হাতরস জেলা
হাতরস জেলা | |
---|---|
উত্তরপ্রদেশের জেলা | |
উত্তর প্রদেশে হাতরস জেলার অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | উত্তরপ্রদেশ |
বিভাগ | আলিগড় |
প্রতিষ্ঠিত | ৩ মে ১৯৯৭ |
সদর দপ্তর | হাতরস |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | হাতরস |
আয়তন | |
• মোট | ১,৮৪০ বর্গকিমি (৭১০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৫,৬৪,৭০৮ |
• জনঘনত্ব | ৮৫০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল) |
জনমিতি | |
• সাক্ষরতা | ৭১.৬% |
• লিঙ্গ অনুপাত | ৮৭১ |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+০৫:৩০) |
হাতরস জেলা ভারতের উত্তর প্রদেশ রাজ্যর অন্যতম একটি জেলা।[১] হাতরস শহরটিতে জেলা সদর অবস্থিত। হাতরস জেলাটি আলিগড় বিভাগের অন্তর্গত।
ইতিহাস
[সম্পাদনা]উত্তরপ্রদেশের আলিগড়, মথুরার, এবং আগ্রা জেলার অংশবিশেষ একত্রিত করে ৩ মে ১৯৯৭ সালে হাতরস জেলা প্রতিষ্ঠিত হয়। এর পরেই হাতরস জেলা নামকরণ করা হয়।
প্রশাসনিক বিভাগ
[সম্পাদনা]হাতরস জেলা চারটি তহশিল নিয়ে গঠিত, যথা: হাতরস, সদাবাদ, সিকান্দ্র রাও এবং সাসনি; যা আরও সাত ব্লকে বিভক্ত: সাসনি, মুরসান, সদাবাদ, সাহপাউ, হাসানপুর বারু, সিকান্দ্র রাও এবং হাসাইয়ান।
এই জেলায় তিনটি বিধানসভা কেন্দ্র রয়েছে: হাতরস, সদাবাদ এবং সিকান্দ্র রাও । এগুলি সবই হাতরস লোকসভা কেন্দ্রের অংশ।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]ভারতের জনগণনা ২০১১ অনুসারে হাতরস জেলার মোট জনসংখ্যা ১,৫৬৪,৭০৮ জন,[২] যা গ্যাবোনের মোট জনসংখ্যার সমান।[৩] এটি ভারতের ৬৪০টি জেলার মধ্যে ৩১৯তম জনবহুল জেলা। হাতরস জেলার মোট আয়তন ১৮৪০ বর্গকিলোমিটার বা ৭১০ বর্গ মাইল এবং এ জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৮৫০ জন বা প্রতি বর্গ মাইলে ২,২০০ জন লোক বসবাস করে।[৪] ২০০১ থেকে ২০১১ এর দশকে এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৭.১২%। হাতরস জেলার লিঙ্গ অনুপাত প্রতি ১০০০ পুরুষের বিপরীতে ৮৭১ জন মহিলা রয়েছে এবং এর সাক্ষরতার হার ৬০.২%।[৫][৬] এই জেলায় হিন্দুধর্ম (৮৯.৩০%) এবং ইসলাম (১০.১৯%) প্রধান ধর্ম হিসেবে অনুসরণ করা হয়।[৭]
ভারতের ২০১১ সালের জনগণনার সময়ে হাতরস জেলার জনসংখ্যার ৯৮.৭২% হিন্দি এবং ১.২৪% উর্দু ভাষাকে তাদের প্রথম ভাষা বলে উল্লেখ্য করেছিল।[৮]
যোগাযোগ
[সম্পাদনা]হাতরস জেলা ভারতের অন্যান্য বড় শহরগুলোর সাথে রেল ও বাসের মাধ্যমে সংযুক্ত। এ জেলায় চারটি রেলওয়ে স্টেশন রয়েছে, যথা: হাতরস জংশন রেলওয়ে স্টেশন, হাতরস রোড রেলওয়ে স্টেশন, হাতরস সিটি রেলওয়ে স্টেশন এবং হাতরস কিলা রেল স্টেশন।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Important Cabinet Decisions"। Information and Public Relations Department। ২৪ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৩।
- ↑ "A-2: DECADAL VARIATION IN POPULATION SINCE 1901" (PDF)। www.censusindia.gov.in। ৩০ মে ২০১৪। পৃষ্ঠা 5। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৯।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২০১১-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-০১।
Gabon 1,576,665
- ↑ "A-1 Number Of Villages, Towns, Households, Population And Area" (XLS)। www.censusindia.gov.in। ১৪ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৯।
- ↑ "Primary Census Abstract Data Tables (India & States/UTs - District Level)" (XLS)। www.censusindia.gov.in। ২ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
942,572 literate persons
- ↑ "(Text version of primary abstract data spreadsheet)"। www.censusindia.gov.in। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ "Religion PCA" (XLS)। www.censusindia.gov.in। ২৯ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
1,397,225 Hindu; 159,448 Muslim; 8,035 other
- ↑ "C-16 POPULATION BY MOTHER TONGUE" (XLS)। www.censusindia.gov.in। ২৯ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৯।