বিষয়বস্তুতে চলুন

সেবক রেল সেতু

স্থানাঙ্ক: ২৬°৫২′৫৩″ উত্তর ৮৮°২৮′৩১″ পূর্ব / ২৬.৮৮১৩° উত্তর ৮৮.৪৭৫২° পূর্ব / 26.8813; 88.4752
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেবক রেল সেতু
তিস্তা নদীর উপর সেকব রেল সেতু
স্থানাঙ্ক ২৬°৫২′৫৩″ উত্তর ৮৮°২৮′৩১″ পূর্ব / ২৬.৮৮১৩° উত্তর ৮৮.৪৭৫২° পূর্ব / 26.8813; 88.4752
বহন করেট্রেন
অতিক্রম করেতিস্তা নদী
স্থানদার্জিলিংজলপাইগুড়ি জেলা
যার নামে নামকরণসেবক
মালিকভারতীয় রেল
রক্ষণাবেক্ষকউত্তর-পূর্ব সীমান্ত রেল
বৈশিষ্ট্য
উপাদানইস্পাত
ভারবাহী স্তম্ভ নির্মাণকংক্রিট
মোট দৈর্ঘ্য৩৯৬.১ মিটার (১,৩০০ ফু)
অবস্থান
মানচিত্র

সেবক রেল সেতু হল ভারতের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যের সেবকে মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে তিস্তা নদীর উপর নির্মিত রেল সেতু। রেল সেতুটি প্রায় ১ কিলোমিটার দীর্ঘ। এটি রেলপথের মাধ্যমে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাকে কালিম্পং জেলাজলপাইগুড়ি জেলার সঙ্গে সংযুক্ত করে।[] সেতুটি উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার রেলওয়ে বিভাগের অন্তর্গত নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার-শামুকতলা রোড রেলপথে অবস্থিত।

এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল সেতু, যা শিলিগুড়ি-সেবকে সুন্দর ডুয়ার্স অঞ্চলের সঙ্গে সংযুক্ত করে। সেবক রেল সেতুটি তিস্তা নদীকে করোনেশন সড়ক সেতুর সমান্তরালে অতিক্রম করে। এই সেতুটি সেবক রেলওয়ে স্টেশনের ঠিক সামনেই নিউ মালবাজার স্টেশনের দিকে অবস্থিত।

সমস্যা

[সম্পাদনা]

সিকিম ও পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে ২০১৬ সালের জুন মাসে ভারী বৃষ্টিপাতের কারণে সেতুর পিলার বা খুঁটিতে কিছু ফাটল দেখা দিয়েছিল এবং সেতুটি কয়েক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছিল। সেতুর প্রয়োজনীয় মেরামতের কাজ শেষ করে আবার রেল চলাচলের জন্য খুলে দেওয়া হয়।[]

চিত্রশালা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Crack in Sevoke bridge pillar, trains diverted"Business Standard India। Press Trust of India। ২২ জুন ২০১৬। 
  2. "Cracks appear in railway bridge after heavy rains in Siliguri; trains diverted-India News , Firstpost"। ২২ জুন ২০১৬।