শেখ আবু নাসের

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শেখ আবু নাসের ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাই[১] এবং শেখ হাসিনার চাচা;শেখ হেলাল উদ্দীনের পিতাও শেখ তন্ময়ের দাদা।[২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

আবু নাসের এর জন্ম ১৯২৮ সালের সেপ্টেম্বর মাসে। তার পিতার নাম শেখ লুৎফুর রহমান এবং মায়ের নাম শেখ সায়েরা খাতুন। তার বড় ভাই ছিলেন শেখ মুজিবুর রহমান এবং তাদের ৪ জন বোন ছিলো।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে আবু নাসের মুক্তি বাহিনীর সদস্য হন।[৪] তিনি খুলনা অঞ্চলের অনেক বড় ব্যবসায়ী ছিলেন।[৫]

[৬]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

আবু নাসের বেগম রাজিয়া নাসের ডলিকে বিয়ে করেছিলেন। তিনি ৪ জন পুত্র সন্তানের জনক ছিলেন, তারা হলেন শেখ আব্দুল্লাহ রুবেল, শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল ও শেখ সোহেল। শেখ সোহেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর পরিচালক ছিলেন[৭] এবং শেখ হেলাল উদ্দিন ছিলেন একজন সংসদ সদস্য।

মৃত্যু এবং উত্তরাধিকার[সম্পাদনা]

আবু নাসের কে ১৫ আগস্ট, ১৯৭৫ তারিখে হত্যা করা হয়। কিছু সেনা কর্মকর্তা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে, তাদের মধ্যে শেখ আবু নাসেরও ছিলেন। দিনটি বাংলাদেশের জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯৬ সালে খুলনায় তার নামে শেখ আবু নাসের স্টেডিয়াম এর নামকরণ করা হয়। ২০০৩ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উক্ত স্টেডিয়ামের নাম বদলে বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম রাখে। ২০০৯ সালে এই স্টেডিয়ামের নাম আবার পরিবর্তন করে শেখ আবু নাসের স্টেডিয়াম করা হয়।[৮] ২০১০ সালে খুলনায় শেখ আবু নাসের নামে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়।[৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Janata (ইংরেজি ভাষায়)। ১৯৭১। পৃষ্ঠা 326। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৭ 
  2. "Nation observes first day of painful August with various programmes"bssnews.net (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৭ 
  3. Bangladesh (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ দূতাবাস। ১৯৭৪। পৃষ্ঠা ১০। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৭ 
  4. Bangladesh Quarterly (ইংরেজি ভাষায়)। Department of Films & Publications, Government of Bangladesh। ২০১০। পৃষ্ঠা 38। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৭ 
  5. Hossain, Golam (১৯৯১)। Civil-military relations in Bangladesh: a comparative study (ইংরেজি ভাষায়)। Academic Publishers। পৃষ্ঠা 80। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৭ 
  6. Social Science Review (ইংরেজি ভাষায়)। University of Dhaka। ২০০২। পৃষ্ঠা 269। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৭ 
  7. "বিসিবি পরিচালক শেখ সোহেলের গাড়িতে গুলি"দৈনিক যুগান্তর। ৩১ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭ 
  8. "৩ বছর অবহেলিত আবু নাসের স্টেডিয়াম"দ্য রিপোর্ট। ২২ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭ 
  9. "খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের চিকিৎসা কার্যক্রম শুরু"দৈনিক প্রথম আলো। ৩১ মার্চ ২০১০। ১৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭