তোমায় আমায় মিলে
অবয়ব
তোমায় আমায় মিলে | |
---|---|
ধরন | রোমান্টিক গল্প |
পরিচালক | প্রবীর গঙ্গোপাধ্যায় |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | স্টার জলসা |
তোমায় আমায় মিলে (২০১৩-২০১৬)হলো স্টার জলসা চ্যানেলে প্রচারিত একটি ভারতীয় বাংলা টেলিভিশন ধারাবাহিক। এটি প্রতি সোম থেকে রবিবার রাত ৯:৩০ ঘটিকায় স্টার জলসা য় প্রচারিত হতো।
কাহিনী সংক্ষেপ
[সম্পাদনা]বিশ বছর বয়সী কলেজের শিক্ষার্থী ঊষসী মিত্রের গল্প, যার স্বপ্ন ভারতীয় পুলিশ সার্ভিস অফিসার হওয়া । নিশীথ ঘোষের মিষ্টির দোকানের মালিক এবং ময়রা। নিশীথ ও ঊষসী বিঘ্নিত পরিস্থিতিতে বিয়ে করে। উষসী তার কঠোর শাশুড়ির সাথে সংগ্রাম করে, যিনি তাকে একজন পুলিশ অফিসার হতে দিতে চান না। গল্পটি কীভাবে ঊষসীর স্বামী তার শক্তি হয়ে ওঠে এবং তার স্বপ্ন পূরণ করতে সাহায্য করে তা নিয়ে।
অভিনেতা/অভিনেত্রী
[সম্পাদনা]- রুশা চট্টোপাধ্যায়(ঊষসী ঘোষ)
- ঋজু বিশ্বাস / গৌরব রায় চৌধুরী(নিশীথ ঘোষ)[১]
- ভবানী ঘোষ হিসেবে তুলিকা বসু
- কাকলি ঘোষ হিসেবে তিতাস ভৌমিক
- শ্যামল ঘোষ হিসেবে প্রান্তিক বন্দ্যোপাধ্যায়
- গোবিন্দ ঘোষ হিসেবে বিপ্লব বন্দ্যোপাধ্যায়
- ছন্দ চট্টোপাধ্যায় (কাত্যায়নী ঘোষ)
- ফুল বউ হিসাবে শর্মিলা দাস
- প্রিয়া মণ্ডল (ডায়ানা ঘোষ)
- সোনা ঘোষ ( অনুয়া ঘোষ)
- বাবজী / বিষ্ণু হালদার / শিব ভক্ত / নরেশ কুমার হিসেবে দেবরাজ মুখার্জি
- আভা সুন্দরী / জাল তরণী হিসেবে দোলন রায়
- দেবল ঘোষ হিসেবে প্রিন্স ঘোষ
- তনুকা চ্যাটার্জী ,তরণী হিসেবে
- সমা হিসাবে সানন্দা বসাক / আয়েশা ভট্টাচার্য
- সূর্য মিত্র হিসেবে সুতীর্থ সাহা
- মল্ল সেন হিসেবে মল্লিকা মজুমদার
সাবেক অভিনেতা/অভিনেত্রী
[সম্পাদনা]- নিশীথ ঘোষ হিসেবে ঋজু বিশ্বাস
- সুজন মিত্র হিসেবে দেব ঘোষ
- ছবির বন্ধু হিসেবে চৈতি ঘোষাল
- আদিত্য রায় পলাশ হিসেবে
- আসলাম চৌধুরী হিসেবে মনোজ ওঝা
- সোহিনী হিসেবে ডেরঘোই পল
- তীর্থ মল্লিক হিসেবে সিদ্ধার্থ বল
- দিতিপ্রিয়া রায় ,উষসী (জুনিয়র)
- বিথান (জুনিয়র) হিসাবে সোহেল দত্ত
- মুরলিধর দাস / মুরলি / অরিন্দম সান্যাল হিসাবে সুখদীপ ঘোষ
- দেবীজী দেব / সানন্দা বসাক / আয়েশা ভট্টাচার্য ,সোমা ঘোষ হিসেবে
- রুনা বন্দ্যোপাধ্যায়, ঊষসীর প্রিন্সিপাল হিসেবে
- এলি হিসাবে উপনীতা ব্যানার্জি
- কবিতা হিসেবে মেঘনা মুখার্জি
- বিজন মিত্র হিসেবে অর্ণব ব্যানার্জি
- সোহম রায় চৌধুরী, ছোটু হিসেবে
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Riju out, Gourab is new Nishith in Tomay Amay Mile - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৪।