ষাটগুম্বজ ইউনিয়ন
কাড়াপাড়া | |
---|---|
ইউনিয়ন | |
৭নং ষাটগুম্বজ ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | বাগেরহাট জেলা |
উপজেলা | বাগেরহাট সদর উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৯৬১ |
আয়তন | |
• মোট | ৯১.৭১ বর্গকিমি (৩৫.৪১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৫,০৭৭ |
• জনঘনত্ব | ১৬০/বর্গকিমি (৪৩০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ষাটগুম্বজ ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১] এটি ৯১.৭১ কিমি২ (৩৫.৪১ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৫,০৭৭ জন।[২]
ভৌগোলিক অবস্থান
[সম্পাদনা]ভৌগোলিক অবস্থান অনুযায়ী পূর্বেঃ বাগেরহাট পৌরসভা,পশ্চিমে- খানপুর ও রাখালগাছি ইউনিয়ন, উত্তরে- কাড়াপাড়া ইউনিয়ন, বেমরতা ইউনিয়ন এবং দক্ষিণে - ডেমা ইউনিয়ন অবস্থিত। ষাটগুম্বজ ইউনিয়ন ২৩টি মৌজা ও ১৮টি গ্রাম নিয়ে গঠিত হয়েছে।
ইতিহাস
[সম্পাদনা]ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার অন্তর্গত পীর আজম খাজা খানজাহান আলী (রাঃ) স্মৃতি বিজড়িত মাজার এর পাদদেশে প্রাকৃতিক সৌন্দয ও সম্পদে পরিপূণ ষাটগুম্বজ ইউনিয়ন পরিষদটি অবস্থিত। ইউনিয়নটি কাল পরিক্রমায় শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে।
গ্রামসমূহ
[সম্পাদনা]ষাটগুম্বজ ইউনিয়নে মোট ১৮টি গ্রাম রয়েছে।
- দিঘিরপাড়
- পশ্চিম ডাংগা
- বারুইডাংগা
- রনবিজয়পুর
- সুন্দরঘোনা
- পূর্ব সায়েড়া
- বারাকপুর
- চুনাখোলা
- কাটাখালী
- সুন্দরঘোনা বাজেয়াপ্তি
- বাদোখালী
- ফুলমগরা
- শ্রীঘাট
- ফুলবাড়ি
- সদুল্যাপুর
- রণভূমী
- মীরের ডাংগা
- পশ্চিম সায়েড়া
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ষাটগুম্বজ ইউনিয়ন"। বাগেরহাট সদর উপজেলার ইউনিয়ন। shaitgombojup.bagerhat.gov.bd। ২০২০।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।