শুভ্র সৌরভ দাস
শুভ্র সৌরভ দাস | |
---|---|
জন্ম | |
মাতৃশিক্ষায়তন | বিদ্যাসাগর কলেজ |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০১৩ - বর্তমান |
শুভ্র সৌরভ দাস কলকাতা কেন্দ্রীক ভারতীয় টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা। তিনি কৌশিক সেনের নাট্যদল স্বপ্নসন্ধনীতেও কাজ করেছিলেন।[১]
প্রাথমিক এবং কর্মজীবন
[সম্পাদনা]শুভ্র সৌরভ দাস পেশাদার ফুটবলার হতে চেয়েছিলেন, তবে একটি দুর্ঘটনা তাকে তাঁর স্বপ্নকে সরিয়ে নিয়ে যায়। দুর্ঘটনায় তিনি কিছুদিন শয্যাশায়ী ছিলেন এবং তার প্রতি মাঠে ফুটবল খেলয় নিষেধাজ্ঞা জাড়ি হয়। এই সময়ে তিনি বহু চলচ্চিত্র দেখেছিলেন এবং বেশ কয়েকটি বইও পড়েছিলেন।[২] এতে তিনি অভিনয়ে আগ্রহী হয়ে ওঠেন। পরে তিনি কৌশিক সেনের সাথে সাক্ষাত করেন এবং স্বপ্নসন্ধনী নাট্যদলে যোগদান করেন।[১] এখন থেকেই তাঁর অভিনয় জীবনের শুরু। এরপরে তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি প্রায়শই পরিচালক অঞ্জন দত্তের পরিচালনায় গণেশ টকিজ (তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্রে), ব্যোমকেশ ফিরে এলো, হেমন্ত, ব্যোমকেশ ও চিরিয়াখানা, দ্য বংস এগেন মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া তিনি সৃজিত মুখোপাধ্যায়ের জুলফিকার চলচ্চিত্রে অভিনয় করেছেন। বেশ কয়েকটি টিভি সিরিজেও তিনি অভিনয় করেছেন।
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | ভূমিকা | পরিচালক | বিঃদ্রঃ |
---|---|---|---|---|
২০১৩ | গণেশ টকিজ | এন্থনি | অঞ্জন দত্ত | |
২০১৪ | ব্যোমকেশ ফিরো এলো | মোকোরন্ডো[৩] | ||
২০১৬ | হেমন্ত | ইউরি[৪] | ||
২০১৬ | জুলফিকার | সাকলাইন মাকসুদ | সৃজিত মুখোপাধ্যায় | তার ভূমিকা সেক্সটাস পম্পেই অবলম্বনে । |
২০১৬ | ব্যোমকেশ ও চিরিয়াখানা | পানু গোপাল | অঞ্জন দত্ত | |
২০১৭ | দ্য বংস এগেন | হোরি |
টিভি
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | ভূমিকা | অন্তর্জাল | বিঃদ্রঃ |
---|---|---|---|---|
২০১৫ | তোমায় আমায় মিলে | কুঞ্জ বিহারি | স্টার জলসা | |
২০১৫-২০১৬ | কিরণমালা | ডোনকার[৫] | স্টার জলসা | |
২০১৬-২০১৭ | ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ | শিশুপাল | স্টার জলসা | |
২০১৭ | আমার দূর্গা | জন ডেভিস | জি বাংলা | |
২০১৯ | দেবী চৌধুরাণী (টেলিভিশন ধারাবাহিক) | ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা | স্টার জলসা | |
২০১৯ | করুণাময়ী রাণী রাসমণি | ইংলিশ লোক | জি বাংলা |
মঞ্চ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "A modern-day Antigone and the politics of power"। দ্য টেলিগ্রাফ (কলকাতা) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৯।
- ↑ Interview with Budhaditya Bhattacharjee
- ↑ "Byomkesh Phire Elo (Bengali) / Good, with some 'ifs' and 'buts'"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ২০১৫-০১-০৯। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৯।
- ↑ "I might not make good movies but I can recognize good actors: Anjan Dutt"। Tellychakkar (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৯।
- ↑ শাঁওলি, এবেলা.ইন। "'ডঙ্কার যে কতটা জনপ্রিয়, সেটা রাস্তাঘাটে টের পেয়েছি'"। এবেলা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৯।
- ↑ "Swapnasandhani's 'Antigone': A Contemporary Classic"। ক্যাম্পাস (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে শুভ্র সৌরভ দাস (ইংরেজি)