বাগেরহাট জেলার ইউনিয়ন পরিষদসমূহ
![]() |
---|
![]() |
বাগেরহাট জেলার ইউনিয়ন পরিষদসমূহ হচ্ছে বাংলাদেশের বৃহত্তর খুলনা বিভাগের বাগেরহাট জেলার ক্ষুদ্রতম পল্লী অঞ্চল এবং স্থানীয় সরকার একটি প্রশাসনিক অঞ্চল।[১] জেলাটিতে ৩টি পৌরসভা, ৯টি উপজেলা, ০০ টি ইউনিয়ন পরিষদ এবং ১,০৪৭টি গ্রাম রয়েছে। নিম্নে বিস্তারিত তালিকা উল্লেখ করা হল:
বাগেরহাট সদর উপজেলা
[সম্পাদনা]বাগেরহাট সদর উপজেলায় ১০টি ওয়ার্ড/ইউনিয়ন, ১৮৭টি মৌজা/মহল্লা এবং ১৬৭টি গ্রাম রয়েছে।[২]
- কাড়াপাড়া ইউনিয়ন
- বেমরতা ইউনিয়ন
- গোটাপাড়া ইউনিয়ন
- বিষ্ণুপুর ইউনিয়ন
- বারুইপাড়া ইউনিয়ন
- যাত্রাপুর ইউনিয়ন
- ষাটগুম্বজ ইউনিয়ন
- খানপুর ইউনিয়ন
- রাখালগাছি ইউনিয়ন
- ডেমা ইউনিয়ন
ফকিরহাট উপজেলা
[সম্পাদনা]ফকিরহাট উপজেলা ৮টি ইউনিয়ন/২৪টি ওয়ার্ড, ৬৭টি মৌজা/মহল্লা এবং ৮৭টি গ্রাম রয়েছে।[৩]
- বেতাগা ইউনিয়ন
- লখপুর ইউনিয়ন
- পিলজংগ ইউনিয়ন
- ফকিরহাট ইউনিয়ন
- বাহিরদিয়া মানসা ইউনিয়ন
- নলধা মৌভোগ ইউনিয়ন
- মূলঘর ইউনিয়ন
- শুভদিয়া ইউনিয়ন
মোল্লাহাট উপজেলা
[সম্পাদনা]মোল্লাহাট থানা ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে এটিকে উপজেলায় রুপান্তর করা হয়। এখানে ৭টি ইউনিয়ন পরিষদ, ৫৮টি মোজা এবং ১০২টি গ্রাম রয়েছে।
- উদয়পুর ইউনিয়ন
- চুনখোলা ইউনিয়ন
- গাংনী ইউনিয়ন
- কুলিয়া ইউনিয়ন
- গাওলা ইউনিয়ন
- কোদালিয়া ইউনিয়ন
- আটজুড়ী ইউনিয়ন
কচুয়া উপজেলা
[সম্পাদনা]কচুয়া উপজেলা ৭টি ইউনিয়ন/ওয়ার্ড, ৭৮টি মৌজা/মহল্লা এবং ৯৬টি গ্রাম রয়েছে।
- গজালিয়া ইউনিয়ন
- ধোপাখালী ইউনিয়ন
- মঘিয়া ইউনিয়ন
- কচুয়া ইউনিয়ন
- গোপালপুর ইউনিয়ন
- রাড়ীপাড়া ইউনিয়ন
- বাধাল ইউনিয়ন
চিতলমারী উপজেলা
[সম্পাদনা]চিতলমারী থানাকে ১৯৮৩ সালে উপজেলায় রুপান্তরিত করা হয়। এখানে ৭টি ইউনিয়ন/ওয়ার্ড, ৫৮টি মৌজা/মহল্লা, এবং ১২১টি গ্রাম রয়েছে।
- বড়বাড়িয়া ইউনিয়ন
- কলাতলা ইউনিয়ন
- হিজলা ইউনিয়ন
- শিবপুর ইউনিয়ন
- চিতলমারী ইউনিয়ন
- চরবানিয়ারী ইউনিয়ন
- সন্তোষপুর ইউনিয়ন
মোড়েলগঞ্জ উপজেলা
[সম্পাদনা]- তেলিগাতী ইউনিয়ন
- পঞ্চকরণ ইউনিয়ন
- পুটিখালী ইউনিয়ন
- দৈবজ্ঞহাটি ইউনিয়ন
- রামচন্দ্রপুর ইউনিয়ন
- চিংড়াখালী ইউনিয়ন
- হোগলাপাশা ইউনিয়ন
- বনগ্রাম ইউনিয়ন
- বলইবুনিয়া ইউনিয়ন
- হোগলাবুনিয়া ইউনিয়ন
- বহরবুনিয়া ইউনিয়ন
- জিউধরা ইউনিয়ন
- নিশানবাড়িয়া ইউনিয়ন
- বারইখালী ইউনিয়ন
- মোড়েলগঞ্জ ইউনিয়ন
- খাউলিয়া ইউনিয়ন
রামপাল উপজেলা
[সম্পাদনা]- গৌরম্ভা ইউনিয়ন
- উজলকুড় ইউনিয়ন
- বাইনতলা ইউনিয়ন
- রামপাল ইউনিয়ন
- রাজনগর ইউনিয়ন
- হুড়কা ইউনিয়ন
- পেড়িখালী ইউনিয়ন
- ভোজপাতিয়া ইউনিয়ন
- মল্লিকেরবেড় ইউনিয়ন
- বাঁশতলী ইউনিয়ন
মোংলা উপজেলা
[সম্পাদনা]- বুড়িরডাঙ্গা ইউনিয়ন
- মিঠাখালী ইউনিয়ন
- সোনাইলতলা ইউনিয়ন
- চাঁদপাই ইউনিয়ন
- চিলা ইউনিয়ন
- সুন্দরবন ইউনিয়ন
শরণখোলা উপজেলা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ খান, মোহাম্মদ মহব্বত। "Functioning of Local Government (Union Parishad): Legal and Practical Constraints" [স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) এর কার্যকারিতা: আইনি এবং ব্যবহারিক সীমাবদ্ধতা] (পিডিএফ)। Democracywatch। ১৭ এপ্রিল ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১২।
- ↑ এইচ.এম খালেদ কামাল (২০১২)। "বাগেরহাট সদর উপজেলা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "Population Census Wing, BBS."। ২০০৫-০৩-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১০, ২০০৬।