সত্যধর্ম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সত্যধর্ম (সংস্কৃত: सत्यधर्म) হলো 'সত্য নিয়ম', 'চিরন্তন সত্য' এর মতবাদ।[১] মতবাদটি একেশ্বরবাদী নতুন ধর্মীয় আন্দোলন, যা সনাতন ধর্মের একাত্মবাদকে বোঝায়। হিন্দুধর্মবৌদ্ধধর্মও একেশ্বরবাদীতার সত্যতাকে স্বীকার করে। কিন্তু বিশেষত হিন্দু ধর্মে বর্তমানে পৌত্তলিকতা বা বহু ঈশ্বরবাদীতাকে মুক্তির উপায় মনে করা হয়। যার ভ্রান্ততার প্রমাণ হিন্দু ধর্মগ্রন্থগুলো। কিন্তু বর্তমান ব্রাহ্মণ সম্প্রদায় ও পৌত্তলিকতার মদদপুষ্ট কিছু নির্বোধ লোক থেকে হিন্দু ধর্ম দিন ভ্রান্ত তার দিকে যাচ্ছে। কিন্তু সত্য ধর্ম মূলত সনাতন ধর্মের একাত্মবাদকে বোঝায়। এটি একটি সংস্কৃত যৌগ যা সত্যধর্ম এর সমন্বয়ে গঠিত।[১] প্রজ্ঞাপারমিতা অনুসারে সত্যধর্ম বলতে প্রকৃতধর্মকে বোঝায়।[২] গুরুনাথ সেনগুপ্ত এর প্রতিষ্ঠাতা।[তথ্যসূত্র প্রয়োজন]

সত্যধর্ম হল ভক্তিমূলক মতবাদ এবং এর ভিত্তি হল জীবাত্মা ও পরমাত্মার সম্পর্ক।[৩] এটি অনুসারে, মানুষ তার নিজের কর্মের মাধ্যমে মোক্ষ বা শাস্তি ভোগ করে।[৩] এই ধর্মের অনুসারীরা দেবদেবীর মূর্তি বা মূর্তিপূজায় বিশ্বাস করে না। সত্যধর্ম বর্ণপ্রথাকে স্বীকৃতি দেয় না।[৩] সত্যধর্ম নির্বাণের কথা বলে না।[৩]

সত্যধর্ম মানবতাবাদ, ব্রাহ্মসমাজ, বৌদ্ধধর্ম, বাউল, ধর্মনিরপেক্ষতা, ভক্তি আন্দোলন এবং বাঙালি সংস্কৃতি দ্বারা প্রভাবিত।[তথ্যসূত্র প্রয়োজন] এই ধর্মের ৫০০,০০০ থেকে ৮০০,০০০ অনুসারী রয়েছে, যারা পশ্চিমবঙ্গবাংলাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে।[তথ্যসূত্র প্রয়োজন] কিছু অনুসারী ভারতের মহারাষ্ট্রেও রয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Satyadharma, Satya-dharma, Satyadharmā: 9 definitions, Languages of India and abroad, Sanskrit dictionary
  2. Maha Prajnaparamita Sastra, Chapter II - Evam Mayā Śrutam Ekasmin Samaye
  3. পরেশচন্দ্র মন্ডল (২০১২)। "সত্যধর্ম"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743