সেবক
সেবক | |
---|---|
শহর | |
পশ্চিম্বঙ্গের অবস্থান, ভারত | |
স্থানাঙ্ক: ২৬°৫২′৪৮″ উত্তর ৮৮°২৮′১৬″ পূর্ব / ২৬.৮৮০° উত্তর ৮৮.৪৭১° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | দার্জিলিং জেলা |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
লোক সভা কেন্দ্র | দার্জিলিং |
ওয়েবসাইট | darjeeling |
সেবক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার শিলিগুড়ির কাছে একটি ছোটো শহর। এটি সিকিম রাজ্যের সীমান্তের কাছেকাছি অবস্থিত। ডুয়ার্সে তিস্তা নদীর তীরে এই শহরটি অবস্থিত এবং এর উপরে দুটি সেতু রয়েছে - যথা করোনেশন ব্রিজ এবং সেবক রেলওয়ে সেতু। ওই এলাকায় ভারতীয় সেনা ও বিএসএফ ক্যাম্প রয়েছে। মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য এই এলাকায় অবস্থিত। ১০ নং জাতীয় সড়ক এই শহরের মধ্য দিয়ে গেছে এবং সেবককে গ্যাংটক শহর ও শিলিগুড়ির সাথে যুক্ত করেছে। ১৭ নং জাতীয় সড়ক সেবকের করোনেশন ব্রিজের কাছে থেকে শুরু হয়েছে এবং গুয়াহাটিতে শেষ হয়েছে।[১]
ভূগোল
[সম্পাদনা]কারিগরি সমস্যার কারণে গ্রাফ এই মূহুর্তে অস্থায়ীভাবে অনুপলব্ধ রয়েছে। |
অবস্থান
[সম্পাদনা]সেবকের অবস্থান 26°53′49″N 88°28′23″E °N 88.473°E
এলাকার সংক্ষিপ্ত বিবরণ
[সম্পাদনা]মানচিত্রটির পাশাপাশি দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলের পূর্ব অংশ এবং এর পূর্ব ও দক্ষিণ প্রান্তে তরাই অঞ্চলের একটি ছোট অংশ দেখায় যার পুরোটাই দার্জিলিং জেলার। দার্জিলিং সদর মহকুমায় মোট জনসংখ্যার ৬১.০০% গ্রামীণ এলাকায় এবং ৩৯.০০% জনসংখ্যা শহরে বাস করে। কার্সিয়ং মহকুমায় মোট জনসংখ্যার ৫৮.৪১% গ্রামীণ এলাকায় এবং ৪১.৫৯% শহরে বাস করে।[২][৩] জেলায় দার্জিলিং চা উৎপাদন ও রপ্তানি করে এমন ৭৮টি চা বাগান/এস্টেট (বিভিন্ন উৎস অনুযায়ী সংখ্যাটি সামান্য পরিবর্তিত হয়) রয়েছে। এটি প্রত্যক্ষ/পরোক্ষভাবে জনসংখ্যার একটি বড় অংশকে জড়িত করে।[৪] ২০১১ সালের আদমশুমারিতে কিছু চা বাগানকে জনগণনা নগর অথবা গ্রাম হিসাবে চিহ্নিত করা হয়েছিল।[৫] এই জাতীয় স্থানগুলিকে মানচিত্রে জন (জনগণনা নগর) বা গ্রা (গ্রামীণ/শহুরে কেন্দ্র) হিসাবে চিহ্নিত করা হয়েছে। নির্দিষ্ট চা এস্টেট পৃষ্ঠাগুলি TE চিহ্নিত করা হয়েছে৷
দ্রষ্টব্য: মানচিত্রটিতে মহকুমার কিছু উল্লেখযোগ্য স্থান উপস্থাপন করা হয়েছে। মানচিত্রে চিহ্নিত সমস্ত স্থান বৃহত্তর পূর্ণ স্ক্রীন মানচিত্রের থাকে সংযুক্ত করা হয়েছে৷
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "NH wise Details of NH in respect of Stretches entrusted to NHAI" (পিডিএফ)। National Highway Authority of India। ২৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০০৮।
- ↑ "Darjeeling"। District Profile - General Information। District administration। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২০।
- ↑ "District Statistical Handbook 2013 Darjeeling"। Tables 2.2, 2.4b। Department of Planning and Statistics, Government of West Bengal। ২১ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২০।
- ↑ "Darjeeling Tea"। District administration। ১১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২০।
- ↑ "2011 Census – Primary Census Abstract Data Tables"। West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২০।