি তোমার দুটি চোখে দুটি তারা হয়ে")
শ্রেষ্ঠ কাহিনীকার আমজাদ হোসেন ভাত দে
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার আখতারুজ্জামান প্রিন্সেস টিনা খান
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা আমজাদ হোসেন ভাত দে
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (সাদাকালো) মাহফুজুর রহমান খান প্রিন্সেস টিনা খান
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (রঙিন) রফিকুল বারী চৌধুরী ভাত দে
শ্রেষ্ঠ চিত্রসম্পাদক আনোয়ার হোসেন মন্টু প্রিন্সেস টিনা খান

সাংবাদিকতা[সম্পাদনা]

  • এস এম পারভেজ স্মৃতি পুরস্কার: ফজল শাহাবুদ্দীন ("পঞ্চাশ, ষাট ও সত্তরের দশকের প্রথম দিক পর্যন্ত টানা চলচ্চিত্র সাংবাদিকতায় লেখা, সম্পাদনা ও সাংবাদিক সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য")

বিশেষ[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৪৭৭। আইএসবিএন 984-70194-0045-9