বিষ্ণুপুর ইউনিয়ন, বাগেরহাট সদর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষ্ণুপুর
ইউনিয়ন
বিষ্ণুপুর ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাবাগেরহাট জেলা
উপজেলাবাগেরহাট সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৪৬.৯৩ বর্গকিমি (১৮.১২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৪,৩৮৫
 • জনঘনত্ব৩১০/বর্গকিমি (৭৯০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটbishnapurup.bagerhat.gov.bd

বিষ্ণুপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ[১] এটি ৪৬.৯৩ কিমি২ (১৮.১২ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৪,৩৮৫ জন।[২] এখানে হিন্দু-মুসলিম অত্যন্ত সম্প্রীতির সাথে বসবাস করে। ইউনিয়নের হালিশহর, খালিশপুর, সাহসপুর ও ছোট সিংগা হিন্দু প্রধান। পাশাপাশি মান্দ্রা, পাইকপাড়া, বেশরগাতী সহ কিছু গ্রাম মুসলিম অধ্যুষিত। তবে কোড়ামারা, ডিংশাইপাড়া, কুলিয়াদাইড়, বিষ্ণুপুরের মত কিছু গ্রামে হিন্দু- মুসলিম একত্রে সম্প্রীতির সাথেই বসবাস করে আসছে বিগত বহু বছর থেকেই। এখানকার চিরুলিয়া-বিষ্ণুপুর ক্যাম্প মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অন্যতম একটি ঘাঁটি ছিল। বিষেশত ইউনিয়নের এবং আশেপাশের এলাকার মুক্তিযোদ্ধাদের সংগঠিত হওয়ার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল।


ভৌগোলিক অবস্থান[সম্পাদনা]

ভৌগোলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটির উত্তরে- চিতলমারী উপজেলা,পঞ্চিমে- ভৈরব নদী, দক্ষিণে- গোটাপাড়া ইউনিয়ন, পূর্বে- ধোপাখালী ইউনিয়ন অবস্থিত। বিষ্ণুপুর ইউনিয়ন ১৫টি মৌজা ও ২৫টি গ্রাম নিয়ে গঠিত হয়েছে।

গ্রামসমূহ[সম্পাদনা]

বিষ্ণুপুর ইউনিয়নে মোট ২৫টি গ্রাম রয়েছে।

  1. বিষ্ণুপুর
  2. ডিংশাইপাড়া
  3. গোবিন্দপুর-ডিংশাইপাড়া
  4. হালিশহর
  5. পার-কোড়ামারা
  6. কোড়ামারা
  7. সাহসপুর
  8. খালিশপুর
  9. কিসমত হালিশহর
  10. কালীপুর
  11. কঁয়েখা
  12. সাজোখালী
  13. কুলিয়াদাইড়
  14. কুলিয়াদাইড়-বিষ্ণুপুর
  15. ডিংশাইপাড়া
  16. কুলিয়াদাইড়-কোড়ামারা
  17. মান্দ্রা
  18. মূলঘর
  19. শেখরা
  20. নগর মান্দ্রা
  21. পাইকপাড়া
  22. বাদোখালী
  23. বড়শিংগা
  24. ছোট শিংগা
  25. বেশরগাতী

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বিষ্ণুপুর ইউনিয়ন"বাগেরহাট সদর উপজেলার ইউনিয়ন। bishnapurup.bagerhat.gov.bd। ২০২০। 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬