শ্রীশচন্দ্র মজুমদার
শ্রীশচন্দ্র মজুমদার (১৮৬০―১৯০৮) একজন বাঙালি সম্পাদক ও লেখক। গবেষক ও কবি বিমানবিহারী মজুমদার তাঁর পুত্র।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]বর্ধমানের নপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শ্রীশচন্দ্র। তাঁর পিতা প্রসন্নকুমার মজুমদার পুঠিয়া স্টেটের দেওয়ান ছিলেন। ১৮৭৬ সালে তদানীন্তন রাজশাহীর অন্তর্গত বোয়ালিয়া বিদ্যালয় থেকে তিনি এন্ট্রাস পাস করেন। নিজের চেষ্টায় ও পুঠিয়া এস্টেটের মহারাণী শরৎসুন্দরী দেবীর সহযোগিতায় তিনি সাহিত্য চর্চা শুরু করেন। ১৮৮৫ সালে তিনি নদীয়া জেলার সাব ডেপুটি কালেক্টর পদে যোগ দেন।[১]
সাহিত্যচর্চা
[সম্পাদনা]১৮৮০ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে তাঁর আলাপ হয় এবং শ্রীশচন্দ্র বঙ্কিমচন্দ্রের বিখ্যাত বঙ্গদর্শন পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেন।[২] এই পত্রিকা সম্পাদনার কাজ করতে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথেও তাঁর যোগাযোগ হয়েছিল। তার সহায়তায় রবীন্দ্রনাথ পদরত্নাবলী সংকলন করেছিলেন।[৩] তিনি বিভিন্ন সময়, বালক, সাধনা, ভারতী, সাহিত্য, প্রদীপ, বঙ্গদর্শন, সমালোচনী ইত্যাদি পত্রিকায় গল্প, প্রবন্ধ ও উপন্যাস লিখেছেন। তাঁর রচিত গ্রন্থগুলি হল শক্তিকানন, ফুলজানি, কৃতজ্ঞতা, বিশ্বনাথ, রাজতপস্বিনী ইত্যাদি।[৪] সাঁওতাল পরগণার দুমকায় হৃদরোগাক্রান্ত হয়ে মাত্র ৪৮ বছর বয়েসে মারা যান শ্রীশচন্দ্র মজুমদার।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মজুমদার, শ্রীশচন্দ্র - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৭।
- ↑ Ray, অলোক রায় Aloke। রবীন্দ্রনাথ সম্পাদিত বঙ্গদর্শন Rabindranath Sampadita Bangadarshan: Mananer Jagat। Parul Prakashani Private Limited। আইএসবিএন 978-93-86708-30-4।
- ↑ Majumdar, Pompa (১৯৭২)। Rabīndrasaṃskṛtira Bhāratīya rūpa o ut̲sa। Jijñāsā।
- ↑ "শ্রীশচন্দ্র মজুমদার - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"। bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৭।
- ↑ Acharya, Anjon। Robir Jibone Mrityushok। Atmajaa Publishers।