সাপ্টিবাড়ী ইউনিয়ন
অবয়ব
সাপ্টিবাড়ী ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৫নং সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদ। | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | লালমনিরহাট জেলা |
উপজেলা | আদিতমারী উপজেলা |
আয়তন | |
• মোট | ১১.৩০২ বর্গকিমি (৪.৩৬৪ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৪,০৫২ |
• জনঘনত্ব | ৩,০০০/বর্গকিমি (৭,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
সাপ্টিবাড়ী ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১][২] এটি ১১.৩০২ বর্গকিমি এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩৪,০৫২ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ৯টি ও মৌজার সংখ্যা ৬টি।[৩]
নামকরণ
[সম্পাদনা]সাপ্টিবাড়ী মৌজা ও গ্রামের নামানুসারে এ ইউনিয়নের নাম রাখা হয় সাপ্টিবাড়ী ইউনিয়ন।
অবস্থান
[সম্পাদনা]এ ইউনিয়নের পাশাপাশি সারপুকুর ভেলাবাড়ী ও মগলহাট ইউনিয়ন পরিষদ আছে।[৪]
গ্রাম ও মৌজা
[সম্পাদনা]মৌজার সংখ্যা: ৬টি
গ্রামের সংখ্যা:[৪]
- দুরারকুটি
- পূর্বদৈলজোড়
- পূর্বদৈলজোড়
- পশ্চিমদৈলজোড়
- খাতাপাড়া
- খাতাপাড়া
- নায়েকগড়টারী
- গিলাবাড়ী
- সাপ্টিবাড়ী
অন্যান্য তথ্য
[সম্পাদনা]- মসজিদ =৬৩ টি
- মন্দির =৪ টি
- কবরস্থান = ৫ টি
- শ্বশান = ১ টি
- ঈদগাহ-২টি
- ক্রীড়া সংগঠন-১টি
- এনজিও : ১০ টি।
- ব্যাংক-২টি-রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও গ্রামীন ব্যাংক।
- রেলপথ = ৩ কি.মি.
- ডাকঘর= ১ টি
- হাট-বাজার = ২টি, সাপ্টিবাড়ী হাট-বাজার ও দুরারকুটি হাট বাজার
- বিল= ৫ টি।[৪]
শিক্ষা
[সম্পাদনা]- মহাবিদ্যালয় = ৩ টি
- উচ্চ বিদ্যালয় = ৩ টি
- সরকারী প্রাথমিক বিদ্যালয় : ৮ টি
- বেসরকারী প্রাথমিক বিদ্যালয়= ২ টি
- সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়= ০১টি
- বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় = ০১টি
- মাদ্রাসা = ৪ টি
- মক্তব = ২৫ টি। [৪]
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]লালমনিরহাট জেলা শহর থেকে আদিতমারী রোডস্থ প্রায় ৪ কি.মি. পশ্চিমে অবস্থিত। লালমনিরহাট মিশনমোড় থেকে রিক্সা বা অটোরিক্সায় উঠে মাত্র ১০ টাকা ভাড়ায় সাপ্টিবাড়ী হাই স্কুলের পাশে পুরাতন ইউনিয়ন পরিষদে আসা যায়।[৪]
জমি সংক্রান্ত
[সম্পাদনা]- এক ফসলা আবাদী জমি = ২১০ একর,
- দুই ফসলা আবাদী জমি = ১০৩৩ একর
- তিন ফসলা আবাদী জমি=৭৭৩ একর
- অনাবাদী জমি ১০৩৩.৪৮ একর
- পতিত পসলি জমি= ০.৪৪ এক।[৪]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সাপ্টিবাড়ী ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
- ↑ "Union Parishad List"। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
- ↑ ক খ গ ঘ ঙ চ ইউনিয়ন, সাপ্টিবাড়ী (৩১ জুলাই ২০২১)। "সাপ্টিবাড়ী ইউনিয়ন"। সাপ্টিবাড়ী ইউনিয়ন। ৩১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১।