বিষয়বস্তুতে চলুন

সেনাবাহিনী কমান্ডার (শ্রীলঙ্কা)

পরীক্ষিত
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রীলঙ্কার সেনাবাহিনী কমান্ডার
দায়িত্ব
লে. জেনারেল ভিকুম লিয়ানাগে

০১ জুন ২০২২ থেকে
 শ্রীলঙ্কা সেনাবাহিনী
এর সদস্যজাতীয় নিরাপত্তা পরিষদ (শ্রীলঙ্কা)
যার কাছে জবাবদিহি করেশ্রীলঙ্কার রাষ্ট্রপতি (মূলত প্রতিরক্ষা মন্ত্রণালয়)
নিয়োগকর্তাশ্রীলঙ্কার রাষ্ট্রপতি
মেয়াদকালঅনির্দিষ্ট
নবায়নযোগ্য
গঠনের দলিলসেনাবাহিনী এ্যাক্টের ৩৫৭ নং অনুচ্ছেদ
পূর্ববর্তীসিলন প্রতিরক্ষা বাহিনী প্রধান
গঠন২০ অক্টোবর ১৯৪৯; ৭৫ বছর আগে (1949-10-20)
সিলন সেনাবাহিনীর প্রধান
প্রথমব্রিগেডিয়ার রডরিক সিনক্লেয়ার
ডেপুটিচীফ অব দ্যা জেনারেল স্টাফ

সেনাবাহিনী কমান্ডার (মূল নামঃ কমান্ডার অব দ্য আর্মি) হচ্ছে শ্রীলঙ্কা সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা/অধিনায়কের পদ-সম্মান। ১৯৭২ সালে শ্রীলঙ্কার নাম সিলন থেকে শ্রীলঙ্কা হয়ে গেলে সিলন সেনাবাহিনী 'শ্রীলঙ্কা সেনাবাহিনী' নাম তৈরি করে, এবং ১৯৭২ সাল থেকে শ্রীলঙ্কা সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা শ্রীলঙ্কার সেনাবাহিনী কমান্ডার নামে পরিচিত হন যাদেরকে আগে সিলন সেনাবাহিনীর কমান্ডার নামে অভিহিত করা হত।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৪৮ সালে শ্রীলঙ্কার স্বাধীনতা লাভের আগে শ্রীলঙ্কায় ব্রিটিশ সেনাবাহিনীর ইউনিট ছিলো এবং সেগুলোর সম্মিলিত অধিনায়ককে বলা হতো 'জেনারেল অফিসার কমান্ডিং, সিলন'। ১৯৪৯ সালের ১০ অক্টোবর সিলন সেনাবাহিনী তৈরি হলে পদটি 'কমান্ড্যান্ট, সিলন আর্মি' হিসেবে তৈরি হয় এবং ব্রিটিশ ব্রিগেডিয়ার আর্ল অব কেইথনেস পদটিতে বসেন। খুব দ্রুতই পদটির নাম 'কমান্ডার-ইন-চীফ, সিলন আর্মি' করা হয়। শ্রীলঙ্কায় অবস্থিত ব্রিটিশ সেনা ইউনিটগুলোর সম্মিলিত অধিনায়ককে 'কমান্ডার অব দ্য সিলন ডিফেন্স ফোর্স'ও বলা হতো। 'কমান্ডার অব দ্য আর্মি' পদটি সৃষ্টি করা হয় ১৯৫০-এর দশকে। ১৯৬৭ সালে নিয়োগ পাওয়া সেপালা আত্তিগাল্লে পর্যন্ত সকল কমান্ডারের পদবীটি ব্রিগেডিয়ার ছিলো যেক্ষেত্রে ব্রিগেডিয়াররা সেনাকমান্ডার থাকা অবস্থায়ই পরে মেজর জেনারেল হতেন; সেপালা ১৯৭৪ সালে লেঃ জেনারেল হয়েছিলেন এবং তার উত্তরসূরীরা মেজর জেনারেল পদবীতে কমান্ডার হচ্ছিলেন যাদেরকে পরে বা অবসর গ্রহণের দিন লেঃ জেনারেলে উন্নীত করা হচ্ছিলো।

১৯৮০-এর দশক থেকে পদটি লেফটেন্যান্ট জেনারেলে স্থায়ী ভাবে উন্নীত হয়ে যায়। শ্রীলঙ্কার সেনাকমান্ডাররা অবসর গ্রহণের দিন পূর্ণ জেনারেল হন কিংবা চীফ অব দ্য ডিফেন্স স্টাফ হলেও পূর্ণ জেনারেল হন। দুইজন সবেক সেনাকমান্ডারকে ২০০৭ সালে পূর্ণ জেনারেল পদ দেওয়া হয়, একজন হলেন ডেনিস পেরেরা যিনি ১৯৮১ সালে অবসর গ্রহণ করেন এবং আরেকজন হলেন নলীন সেনেবীরত্ন যিনি ১৯৮৮ সালে অবসর প্রাপ্ত হন। একজন সেনাকমান্ডার চাকরিরত অবস্থায়ও পূর্ণ জেনারেল হতে পারেন যেমন শরৎ ফনসেকা এবং শাভেন্দ্র সিলভাকে সেনাকমান্ডার থাকা অবস্থায় পূর্ণ জেনারেল পদ দেওয়া হয়।[]

সরকারী বাসভবন

[সম্পাদনা]

শ্রীলঙ্কা সেনাবাহিনী কমান্ডারের সরকারী বাসভবন 'জেনারেল'স হাউজ' নামে পরিচিত, বাংলোটি কলম্বোতে অবস্থিত। এই বাংলো ১৯৪৮ সালে তৈরি করা এবং ব্রিটিশ সেনা কমান্ডাররা এই বাংলোতেই থাকতেন, তারা চলে যাবার পর শ্রীলঙ্কান সেনা কমান্ডাররা এই বাসভবন ব্যবহার করেন।

নিয়োগ

[সম্পাদনা]

সেনাবাহিনী অ্যাক্টের ৮নং ধারা অনুযায়ী শ্রীলঙ্কার রাষ্ট্রপতি সেনাকমান্ডার নিয়োগ প্রদান করে থাকেন; নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৫৫ বছর বয়স পর্যন্ত একজন জেনারেল কমান্ডার হিসেবে থাকতে পারেন যদিও কমান্ডারের মেয়াদ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কর্তৃক বাড়ানো হতে পারে।

সেনাবাহিনী কমান্ডারগণের তালিকা (ইংরেজ সেনাকমান্ডারসহ)

[সম্পাদনা]
নং ছবি সেনাকমান্ডার কার্যালয়ে বসার তারিখ কার্যালয় ত্যাগের তারিখ মেয়াদকাল ইউনিট
রডরিক সিনক্লেয়ার, দ্য আর্ল অব কেইথনেস
সিনক্লেয়ার, রডরিকব্রিগেডিয়ার
রডরিক সিনক্লেয়ার, দ্য আর্ল অব কেইথনেস
(১৯০৬–১৯৬৫)
২০ অক্টোবর ১৯৪৯১৭ মে ১৯৫২২ বছর, ২১০ দিনগর্ডন হাইল্যান্ডার্স
ফ্র্যান্সিস রেইড
রেইড, ফ্র্যান্সিসব্রিগেডিয়ার
ফ্র্যান্সিস রেইড
(১৯০০–১৯৭০)
১৮ মে ১৯৫২৮ ফেব্রুয়ারি ১৯৫৫২ বছর, ২৬৬ দিনরাজকীয় (ব্রিটিশ) গোলন্দাজ বাহিনী
এন্তন মুত্তুকুমারু
মুত্তুকুমারু, এন্তনমেজর জেনারেল
এন্তন মুত্তুকুমারু
(১৯০৮–২০০১)
৯ ফেব্রুয়ারি ১৯৫৫৩১ ডিসেম্বর ১৯৫৯৪ বছর, ৩২৬ দিনশ্রীলঙ্কা লাইট ইনফ্যান্ট্রি
এইচ. ডব্লিউ. জি. বিজয়কুন
বিজয়কুন, এইচ.মেজর জেনারেল
এইচ. ডব্লিউ. জি. বিজয়কুন
(১৯১১–১৯৬৯)
১ জানুয়ারি ১৯৬০৩১ ডিসেম্বর ১৯৬৩৩ বছর, ৩৬৪ দিনশ্রীলঙ্কা লাইট ইনফ্যান্ট্রি
রিচার্ড উদুগামা
উদুগামা, রিচার্ডমেজর জেনারেল
রিচার্ড উদুগামা
(১৯১১–১৯৯৫)
১ জানুয়ারি ১৯৬৪১০ নভেম্বর ১৯৬৬২ বছর, ৩১৩ দিনশ্রীলঙ্কা লাইট ইনফ্যান্ট্রি
বেরট্রাম হেইন
হেইন, বেরট্রামমেজর জেনারেল
বেরট্রাম হেইন
(১৯১২–১৯৯৮)
১১ নভেম্বর ১৯৬৬৩০ সেপ্টেম্বর ১৯৬৭৩২৩ দিনশ্রীলঙ্কা লাইট ইনফ্যান্ট্রি
সেপালা আত্তিগাল্লে
আত্তিগাল্লে, সেপালালেফটেন্যান্ট জেনারেল
সেপালা আত্তিগাল্লে
(১৯২২–২০০১)
১ অক্টোবর ১৯৬৭১৩ অক্টোবর ১৯৭৭১০ বছর, ১২ দিনশ্রীলঙ্কা সেনাবাহিনী সাঁজোয়া শাখা
ডেনিস পেরেরা
পেরেরা, ডেনিসলেফটেন্যান্ট জেনারেল
ডেনিস পেরেরা
(১৯৩০–২০১৩)
১৪ অক্টোবর ১৯৭৭১৩ অক্টোবর ১৯৮১৩ বছর, ৩৬৪ দিনশ্রীলঙ্কা সেনাবাহিনী কোর অব ইঞ্জিনিয়ার্স
তিচ্ছা বীরতুঙ্গ
বীরতুঙ্গ, তিচ্ছালেফটেন্যান্ট জেনারেল
তিচ্ছা বীরতুঙ্গ
(১৯৩০–২০০৩)
১৪ অক্টোবর ১৯৮১১১ ফেব্রুয়ারি ১৯৮৫৩ বছর, ১২০ দিনজেমুনু ওয়াচ
১০
নলীন সেনেবীরত্ন
সেনেবীরত্ন, নলীনলেফটেন্যান্ট জেনারেল
নলীন সেনেবীরত্ন
(১৯৩১–২০০৯)
১২ ফেব্রুয়ারি ১৯৮৫১৫ আগস্ট ১৯৮৮৩ বছর, ১৮৫ দিনশ্রীলঙ্কা সেনাবাহিনী কোর অব ইঞ্জিনিয়ার্স
১১
হ্যামিল্টন ওয়ানাসিংহ
ওয়ানাসিংহ, হ্যামিল্টনলেফটেন্যান্ট জেনারেল
হ্যামিল্টন ওয়ানাসিংহ
১৬ আগস্ট ১৯৮৮১৫ নভেম্বর ১৯৯১৩ বছর, ৯১ দিনশ্রীলঙ্কা সেনাবাহিনী গোলন্দাজ রেজিমেন্ট
১২
কেকিল ওয়াইদিয়ারত্ন
ওয়াইদিয়ারত্ন, কেকিললেফটেন্যান্ট জেনারেল
কেকিল ওয়াইদিয়ারত্ন
(১৯৩৮–২০০১)
১৬ নভেম্বর ১৯৯১৩১ ডিসেম্বর ১৯৯৩২ বছর, ৪৫ দিনশ্রীলঙ্কা সেনাবাহিনী সাঁজোয়া শাখা
১৩
জি. এইচ. ডি সিলভা
সিলভা, জি.লেফটেন্যান্ট জেনারেল
জি. এইচ. ডি সিলভা
(জন্ম ১৯৪০)
১ জানুয়ারি ১৯৯৪৩০ এপ্রিল ১৯৯৬২ বছর, ১২০ দিনজেমুনু ওয়াচ
১৪
রোহণ দালুওয়াত্তে
দালুওয়াত্তে, রোহণলেফটেন্যান্ট জেনারেল
রোহণ দালুওয়াত্তে
(১৯৪১–২০১৮)
১ মে ১৯৯৬১৫ ডিসেম্বর ১৯৯৮২ বছর, ২২৮ দিনশ্রীলঙ্কা সেনাবাহিনী সাঁজোয়া শাখা
১৫
সি. এস. বীরসূর্য
বীরসূর্য, সি.লেফটেন্যান্ট জেনারেল
সি. এস. বীরসূর্য
১৬ ডিসেম্বর ১৯৯৮২৪ আগস্ট ২০০০১ বছর, ২৫২ দিনশ্রীলঙ্কা সেনাবাহিনী গোলন্দাজ রেজিমেন্ট
১৬
লায়নেল বালাগাল্লে
বালাগাল্লে, লায়নেললেফটেন্যান্ট জেনারেল
লায়নেল বালাগাল্লে
২৫ আগস্ট ২০০০৩০ জুন ২০০৪৩ বছর, ৩১০ দিনশ্রীলঙ্কা সেনাবাহিনী গোলন্দাজ রেজিমেন্ট
১৭
শান্ত কোট্টেগোদা
কোট্টেগোদা, শান্তলেফটেন্যান্ট জেনারেল
শান্ত কোট্টেগোদা
(জন্ম ১৯৪৯)
১ জুলাই ২০০৪৫ ডিসেম্বর ২০০৫১ বছর, ১৫৭ দিনশ্রীলঙ্কা লাইট ইনফ্যান্ট্রি
১৮
শরৎ ফনসেকা
ফনসেকা, শরৎলেফটেন্যান্ট জেনারেল
শরৎ ফনসেকা
(জন্ম ১৯৫০)
৬ ডিসেম্বর ২০০৫১৫ জুলাই ২০০৯৩ বছর, ২২১ দিনসিনহা রেজিমেন্ট
১৯
জগৎ জয়সূর্য
জয়সূর্য, জগৎলেফটেন্যান্ট জেনারেল
জগৎ জয়সূর্য
১৫ জুলাই ২০০৯১ আগস্ট ২০১৩৪ বছর, ১৭ দিনশ্রীলঙ্কা সেনাবাহিনী সাঁজোয়া শাখা
২০
দয়া রত্ননায়ক
রত্ননায়ক, দয়ালেফটেন্যান্ট জেনারেল
দয়া রত্ননায়ক
১ আগস্ট ২০১৩২১ ফেব্রুয়ারি ২০১৫১ বছর, ২০৪ দিনশ্রীলঙ্কা লাইট ইনফ্যান্ট্রি
২১
ক্রিশান্ত ডি সিলভা
সিলভা, ক্রিশান্তলেফটেন্যান্ট জেনারেল
ক্রিশান্ত ডি সিলভা
২২ ফেব্রুয়ারি ২০১৫৪ জুলাই ২০১৭২ বছর, ১৩২ দিনশ্রীলঙ্কা সেনাবাহিনী কোর অব ইঞ্জিনিয়ার্স
২২
মহেশ সেনানায়ক
সেনানায়ক, মহেশলেফটেন্যান্ট জেনারেল
মহেশ সেনানায়ক
৪ জুলাই ২০১৭১৯ আগস্ট ২০১৯২ বছর, ৪৬ দিনশ্রীলঙ্কা সেনাবাহিনী কোর অব ইঞ্জিনিয়ার্স
২৩
শাভেন্দ্র সিলভা
সিলভা, শাভেন্দ্রলেফটেন্যান্ট জেনারেল
শাভেন্দ্র সিলভা
(জন্ম ১৯৬৪)
১৯ আগস্ট ২০১৯৩১ মে ২০২২২ বছর, ২৮৫ দিনগাজাবা রেজিমেন্ট
২৪
ভিকুম লিয়ানাগে
লিয়ানাগে, ভিকুমলেফটেন্যান্ট জেনারেল
ভিকুম লিয়ানাগে
০১ জুন ২০২২পদাধিকারী২ বছর, ১৮৪ দিনগাজাবা রেজিমেন্ট

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Mahesh Senanayake new army commander"dailymirror.lk। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭ 
  2. "Former service chiefs promoted"sundaytimes.lk। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]