বিষয়বস্তুতে চলুন

সামসুল ওয়ারেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সামসুল ওয়ারেস
ব্যক্তিগত তথ্য
নামসামসুল ওয়ারেস
জাতীয়তাবাংলাদেশি
জন্ম তারিখজানুয়ারি ২১, ১৯৪৬
কর্মজীবন
গুরুত্বপূর্ণ প্রকল্পজাতীয় শিশু পার্ক
বোটানিক্যাল গার্ডেন
গুরুত্বপূর্ণ পুরস্কারআজীবন সম্মাননা পুরস্কার (২০০৯), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট

সামসুল ওয়ারেস (২১ জানুয়ারি ১৯৪৬) বাংলাদেশের একজন বরেণ্য শিল্পসমালোচকস্থপতি। ওয়ারেস বিংশ শতকের শ্রেষ্ঠ পুরকৌশলী ফজলুর রহমান খান এবং প্রথিতযশা স্থপতি মাজহারুল ইসলামের সাথে কাজ করেছেন। লুই আই কানের জীবন নিয়ে নির্মিত "মাই আর্কিটেক্ট: এ সন'স জার্নি"-তে সামসুল ওয়ারেসের সাক্ষাৎকার স্থান পেয়েছে।

সামসুল ওয়ারেস ১৯৪৬ সালের ২১ জানুয়ারি জন্মগ্রহণ করেন।[]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে স্থাপত্য বিদ্যায় স্নাতক ডিগ্রী অর্জন করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

তিনি ১৯৬৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত স্থপতি মাজহারুল ইসলামের সাথে বেশ কিছু আবাসিক বাড়ি, প্রতিষ্ঠান ও সরকারী ভবনের নকশা প্রণয়নে যুক্ত ছিলেন। ১৯৭২-২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি দুইবার (১৯৯৫-৯৭ এবং ১৯৯৭-৯৯) বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হিসেবে অধিষ্ঠিত হন। বর্তমানে তিনি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিন ও হেড প্রফেসর হিসেবে শিক্ষকতা করছেন। তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো ইত্যাদিসহ অনেক বাংলাদেশ সরকারি সংস্থার কারিগরী উপদেষ্টা হিসেবেও কাজ করেন।[] ২০০৯ সালে তিনি স্থাপত্য শিক্ষার জন্য বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট থেকে আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন। ২০২১ সালে তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে সম্মানিত। []

উল্লেখযোগ্য কাজ

[সম্পাদনা]
  • জাতীয় শিশু পার্ক
  • বোটানিক্যাল গার্ডেন

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Shamsul Wares turns 68"The Daily Star। ২১ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২০১৬-১১-০২ 
  2. "Shamsul Wares' birthday bash"The Daily Observer। ২৩ জানুয়ারি ২০১৫। ২১ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-১৮ 
  3. "বোর্ড অব ট্রাস্টিজ"বাংলাদেশ জাতীয় জাদুঘর। ৭ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২১ 
  4. ২৩তম জাতীয় চারুকলা প্রদর্শনী, জুলাই ৪, ২০১৯, সংগ্রহের তারিখ জুন ২৩, ২০২১ 
  5. "কাল শুরু হচ্ছে জাতীয় চারুকলা প্রদর্শনী"দৈনিক প্রথম আলো। নভেম্বর ১৬, ২০১৯। সংগ্রহের তারিখ জুন ২৩, ২০২১