বিষয়বস্তুতে চলুন

সুন্দরগড় জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুন্দরগড় জেলা
ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲା
ওড়িশার জেলা
ওড়িশায় সুন্দরগড়ের অবস্থান
ওড়িশায় সুন্দরগড়ের অবস্থান
দেশভারত
রাজ্যওড়িশা
প্রশাসনিক বিভাগউত্তর ওড়িশা বিভাগ
সদরদপ্তরসুন্দরগড়
তহশিল১৭
আয়তন
 • মোট৯,৭১২ বর্গকিমি (৩,৭৫০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২০,৯৩,৪৩৭
 • জনঘনত্ব২২০/বর্গকিমি (৫৬০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৭৩.৩৪ শতাংশ
 • লিঙ্গানুপাত৯৭৩
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
খন্দাধর জলপ্রপাত

সুন্দরগড় জেলা(ওড়িয়া: ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲା, প্রতিবর্ণী. সুন্দরগড় জিল্লা) পূর্ব ভারতে অবস্থিত ওড়িশা রাজ্যের ৩০ টি জেলার একটি জেলা৷ জেলাটি ওড়িশার উত্তর ওড়িশা বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর সুন্দরগড় শহরে অবস্থিত এবং বনাই মহকুমা, সুন্দরগড় মহকুমাপানপোষ মহকুমা নিয়ে গঠিত৷

নামকরণ

[সম্পাদনা]

সুরম্য জঙ্গল ঘেরা পাহাড় ও মনোরম পরিবেশে স্থাপিত হয় পূর্বতন গঙ্গাপুর রাজ্যের রাজধানীটি৷ প্রাকৃৃতিক সৌন্দর্যের জন্য অঞ্চলটির নাম হয় সুন্দরগড়৷[]

ইতিহাস

[সম্পাদনা]

ভূপ্রকৃতি

[সম্পাদনা]

অর্থনীতি

[সম্পাদনা]

অবস্থান

[সম্পাদনা]

জেলাটির উত্তরে ঝাড়খণ্ড রাজ্যের সিমডেগা জেলা৷ জেলাটির উত্তর পূর্বে(ঈশান) ঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম সিংভূম জেলা৷ জেলাটির পূর্বে ওড়িশা রাজ্যের কেন্দুঝর জেলাঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম সিংভূম জেলা৷ জেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) ওড়িশা রাজ্যের কেন্দুঝর জেলাওড়িশা রাজ্যের অনুগুল জেলা৷ জেলাটির দক্ষিণে ওড়িশা রাজ্যের দেবগড় জেলাওড়িশা রাজ্যের সম্বলপুর জেলা৷ জেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ওড়িশা রাজ্যের ঝারসুগুড়া জেলা৷ জেলাটির পশ্চিমে ছত্তীসগঢ় রাজ্যের রায়গড় জেলা৷ জেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ছত্তীসগঢ় রাজ্যের জশপুর জেলা৷[]

জেলাটির আয়তন ৯৭১২ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ওড়িশা রাজ্যের ৬.২৪%৷

সুন্দরগড় জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী সুন্দরগড় জেলার ভাষাসমূহ[]

  ওড়িয়া (৪৫.৯৬%)
  সাদরি-নাগপুরি (১৫.০১%)
  মুন্ডারি (৯.৬২%)
  হিন্দী (৭.৫০%)
  কুরুখ/ওরাওঁ (৫.৫৭%)
  কিসান (৪.৫৭%)
  খারিয়া (৪.৩৮%)
  উর্দু (২.১৪%)
  বাংলা (১.৫২%)
  অন্যান্য (৩.৭৩%)

এই জেলার সিংহভাগ ওড়িয়াভাষী লোক সম্বলপুরি/কোশলী ভাষাতে সাবলীল৷

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

মোট জনসংখ্যা ১৮৩০৬৭৩(২০০১ জনগণনা) তথা ২০৯৩৪৩৭(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে ৬ষ্ঠ৷ ওড়িশা রাজ্যের ৪.৯% লোক সুন্দরগড় জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ১৮৮ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ২১৬ হয়েছে৷ জেলাটির ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ১৪.৩৫% , যা ১৯৯১-২০১১ সালের ১৬.৩৪% বৃদ্ধির হারের থেকে কম৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯৭৩(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৪৬৷[]

নদনদী

[সম্পাদনা]

পরিবহন ও যোগাযোগ

[সম্পাদনা]

পর্যটন ও দর্শনীয় স্থান

[সম্পাদনা]

ঐতিহ্য ও সংস্কৃৃতি

[সম্পাদনা]

শিক্ষা

[সম্পাদনা]

জেলাটির স্বাক্ষরতা হার ৬৪.৮৬%(২০০১) তথা ৭৩.৩৪%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৭৫.৩৪%(২০০১) তথা ৮১.০১%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৫৩.৮৮%(২০০১) তথা ৬৫.৪৮% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১২.৫৭%৷[]

প্রশাসনিক বিভাগ

[সম্পাদনা]

সীমান্ত

[সম্পাদনা]

বিশিষ্ট ব্যক্তিবর্গ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৯ 
  2. https://www.mapsofindia.com/maps/orissa/tehsil/sundargarh.html
  3. http://www.censusindia.gov.in/2011census/C-16.html
  4. https://www.census2011.co.in/census/district/398-sundargarh.html