হাবিবুর রহমান (পুলিশ কর্মকর্তা)
হাবিবুর রহমান | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশ |
শিক্ষা | ঢাকা বিশ্ববিদ্যালয় |
মাতৃশিক্ষায়তন | বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ |
নিয়োগকারী | বাংলাদেশ পুলিশ (১৯৯৮ থেকে ২০২৪) |
পরিচিতির কারণ | অতিরিক্ত মহাপরিদর্শক |
পুরস্কার | আন্তর্জাতিক মাতৃভাষা পদক এ পি জে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড(২০২৩)[১] |
হাবিবুর রহমান (জন্ম ১ জানুয়ারি ১৯৬৭) বাংলাদেশ পুলিশের এর একজন কর্মকর্তা ছিলেন।[২] সর্বশেষ তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৬তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৩][৪][৫][৬] এর পুর্বে তিনি টুরিষ্ট পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) হিসেবে বাংলাদেশ পুলিশে দায়িত্বরত ছিলেন। তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও ঢাকাস্থ সদরদপ্তরে উপ মহাপরিদর্শক (প্রশাসন-ডিসিপ্লিন) হিসেবে দায়িত্বরত ছিলেন।[৭][৮][৯] তিনি বাংলাদেশ কাবাডি ফেডারেশান এর সাধারণ সম্পাদক [১০] এবং এশিয়ান কাবাডি ফেডারেশান এবং আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন এর সহ-সভাপতি ছিলেন।[১১][১২][১৩][১৪][১৫]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]হাবিবুর রহমানের শিক্ষা জীবন শুরু হয় গোপালগঞ্জের এর চন্দ্রদিঘলীয়া মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিষ্টিটিউট থেকে তিনি স্নাতোকোত্তর ডিগ্রী লাভ করেন। এরপর তিনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে অফিস সহকারী হিসাবে চাকরি করতেন। ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগদান করেন।[১৬]
কর্মক্ষেত্র
[সম্পাদনা]১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর বাংলাদেশ পুলিশ এর বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা জেলায় পুলিশ সুপারিন্টেন্ট হিসেবে কাজ করেন। অতঃপর পদোন্নতিক্রমে বাংলাদেশ পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত সহকারী মহাপরিদর্শক (সংস্থাপন) হিসেবে পদস্থ হন।[১৭] পরবর্তীতে তিনি উপ-মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন।[১৮]। ১০ অক্টোবর ২০২২ উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান কে ট্যুরিস্ট পুলিশ ইউনিটের প্রধান করে প্রজ্ঞাপন জারি করা হয়।[১৯] ২০ সেপ্টেম্বর, ২০২৩ -এ তাকে পূর্ব কর্মস্থল থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) কমিশনার হিসেবে বদলি করা হয় ।[২০][২১][২২][২৩]
অন্যান্য কার্যক্রম
[সম্পাদনা]হাবিবুর রহমান বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার পেছনে ভূমিকা পালন করেন এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।[২৪][২৫]
রহমান সাভারে বেদে পল্লীতে স্কুল, কম্পিউটার ট্রেনিং সেন্টার, গাড়ি চালনা প্রশিক্ষণ কেন্দ্র ও বুটিক হাউসসহ নানা প্রতিষ্ঠান গড়ে তুলতে সাহায্য করেছেন।[২৬][২৭][২৮]
তিনি হিজড়াদের সামাজিক বৃত্তিতে পুনর্বাসনের ব্যবস্থা করেন।[২৯][৩০] হিজড়া ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নের লক্ষ্যে ‘উত্তরণ কর্ম-সংস্থান প্রশিক্ষণ’ কর্মসূচি চালু করেন এবং উত্তরণ ফাউন্ডেশন নামক সংস্থা প্রতিষ্ঠা করেছেন।[৩১][৩২][৩৩][৩৪]
হাবিবুর রহমান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।[৩৫] এছাড়া তিনি জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের আসরে ‘এশিয়ান কাবাডি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট’ হিসাবে নির্বাচিত হয়েছেন।[১১]
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পুলিশ বাহিনীর অবদান ও ঢাকায় তাদের প্রথম প্রতিরোধ বিষয়ক ঘটনা নিয়ে তিনি “মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ” নামে একটি বই লিখেছেন।[৩৬][৩৭]
বেদেদের হারিয়ে যেতে বসা ভাষাকে সংরক্ষণের উদ্যোগ নিয়ে দীর্ঘ আট বছরের গবেষনার পর তিনি 'ঠার' নামক একটি বই রচনা করেন।[৩৮][৩৯]
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]প্রশংসনীয় ও কৃতিত্বপূর্ন কাজের জন্য বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি "বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)" লাভ করেন।[৪০] এছাড়া "রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)" লাভ করেন।[৪১] এছাড়াও প্রশংসনীয় ও ভাল কাজের স্বীকৃতি হিসেবে তাকে আইজিপি’স ব্যাজ প্রদান করা হয়। [৪২] [৪৩]
তিনি সর্ব মোট তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন। এবং দুই বার প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) সেবা পেয়েছেন। সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ সপ্তাহে পদক দেওয়া হয় যা বিপিএম এবং পিপিএম নামে পরিচিত। প্রথমটি বাংলাদেশ পুলিশ পদক এবং পরেরটি রাষ্ট্রপতি পুলিশ পদক। [৪৪]
হাবিব বেদেদের বিপন্ন ভাষার সংরক্ষণের উপর 'ঠার' নামক একটি বই লিখেছেন। তার এই অবদানের স্বীকৃতি স্বরুপ ২০২৩ সালে তিনি আন্তর্জাতিক মাতৃভাষা পদক লাভ করেন।[৪৫][৪৬][৪৭]
বেদে সম্প্রদায়ের বিলুপ্ত ভাষা ঠার বইটির জন্য তিনি মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান এবং মেলাকা গভর্নর এর পক্ষ থেকে জোজো ইন্টারন্যাশনাল আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন।[৪৮] ১৭ অক্টোবর ২০২৩ তারিখে তিনি এ পি জে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেন ।
বিতর্ক
[সম্পাদনা]দৈনিক যুগান্তরের এক রিপোর্টে উল্লেখ করা হয়, বাংলাদেশ পুলিশে আঞ্চলিকতার শুরু হয় তার হাত দিয়ে। তিনি পদ্মার এপার-ওপার পৃথক্করণের রাজনীতিতে সম্পৃক্ত করে গোটা পুলিশবাহিনীর মেরুদণ্ড ভেঙেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি পুলিশের পদায়ন, পদোন্নতির বিনিময়ে সরাসরি ঘুষের বদলে তার প্রতিষ্ঠিত সামাজিক সংঘঠন উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে অর্থ নিতেন।[৪৯]
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।[৫০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "এ পি জে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন ডিএমপি কমিশনার"। www.kalerkantho.com। অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৩।
- ↑ "এসবি প্রধান মনিরুল ও ডিএমপি কমিশনার হাবিবকে বাধ্যতামূলক অবসর"। Bangla Tribune। ১৩ আগস্ট ২০২৪। Archived from the original on ১৩ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ Mukul, Correspondent risingbd.com। "Habibur made DIG for Dhaka range"। রাইজিংবিডি.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ BanglaNews24.com। "ঢাকার ডিআইজি হলেন হাবিবুর রহমান"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ "শিমুলিয়া ফেরিঘাটে ৪ স্তরের নিরাপত্তা"। দ্য ডেইলি স্টার Bangla। ২০১৯-০৫-৩০। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ "ডিআইজির শিমুলিয়া ঘাট পরিদর্শন || দেশের খবর"। জনকন্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ BanglaNews24.com। "ঢাকার ডিআইজি হলেন হাবিবুর রহমান। পুলিশ সদর দপ্তরের ডিআইজিকে ঢাকা রেঞ্জের ডিআইজি করা হয়েছে"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ "ডিআইজি হাবিবসহ পুলিশের শীর্ষ ৬ কর্মকর্তা বদলি"। আমাদের সময় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ "ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন হাবিবুর রহমান"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ "Kabaddi is Bangladesh's national sport : - ESPN"। ESPN। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৭।
- ↑ ক খ "ডিআইজি হাবিব এশিয়ান কাবাডি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত"। ২৯ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৮।
- ↑ "দ্বিতীয়বারের মতো পিপিএম পেলেন ডিআইজি হাবিব"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০১৯-০২-০৭।
- ↑ Nation, The New। "DIG Habib clears way of pension money within 5 working days"। The New Nation (ইংরেজি ভাষায়)। ২০১৯-০২-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০২-০৭।
- ↑ "A Cop Of Deep Humanity"। Daily Sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০২-০৭।
- ↑ "Police blood bank caters to the need of thousands"। Police blood bank caters to the need of thousands | theindependentbd.com। সংগ্রহের তারিখ ২০১৯-০২-০৭।
- ↑ "নয়া কৌশলে ঘুস প্রথা চালু করেন শহীদুল-বেনজীর-হাবিব"।
- ↑ "ভিন্ন পুলিশিং, অনন্য উত্তরণ"। ৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৮।
- ↑ "ডিআইজি হাবিবুর রহমান জনবান্ধব পুলিশের অনন্য পথিকৃৎ"। ১৭ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৮।
- ↑ "ট্যুরিস্ট পুলিশের প্রধান হলেন হাবিবুর রহমান"। ডিএমপি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-১০।
- ↑ "হাবিবুর রহমান ডিএমপির নতুন কমিশনার"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Habibur Rahman made new DMP Commissioner | Daily Sun"। daily sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Habibur Rahman appointed as new commissioner of DMP"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Habibur Rahman made new DMP commissioner"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর খুলছে কাল"। ২৪ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৮।
- ↑ "মুক্তিযুদ্ধের সাক্ষী 'বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর"। ২৩ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "জীবন বদলানোর কারিগর"। ২০১৮-০৪-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১২।
- ↑ "সাভারের বেদে পল্লীতে দিন বদলের ছোঁয়া"। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "পুলিশের ডিআইজি হাবিব এর আর্থিক অনুদানে বিয়ে"।
- ↑ "হিজড়া সম্প্রদায়কে আলোর পথ দেখাতে হবে : ডিআইজি হাবিব"। ১২ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৮।
- ↑ "ডিআইজি হাবিব এর উদ্যোগ এ আশুলিয়ায় হিজড়া সম্প্রদায়ের বিউটি পার্লার"।
- ↑ "তৃতীয় লিঙ্গের মানুষদের কম্বল দিল উত্তরণ ফাউন্ডেশন : - bdnews24"। BD News 24।
- ↑ "Dairy farm for welfare of transgender people launched: - News Today"। The News Today। ২০১৯-০১-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৭।
- ↑ "তৃতীয় লিঙ্গের মানুষদের কম্বল দিল উত্তরণ ফাউন্ডেশন : - bdnews24"। BD News 24। ২০১৯-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৭।
- ↑ "স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ডিআইজি হাবিবের কর্মকাণ্ড"। Risingbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০২-০৭।
- ↑ "প্রতিভাবান কাবাডি খেলোয়াড়দের সনদ প্রদান"। ৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৮।
- ↑ "মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ, সংগ্রহে রাখার মতো একটি বই"।
- ↑ "'মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ' বইয়ের মোড়ক উন্মোচন"। ২৯ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ Quadir, Serajul Islam (২০২২-০৮-১৮)। "Habibur Rahman's 'Thar': Unpacking the language of the Bede community"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৪।
- ↑ আহমেদ, সারফুদ্দিন। "আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদকে বেদেদের 'ঠার' ভাষা কতটা বল পেল"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৪।
- ↑ "পুলিশ পদক পাচ্ছেন যারা"।
- ↑ "যোগ্যতা ও ব্যতিক্রমী চিন্তা- চেতনার এই পুলিশ কর্মকর্তা রাস্ট্রের সর্বোচ্য খেতাব 'বিপিএম' 'পিপিএম' জিতে নিয়েছেন বারবার"। ১২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০।
- ↑ "আইজিপি'স ব্যাজ পেলেন ২৮৮ পুলিশ কর্মকর্তা"। ১ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৮।
- ↑ "'আইজিপি ব্যাজ' পেলেন ২৯৩ পুলিশ সদস্য"। ১ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৮।
- ↑ "দ্বিতীয়বারের মতো পিপিএম পেলেন ডিআইজি হাবিব"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২১।
- ↑ প্রতিবেদক, বিশেষ। "মাতৃভাষা পদক পাচ্ছেন অতিরিক্ত আইজিপি হাবিবুরসহ তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠান"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৪।
- ↑ "আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন হাবিবুর রহমান"। www.jugantor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৪।
- ↑ Correspondent, A. A.। "Additional IG Habib received International Mother Language Award | The Asian Age Online, Bangladesh"। The Asian Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৪।
- ↑ "A life dedicated to the service to humanity | Daily Sun"। daily-sun। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৭।
- ↑ "দাড়ি-টুপিওয়ালা কর্মকর্তাদের সহ্য করতে পারতেন না ডিএমপির হাবিব"।
- ↑ "সাবেক দুই আইজিপিসহ ৮৮ পুলিশের নামে হত্যা মামলা"। দৈনিক প্রথম আলো। ১৫ সেপ্টেম্বর ২০২৪। Archived from the original on ৩০ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২৪।