সাদিকুর রহমান (ক্রিকেটার)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাদিকুর রহমান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামআহমেদ সাদিকুর রহমান তাজিম
জন্ম (1987-12-20) ২০ ডিসেম্বর ১৯৮৭ (বয়স ৩৬)
সিলেট, বাংলাদেশ
ডাকনামতাজিম
ব্যাটিংয়ের ধরনরাইট-হান্ডেড
বোলিংয়ের ধরনরাইট-আর্ম অফব্রেয়াক
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৩/২০০৪–২০১৫/২০১৬সিলেট বিভাগ
২০১৪/২০১৫–২০১৬ব্রাদার্স ইউনিয়ন
২০১৪/১৫ইস্ট জোন
ফাস্ট ক্লাস অভিষেক৭ ফেব্রুয়ারি ২০০৪ সিলেট বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগ
শেষফাস্ট ক্লাস১৭ অক্টোবর ২০১৫ সিলেট বিভাগ বনাম বরিশাল বিভাগ
লিস্ট এ অভিষেক২২ ফেব্রুয়ারি ২০০৪ সিলেট বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগ
শেষ লিস্ট এ৪ জুন ২০১৬ ব্রাদার্স ইউনিয়ন বনাম ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ফাস্ট ক্লাস লিস্ট এ
ম্যাচ সংখ্যা ৩০ ৩৩
রানের সংখ্যা ৭৪৯ ৫৩৭
ব্যাটিং গড় ১৭.৪১ ২৫.৫৭
১০০/৫০ -/৩ -/২
সর্বোচ্চ রান ৫৯ ৮০
বল করেছে ৩০৬৩ ১০১৪
উইকেট ৫০ ২৫
বোলিং গড় ২৫.৫৭ ৩২.২৮
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৭/১০৫ ৪/৭০
ক্যাচ/স্ট্যাম্পিং ৭/– ৭/–
উৎস: ক্রিকেট আর্কাইভ, ৩ নভেম্বর ২০১৬

আহমেদ সাদিকুর রহমান যাকে তাজিম নামে ক্রিকেট স্কোর শিটগুলিতে উল্লেখ করা হতো। ২০ ডিসেম্বর ১৯৮৭ সালের সিলেটে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের প্রথম শ্রেণির এবং লিস্ট এ ক্রিকেটার। ডানহাতি ব্যাটসম্যান এবং অফ ব্রেক ব্রেক বোলার। ২০০৩-২০০৪ এবং ২০০৬-২০০৭ সালে সিলেট বিভাগের হয়ে খেলেন। তার সেরা প্রথম শ্রেণির বোলিং রাজশাহী বিভাগের বিপক্ষে ৪৭ রানে ৪ উইকেট এবং চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ২ টি প্রথম শ্রেণির অর্ধশতক। তিনি ওয়ানডে ক্রিকেটেও দক্ষতার পরিচয় দিয়েছিলেন, খুলনা বিভাগের বিপক্ষে ৮০ রান এবং ৪৭ রানে ৪ উইকেট উইকেট নিয়েছিলেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sadiqur Rahman"CricketArchive। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৬