বিমানবিহারী মজুমদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিমানবিহারী মজুমদার
জন্ম(১৯০০ -০১-০৭)৭ জানুয়ারি ১৯০০
মৃত্যু১৮ নভেম্বর ১৯৬৯(1969-11-18) (বয়স ৬৯)
পেশাঅধ্যাপনা ও গবেষণা
পরিচিতির কারণচৈতন্যচরিতের উপাদান
পিতা-মাতাশ্রীশচন্দ্র মজুমদার (পিতা)

বিমানবিহারী মজুমদার , ভাগবতরত্ন (English Bimanbehari Mazumdar, Bhagbatratna) (৭ জানুয়ারি, ১৯০০ - ১৮ নভেম্বর, ১৯৬৯) ছিলেন বিংশ শতকের প্রথমার্ধে একাধারে ইতিহাস ও অর্থনীতির পণ্ডিত অন্যদিকে বৈষ্ণব সাহিত্যের এক অন্যতম লেখক ও কবি। [১]

জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]

বিমানবিহারী মজুমদারের জন্ম বৃটিশ ভারতের নদীয়া জেলার কুমারখালিতে। পিতার নাম শ্রীশচন্দ্র মজুমদার। বিমানবিহারীর স্কুলের পড়াশোনা নবদ্বীপে। ১৯১৭ খ্রিস্টাব্দে নবদ্বীপ হিন্দু স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন এবং ভর্তি হন বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে। এখান থেকে ইতিহাসে দ্বিতীয় স্থান অধিকার করে বি.এ পাশ করেন। ১৯২৩ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এম.এ পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় হন এবং পরে অর্থনীতিতেও এম.এ পাশ করেন।

কর্মজীবন[সম্পাদনা]

বিমানবিহারী এরপর পাটনা'র বি. এন. কলেজে ইতিহাস ও অর্থনীতির অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন। এখানে অধ্যাপনাকালে ঊনবিংশ শতকের রাজা রামমোহন রায়ের সময়কাল হতে দয়ানন্দের সময়কাল (১৮২১ -৮৪) পর্যন্ত সময়ে রাজনৈতিক চিন্তাধারার ইতিহাস ও তার সহায়ক গ্রন্থ রচনা করে ১৯৩২ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেমচাঁদ-রায়চাঁদ বৃত্তি লাভ করেন। চৈতন্যচরিতের উপাদান’ গবেষণা-গ্ৰন্থ বাংলায় রচনা করে ১৯৩৭ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পি-এইচডি হন। তার বাংলায় রচিত গবেষণা-গ্ৰন্থ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্ৰথম এই সম্মান লাভ করে। কর্মজীবনে বিমানবিহারী ইতিহাস ও অর্থনীতিতে পাণ্ডিত্য এবং প্রতিষ্ঠা অর্জন করলেও বৈষ্ণব সাহিত্যের উপর মূল্যবান গ্ৰন্থ রচনা করেন এবং কালক্রমে বৈষ্ণব সমাজে শীর্ষস্থানীয় শ্রদ্ধেয় ব্যক্তির স্থান অর্জন করেন এবং 'ভাগবতরত্ন' উপাধিতে ভূষিত হন। জীবনের বেশিরভাগ সময় পাটনাতেই অতিবাহিত করেন। ১৯৪৫ খ্রিস্টাব্দে বিহারের আরায় অবস্থিত হরপ্রসাদ দাস জৈন কলেজের অধ্যক্ষ হন। ১৯৫২ খ্রিস্টাব্দে বিহার বিশ্ববিদ্যালয়ের কলেজ-পরিদর্শক নিযুক্ত হন এবং ১৯৫৯ খ্রিস্টাব্দে অবসর নেন। ১৯৬৫ খ্রিস্টাব্দ হতে আমৃত্যু তিনি পাটনা বিশ্ববিদ্যালয়ের ইউজিসি গবেষক অধ্যাপক ছিলেন। বিমানবিহারী বৈষ্ণব সাহিত্য ছাড়া অন্যান্য বিষয়ের উপর গ্ৰন্থ রচনা করেছেন।

রচনাবলি[সম্পাদনা]

  • History of Political Thought: From Rammohun to Dayananda: 1821–84'
  • ‘History of Religious Reformatinion in India in the Nineteenth century’
  • 'চৈতন্যচরিতের উপাদান'(১৯৫৯)
  • ‘চণ্ডীদাসের পদাবলী’ (১৯৬০)
  • ‘ষোড়শ শতাব্দীর পদাবলী সাহিত্য’ (১৯৬১)
  • ‘পাঁচশত বৎসরের পদাবলী’(১৯৬১)
  • 'জ্ঞানদাস ও তাঁহার পদাবলী' (১৩৮২ ব)
  • 'রবীন্দ্রসাহিত্যে পদাবলীর স্থান' (১৯৬১)
  • 'গোবিন্দদাসের পদাবলী ও তাঁহার যুগ' (১৯৬১)
  • 'ভারতের শাসন পদ্ধতি' (১৯৬৩)
  • ‘শ্ৰীশ্ৰীক্ষণদাগীতচিন্তামণি’
  • 'রাষ্ট্রবিজ্ঞান'

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬, পৃষ্ঠা ৪৮৭, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬