বিষয়বস্তুতে চলুন

আমার দূর্গা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমার দূর্গা
ধরনসোপ অপেরা
নির্মাতাঅ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট
লেখকগল্প
আশিতা ভট্টাচার্য
আলাপ
সায়ন চৌধুরী
পরিচালকবাবু বণিক
সৃজনশীল পরিচালকসাত্যকি
অভিনয়েসঙ্ঘামিত্রা তালুকদার
সঞ্চারী দাস
সুমন্ত্র মূখার্জী
ঋতজিৎ চট্টোপাধ্যায়
সুরকারইন্দ্র (বাবান)
মূল দেশ ভারত
মূল ভাষাবাংলা
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা৫৫৪
নির্মাণ
প্রযোজকস্নিগ্ধা বসু
সানি ঘোষ রায়
ব্যাপ্তিকালপ্রায় ২২ মিনিট
নির্মাণ কোম্পানিঅ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট
মুক্তি
মূল নেটওয়ার্কজি বাংলা
ছবির ফরম্যাট৫৭৬i এসডিটিভি
১০৮০আই এইচডিটিভি
মূল মুক্তির তারিখ১৮ জানুয়ারি ২০১৬ –
২১ অক্টোবর ২০১৭
ফিরে দেখা: ৩০ মার্চ ২০২০- বর্তমান
ওয়েবসাইট

আমার দুর্গা একটি ভারতীয় বাংলা টেলিভিশন ধারাবাহিক যা ১৮ জানুয়ারি ২০১৬ সালে এটি প্রিমিয়ার হয়েছিল ৷ [] যা জি বাংলায় প্রচারিত হয়। এছাড়াও ২০২০ সালের মার্চ মাসে এটি পুনরায় যাত্রা শুরু করে ‌। এটি প্রযোজনা করেছেন অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট ৷ প্রধান চরিত্রে সংঘমিত্র তালুকদার এবং ঋতজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করেছেন। শোটি সোম থেকে শনি প্রচারিত হয়েছিলো।

পটভূমি

[সম্পাদনা]

রাজনৈতিক দুর্নীতির পটভূমির মাঝে নির্মিত এই ধারাবাহিকটি বাংলা ধারাবাহিকে নারী চরিত্রদের দ্বারা ক্রমবর্ধমান বিবিধ ভূমিকার উদাহরণ হিসাবে উল্লেখযোগ্য। []

অভিনয় শিল্পী

[সম্পাদনা]
  • দুর্গা চরিত্রে সঙ্ঘমিত্রা তালুকদার[]
  • চারুলতা / চারু / মিলি চরিত্রে সঞ্চারী দাস (দুর্গার বড় বোন) []
  • অনির্বাণ মুখোপাধ্যায় / অনি চরিত্রে ঋতজিৎ চট্টোপাধ্যায়[]
  • মিহির মুখার্জি চরিত্রে ধ্রুবজ্যোতি সরকার
  • অভিরূপ মুখার্জি চরিত্রে সুমন্ত মুখোপাধ্যায়
  • মন্দিরা চরিত্রে নন্দিনী চ্যাটার্জী
  • ঈশ্বর চক্রবর্তী চরিত্রে অরিন্দম বন্দ্যোপাধ্যায়
  • প্রতিমা চরিত্রে মৈত্রেই মিত্র
  • বেলা চরিত্রে সুচিস্মিতা চৌধুরী
  • অভিপুরের ভাই চরিত্রে সাইবাল ভট্টাচার্য / সহন বন্দ্যোপাধ্যায়
  • সুচরিতা চরিত্রে পিয়ালি বসু
  • ব্রোজের চরিত্রে রতন সরখেল
  • অভিরুপের ভাই সুজয় মুখোপাধ্যায় চরিত্রে কুশল চক্রবর্তী
  • শম্পা চরিত্রে শাহানা সেন
  • অধিনায়ক হিসাবে মনীশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  • রিয়া চরিত্রে জুঁই সরকার
  • পূজা হিসাবে জাগৃতি গোস্বামী
  • অভিরূপের ভাগ্নী হিসাবে ইশানী দাস
  • গুঞ্জন চরিত্রে দীর্ঘই পাল
  • দীপা চরিত্রে রুনা বন্দ্যোপাধ্যায়
  • সুভোর চরিত্রে ইন্দ্রজিৎ চক্রবর্তী
  • সম্রাট চরিত্রে সুব্রজিৎ দত্ত
  • সম্রাটের বাবা হিসাবে বিকাশ ভৌমিক
  • গুঞ্জনের বাবা হিসাবে যুধজিত বন্দ্যোপাধ্যায়
  • ডালিয়া মুখার্জি ডালিয়া হিসাবে, চারু / দুর্গার বন্ধু
  • ডাঃ অঞ্জন সেনের ভূমিকায় রাজ ভট্টাচার্য
  • স্মৃতি সিংহ উমা / দুর্গা সরকার হিসাবে
  • মিমি চরিত্রে ঐন্দ্রিলা সাহা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Zee Bangla launches new fiction show Amar Durga"। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৮ 
  2. "Breaking stereotypes: Female TV characters pursue offbeat careers to be more relatable"The Times of India। মার্চ ১২, ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৮ 
  3. "দুর্গা থেকে লীনা! 'সেনাপতি'-তে ভিন্ন মেজাজে ধরা দেবেন সঙ্ঘমিত্রা"Indian Express Bangla। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৪ 
  4. "মেগা-কামব্যাক! নতুন ধারাবাহিকে ফিরছেন সঞ্চারী"Indian Express Bangla। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৪ 
  5. "নতুন ধারাবাহিকে 'পদ্মা'র গুপ্তচরবৃত্তির গল্প শোনাবেন নবাগতা কুয়াশা"sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]