বিষয়বস্তুতে চলুন

চলবলা ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চলবলা ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার, কালীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।[]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

ইতিহাস

[সম্পাদনা]

চলবলা ইউনিয়নের ইতিহাস ১১ টি গ্রাম নিয়ে চলবলা ইউনিয়ন গঠিতহয়। ঐসময়েই উনিয়ন এর চেয়ারম্যানকে গ্রামপ্রেসিডেন্ট বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রামপ্রেসিডেন্ট এর পদকে ইউনিয়নচেয়ারম্যান পদবীঘোষণা করা হয়। প্রথম চেয়ারম্যান নির্বাচিতহন সোনাউল্লা সরকার। তারপর পর্যায় ক্রমে আজগার আলী বসুনীয়া, অনিল চন্দ্র সরকার, অতুল চন্দ্র সরকার চেয়ারম্যানের দায়িত্বপালন করেন। ১৯৬০ সালে সোনাউল্লা সরকার প্রথম ইউনিয়ন পরিষদচেয়াম্যান মনোনীতহন এবং তিনিই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অত্রইউনিয়নের চেয়ারম্যানছিলেন। প্রথমে অত্র ইউনিয়ন পরিষদ সুকানদীঘি বাজারে অবস্থিত ছিল। পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর ইউনিয়ন পরিষদ পাকা বিল্ডিং তৈরীর জন্য সোনাউল্লাহ সরকার সোনারহাটে নিয়ে আসেন। সোনাউল্লাহ সরকারে অত্র ইউপির ও বাজারের জমি দান করেন এবং তার নাম অনুসারে অত্র এলাকার নাম হয় সোনারহাট বাজার। এবং চলবলা নাম হয় অত্র এলাকার মানুষ জন নাকি খুবই চঞ্চল স্বভাবের ছিলেন এবং বিভিন্ন কার্যবিধি চলমান রাখার জন্য অত্র এলাকার নাম হয় চলবলা।[]

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

১। চলবলা -১

২। চলবলা - ২

৩। চলবলা মদনপুর - ৩

৪। শিয়াল খোওয়া - ৪

৫। বান্দেরকুড়া - ৫

৬। নিথক - ৬

৭। দুহুলী - ৭

৮। বারাজান - ৮

৯। তেতুলিয়া - ৯

আয়তন ও জনসংখ্যা

[সম্পাদনা]

১। আয়তন ----------------------

২৮,২৩৮ বর্গ কি.মি বা ৬, ৯৭৫ একর

২। জনসংখ্যা -----------------------

৩৬,০৮১ জন ।

      পুরুষ -------------------------    ১৮,৫৮৯ জন ।

      মহিলা ------------------------    ১৭,৪৯২ জন ।

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

[সম্পাদনা]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]

বর্তমান চেয়ারম্যান-

[সম্পাদনা]

মিজানুর রহমান মিজু[]

চেয়ারম্যানগণের তালিকা

[সম্পাদনা]

পুর্বতন চেয়ারম্যান বৃন্দঃ

১। মরহুম সোনাউল্লাহ সরকার

২। বাবু অনিল চন্দ্র সরকার

৩। জনাব আজগার আলী বসুনিয়া

৪। বাবু অতুল চন্দ্র সরকার

৫। জনাব গোলাপ হোসেন

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "চলবলা ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৬ 
  2. ইউনিয়ন ওয়েব সাইট  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য);
  3. https://a1news24.com/চলবলা-ইউনিয়ন-পরিষদের-ওয়া/[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]