সি. এস. বীরসূর্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সি. এস. বীরসূর্য
আনুগত্য শ্রীলঙ্কা
সেবা/শাখা শ্রীলঙ্কা সেনাবাহিনী
কার্যকাল১৯৬৫-২০০০
পদমর্যাদাজেনারেল
ইউনিটশ্রীলঙ্কা সেনাবাহিনী গোলন্দাজ শাখা
নেতৃত্বসমূহসেনা কমান্ডার
যুদ্ধ/সংগ্রামশ্রীলঙ্কার গৃহযুদ্ধ

চন্দ্রিক শ্রীলাল বীরসূর্য শ্রীলঙ্কা সেনাবাহিনীর একজন জেনারেল ছিলেন। তিনি সেনাবাহিনীর ১৫তম কমান্ডার ছিলেন। এছাড়া তিনি পাকিস্তানে শ্রীলঙ্কার হাই কমিশনার ছিলেন।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

বীরসূর্য শ্রীলঙ্কার পর্বত লভিনিয়ার সেন্ট টমাস কলেজে পড়াশোনা করেন।

সামরিক জীবন[সম্পাদনা]

বীরসূর্য ১৯৬৩ সালে সিলন সেনাবাহিনীতে ক্যাডেট অফিসার হিসেবে যোগ দেন ও পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে পড়াশুনা করেন। ১৯৬৫ সালে তিনি সিলন সেনাবাহিনীর গোলন্দাজ শাখায় কমিশন লাভ করেন; দ্বিতীয় লেফটেন্যান্ট হিসেবে ৪র্থ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে তিনি নিয়োগ পান। পরে তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান ও ১৯৮৫ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি এই ৪র্থ ফিল্ড রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলেন।[১]

তিনি ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজে যোগদান করেন এবং ১৯৯৪ সালে মেজর জেনারেল পদে উন্নীত হন।[২] তিনি ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত শ্রীলঙ্কার আর্টিলারির কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। অপারেশন লিপ ফরওয়ার্ডসহ শ্রীলঙ্কা সেনাবাহিনীতে বহু কমান্ড ও অপারেশনে কাজ করার পর, তিনি ১৯৯৮ সালের ১৬ ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল পদে শ্রীলঙ্কা সেনাবাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত হন। ২৪ আগস্ট ২০০০ সালে অবসর গ্রহণের আগ পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। অবসরের পর তিনি জেনারেল পদে উন্নীত হন এবং লায়নেল বালাগাল্লে তার স্থলাভিষিক্ত হন।[৩]

পরবর্তী জীবন[সম্পাদনা]

২০০০ সালে তিনি পাকিস্তানে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন এবং ছয় বছর এই পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০১১ সালে পাকিস্তান সরকার কর্তৃক দেশটির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার সিতারা-ই-পাকিস্তান-এ ভূষিত হন।[৪] শ্রীলঙ্কায় ফিরে আসার পর, তিনি ২০১০ সাল থেকে সিলিনকো লাইফ পিএলসির স্বাধীন অ-নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "4TH FIELD REGIMENT SRI LANKA ARTILLERY"। Sri Lanka Artillery। সংগ্রহের তারিখ ২২ মে ২০২০ 
  2. "Ceylinco Insurance appoints Gen. Srilal Weerasooriya as independent director"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২০ 
  3. "Commandants"। ceylondatabase.net। ২২ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৪ 
  4. "From the Government of Pakistan Gen. Srilal Weerasuriya honored in recognition of receiving top civil award"। ১৫ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২০