স্বামী স্ত্রী (১৯৮৭-এর চলচ্চিত্র)
অবয়ব
স্বামী স্ত্রী | |
---|---|
পরিচালক | সুভাষ দত্ত |
প্রযোজক | শাবানা |
চিত্রনাট্যকার | সুভাষ দত্ত |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলাউদ্দিন আলী |
চিত্রগ্রাহক | রেজা লতিফ |
সম্পাদক | লুৎফর রহমান |
প্রযোজনা কোম্পানি | এস এস প্রডাকশন্স |
পরিবেশক | এস এস প্রডাকশন্স |
মুক্তি | ৩১ জুলাই, ১৯৮৭[১] |
স্থিতিকাল | ১৪৮ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
স্বামী স্ত্রী সুভাষ দত্ত পরিচালিত ১৯৮৭ সালের বাংলাদেশী রোম্যান্টিক নাট্য চলচ্চিত্র।[২] এস এস প্রডাকশন্সের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন শাবানা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাবানা, রাজ্জাক, আলমগীর, পারভীন সুলতানা দিতি, রাজীব প্রমুখ।[৩][৪]
স্বামী স্ত্রী চলচ্চিত্রটি ১৯৮৭ সালে ৩১ জুলাই বাংলাদেশে মুক্তি পায়। পারভীন সুলতানা দিতি এই ছবিতে সাবিনা চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[৫]
কুশীলব
[সম্পাদনা]- শাবানা - সালমা
- রাজ্জাক - সালাউদ্দিন বাহাদুর
- আলমগীর - বাদল চৌধুরী
- পারভীন সুলতানা দিতি - সাবিনা
- আনোয়ার হোসেন - জনাব খান
- নারায়ণ চক্রবর্তী - জনাব রহমান
- রাজীব - রহমানের ব্যবসায়িক অংশীদার
- আশীষ কুমার লোহ - খলিল তালুকদার
- জহিরুল হক - ডঃ আলম
- সিরাজুল ইসলাম - ইকবাল
- অমল বোস - মন্টু মিয়া
- সুষমা - সালাউদ্দিনের মা
সঙ্গীত
[সম্পাদনা]স্বামী স্ত্রী চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। গীত রচনা করেছেন আলাউদ্দিন আলী ও প্রদীপ গোস্বামী। গান রেকর্ড করা হয় বারী রেকর্ডিং স্টুডিওতে। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, ও শামীমা ইয়াসমিন দিবা।
গানের তালিকা
[সম্পাদনা]নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(রা) | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "যেদিকে তুমি দেখবে দু চোখে" | সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী | |
২. | "এ সুখের নেই কোন সীমানা" | সাবিনা ইয়াসমিন |
পুরস্কার
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Movie List 1987"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "স্মরণে কিংবদন্তি সুভাষ দত্ত"। বাংলা ট্রিবিউন। নভেম্বর ১৬, ২০১৫। ১৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৭।
- ↑ মারিয়া, শান্তা (৩ এপ্রিল ২০১৬)। "চিরসবুজ আলমগীর"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৬ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৭।
- ↑ "দিতির সঙ্গে রোমান্টিক সিন করতে সমস্যা হতো: আলমগীর"। বাংলানিউজটোয়েন্টিফোরকম। ৩ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৭।
- ↑ মঈনুদ্দীন, অভি (৯ এপ্রিল ২০১৩)। "স্মৃতির ডানায় দিতি"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৭।
- ↑ "না ফেরার দেশে চলে গেলেন চিত্রনায়িকা দিতি"। দৈনিক যুগান্তর। ২১ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে স্বামী স্ত্রী (ইংরেজি)