বাউরা ইউনিয়ন
বাউরা | |
---|---|
ইউনিয়ন | |
ডাকনাম: বাউরা ইউপি | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | লালমনিরহাট জেলা |
উপজেলা | পাটগ্রাম উপজেলা |
আসন | লালমনিরহাট-১ |
আয়তন[১] | |
• মোট | ২৮.৮১ বর্গকিমি (১১.১২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[১] | |
• মোট | ২৮,৪৩৯ |
• জনঘনত্ব | ৯৯০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৬.৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বাউরা ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৫২.৭০.১৩।[২]
ইতিহাস
[সম্পাদনা]ভৌগোলিক অবস্থান ও আয়তন
[সম্পাদনা]পাটগ্রাম উপজেলা সদর হতে দক্ষিণ দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৭১২৩ একর বা ২৮.৮১ বর্গকিলোমিটার।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]বাউরা ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল — নবীনগর, জমগ্রাম, শিবরাম।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাউরা ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৮৪৩৯ জন[১], যারা ৬২১২ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ১৪২০৮ জন এবং নারী হল ১৪২৩১ জন।
শিক্ষা ও সংস্কৃতি
[সম্পাদনা]বাউরা ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৪৬.৮%। তার মধ্যে নারী শিক্ষার হার ৪৫.১% এবং পুরুষ শিক্ষার হার ৪৮.৫%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ
- বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয়
- বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়
- বাউরা পূনম চাঁদ ভূতোরিয়া মহাবিদ্যালয়
কৃষি ও অর্থনীতি
[সম্পাদনা]বাউরা ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এই অঞ্চলের প্রধান ফসল ধান, পাট, তামাক হলেও ২০০০ পরবর্তী সময়ে ভুট্টার আবাদ ব্যাপক হারে বৃদ্ধি পায়। বর্তমানে উক্ত ইউনিয়নের প্রধান অর্থকারী ফসল ভূট্টা।
নদ-নদী
[সম্পাদনা]- সানিয়াজান
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Rangpur Division" (পিডিএফ)। www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ Islam, Mainul (২০১৭-০৬-১৫)। "বাঙ্গালী মুসলমান সমাজের চরিত্র উন্মোচণে আধুনিক শিক্ষা"। Bhatter College Journal of Multidisciplinary Studies। 7 (1)। আইএসএসএন 2249-3301। ডিওআই:10.25274/bcjms.v7n1.bn-v7-01-01।