বিষয়বস্তুতে চলুন

হাফসা বিনতে উমর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাফসা বিনতে উমর
জন্মআনুমানিক ৬০৫
মৃত্যু৬৬৫ (শাবান ৪৫ হিজরি)
পরিচিতির কারণমুহাম্মদের স্ত্রী, উম্মুল মুমিনিন
দাম্পত্য সঙ্গীখুনাইস ইবনে হুজাইফা (মৃত্য আগস্ট ৬২৪)
মুহাম্মদ
পিতা-মাতাউমর ইবনুল খাত্তাব
জায়নাব বিনতে মাদউয়ান

হাফসা বিনতে উমর (আনুমানিক ৬০৫-৬৬৫) শেষনবী মুহাম্মদের স্ত্রী। একারণে তাকে উম্মুল মুমিনিন হিসেবে সম্মান করা হয়। তিনি ছিলেন দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাবের মেয়ে। ৬০৫ খ্রিষ্টাব্দের দিকে তিনি জন্মগ্রহণ করেন। এই বছর কুরাইশরা কাবা পুনর্নির্মাণ করেছিল।

প্রথমে খুনাইস ইবনে হুজাইফার সাথে হাফসার বিয়ে হয়। তবে পরে তিনি বিধবা হন।[] তার ইদ্দত সমাপ্ত হওয়ার পর তার বাবা উমর প্রথমে উসমান ইবনে আফফান ও পরে আবু বকরকে তার মেয়ের বিয়ের প্রস্তাব দেন। তবে তারা দুজনেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এরপর মুহাম্মদকে বিয়ের প্রস্তাব দেয়া হলে তিনি তা গ্রহণ করেন। এর ফলে উমর ইবনুল খাত্তাবের সাথে তার সম্পর্ক আরো শক্ত হয়।

আবু বকরের খিলাফতের সময় সাহাবি জায়েদ ইবনে সাবিতকে কুরআনকে গ্রন্থাকারে সংকলনের দায়িত্ব দেয়া হয়। সংকলিত কুরআনটি হাফসা বিনতে উমরের নিকট সংরক্ষণের জন্য রাখা হয়েছিল। উসমান ইবনে আফফান খলিফা হওয়ার পর হাফসার নিকট রক্ষিত কুরআনটিকে প্রামাণ্য ধরে আরো কপি তৈরি করা হয়।[] এছাড়া হাফসা বিনতে উমরের বর্ণিত হাদিসও রয়েছে।[]

হিজরি ৪৫ সালের শাবান (অক্টোবর/নভেম্বর ৬৬৫) মাসে হাফসা মারা যান। মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Saʻd, Muḥammad Ibn (২০১৩)। Kitab at-Tabaqat Al-Kabir: The Companions of Badr (ইংরেজি ভাষায়)। । Ta-Ha Publishers Limited। পৃষ্ঠা ৩০৭। আইএসবিএন 978-1-84200-133-2 
  2. Bukhari 6:60:201.
  3. Siddiqi, M. Z. (2006). Hadith Literature: Its Origin, Development, Special Features and Criticism, p. 25. Kuala Lumpar: Islamic Book Trust.
  4. az-Zuhrī, Muḥammad Ibn-Saʻd (১৯৫৮)। Aṭ- Ṭabaqāt al-kubrā (আরবি ভাষায়)। । Dār Ṣādir। পৃষ্ঠা ৬০। 
  5. احمد بن محمد السياري। Kitab Al Qir'at Of Ahmad B. Muhammad Al Sayyari (Arabic ভাষায়)।