শতরূপ ঘোষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শতরূপ ঘোষ
যুগ্ম সম্পাদক
ভারতের ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটি [১][২][৩]
কাজের মেয়াদ
২০১২ – ২০১৬
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1986-04-22) ২২ এপ্রিল ১৯৮৬ (বয়স ৩৭)[৪]
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
দাম্পত্য সঙ্গীPaheli Saha (বি. ২০২২)[৫]
শিক্ষা
পেশারাজনীতিবিদ

শতরূপ ঘোষ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (সিপিআইএম) এর পশ্চিমবঙ্গের একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি পূর্বে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) এর অল ইন্ডিয়া জয়েন্ট সেক্রেটারি, [১] [২][৩] সিপিআইএম এর ছাত্র শাখা এবং এর কেন্দ্রীয় সচিবালয়ের সদস্য ছিলেন।[৬][৭] তারপর তিনি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই) এর রাজ্য কমিটির সচিবালয়ের সদস্য হন, যা সিপিআইএম-এর যুব শাখা।[৮] ২০২২ সালের মার্চ মাসে রাজ্যের ২৩ তম দলীয় সম্মেলনে তাকে সিপিআইএম-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিতেও অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং বর্তমানে এটির সদস্য।[৯]

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

শতরূপ ঘোষের জন্ম কসবায় শিব নাথ ঘোষ এবং শিলা ঘোষের ঘরে। তার পরিবার প্রধানত একটি বামপন্থী পরিবার ছিল যদিও তার পরিবারের কোন রাজনৈতিক পটভূমি ছিল না।[১০] ছোটবেলা থেকেই তিনি রাজনীতিতে যোগ দিতে উৎসাহিত হন।[১১] সাউথ পয়েন্ট হাই স্কুলে স্কুল শিক্ষা শেষ করার পর, [১২] শতরূপ ঘোষ ২০০৫ সালে অর্থনীতিতে বিএসসি করার জন্য আশুতোষ কলেজে যোগ দেন।[১৩] তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ সম্পন্ন করেন।[১৩] তিনি কার্ল মার্ক্স, সুকান্ত ভট্টাচার্য, যিনি তার কাকা এবং তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়, এবং রাশিয়ান লেখক ম্যাক্সিম গোর্কির দ্বারা অনুপ্রাণিত ছিলেন।[১২]

রাজনৈতিক পেশা[সম্পাদনা]

ছাত্র রাজনীতি[সম্পাদনা]

শতরূপ আশুতোষ কলেজে পড়ার সময় রাজনীতি শুরু করেন। তিনি ২০০৫ সালে কলেজের এসএফআই শাখায় যোগদান করেন এবং শীঘ্রই সক্রিয়ভাবে কাজ করেন এবং এর ইউনিট সচিব হন।[১২] সেক্রেটারি হিসাবে তার মেয়াদকালে এসএফআই আশুতোষ কলেজ ইউনিয়ন নির্বাচনে ২০ টি আসনের মধ্যে ১৯টি জিতেছিল [৬] এবং তাদের প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদকে পরাজিত করেছিল, যেটি পশ্চিমবঙ্গের তখনকার প্রবণতাগুলির সাথে "একটি পদক্ষেপের বাইরের ঘটনা" ছিল।[১২] তার প্রধান বিষয় ছিল সৌভিক হাজরা নামে এক ছাত্র এবং এসএফআই সমর্থকের ঘটনা, এসএফআই এবং টিএমসিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় একটি চোখ হারানো।[৬] সিপিএমের যুব শাখা এটিকে একটি ইস্যু বানিয়েছে এবং ঘোষ পরবর্তীতে ছাত্র ইউনিয়নের নির্বাচনে ব্যাপক প্রচারণা চালান। তিনি ২০১০-২০১১ সালে কলকাতা জেলা যুগ্ম সম্পাদক হন।[৬] ২০১২ সালে তিনি ৩৪তম এসএফআই রাজ্য সম্মেলনে এসএফআই-এর পশ্চিমবঙ্গ রাজ্য যুগ্ম সম্পাদক হন।[১][৩]

যুব সক্রিয়তা এবং রাজনীতি[সম্পাদনা]

২০১৩ সালে তিনি সুদীপ্ত গুপ্তের মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। সুদীপ্ত গুপ্ত একজন এসএফআই কর্মী ছিলেন যাকে সরকারি পুলিশ নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।[১৪] এবং তার চোখ ফেটে যায়।[১৫] শতরূপ ঘোষ নেতৃত্ব দিয়েছিলেন এবং প্রতিবাদের প্রথম সারিতে ছিলেন।[১][১৬][১৭]

ডিওয়াইএফআই-তে যোগদানের পর, তিনি দ্রুত বিশিষ্ট হয়ে ওঠেন এবং ডিওয়াইএফআই-এর রাজ্য সচিবালয়ে অন্তর্ভুক্ত হন। [১৮] তিনি মূল্যবোধ, এনআরসি-সিএএ, জ্বালানির মূল্য বৃদ্ধি [১৯] এবং বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তিনি একাধিক হরতাল, বনধ ও সমাবেশে অংশ নেন। নির্বাচনী প্রচারণায় তরুণ তারকাদের একজন তিনি।[২০] তার নেতৃত্ব এবং জনসাধারণের কথা বলার দক্ষতা তাকে যুব নেতা হিসেবে সিপিআইএম-এর মধ্যে উত্থান করতে সাহায্য করেছিল।[১০] ২০১৭ সালে তিনি টিএমসি জনতার অন্যান্য দলের কর্মীদের সাথে কসবায় আক্রমণ করেছিলেন।[২১] ২০১৯ সালে ধর্মঘটের কারণে ৩৫ জন সিপিআইএম কর্মী সহ তিনি গ্রেপ্তার হন।[২২] ২০২১ নবান্ন অভিজানেও তার সক্রিয় ভূমিকা ছিল।

তিনি ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০১৮-এ বিজেপির সম্বিত পাত্র এবং মুকুল রায়, টিএমসি-এর চন্দন মিত্র এবং কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে বিখ্যাত প্যানেল আলোচনায় অংশ নিয়েছিলেন।[১৮] তিনিই সিপিআইএম-এর সবচেয়ে বেশি প্রদর্শিত নেতা যাকে সংবাদ বিতর্ক বা রাজনৈতিক আলোচনায় দেখানো হয়।

নির্বাচনী ফলাফল[সম্পাদনা]

শতরূপ ঘোষ ২০১১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৫ বছর বয়সে সিপিআইএম থেকে টিকিটে তার প্রথম বিধায়ক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সে সময় বামফ্রন্টের সবচেয়ে কনিষ্ঠ প্রার্থী ছিলেন তিনি।[১১] তিনি ২০১১, ২০১৬ এবং ২০২১ সালে কসবা থেকে সিপিআইএম প্রার্থী হিসাবে মাঠে নেমেছিলেন।[১৩] তবে সে সব নির্বাচনে তিনি হেরে যান।[২৩][২৪] [২৫]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Outrage in Bengal over SFI leader's death"Deccan Herald। এপ্রিল ৩, ২০১৩। 
  2. "West Bengal Elections: Meet Some Young Faces Among Left Front Candidates"NewsClick। মার্চ ১৪, ২০২১। 
  3. "The Tribune, Chandigarh, India - Main News"www.tribuneindia.com 
  4. "Young gun says it with his jeans | Kolkata News - Times of India"The Times of India 
  5. "বিয়ের পিঁড়িতে সিপিআইএমের যুবনেতা শতরূপ ঘোষ, পাত্রী টলিউডের পরিচিত মুখ"bangla.hindustantimes.com। Hindustan Times Bangla। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২২ 
  6. "CPM sees spark in college grad,nominates him for Kasba"The Indian Express। মার্চ ১৪, ২০১১। 
  7. "College grad is CPM's youngest pick"The Indian Express। মার্চ ১৪, ২০১১। 
  8. "Bengal standing at crossroads between Left and riot: Shatarup Ghosh"India Today 
  9. "Mohd Salim named as secretary of West Bengal CPI(M) committee" 
  10. "Saturday Interview | 'Young voters are disenchanted' - The Statesman"www.thestatesman.com 
  11. "A SUITABLE POSTER BOY"www.telegraphindia.com 
  12. "At 25, a chip off the new Left block"Hindustan Times। মার্চ ১৫, ২০১১। 
  13. "West Bengal Assembly election 2021, Shatarup Ghosh profile: CPM candidate from Kasba to face TMC's Javed Ahmed Khan"Firstpost। ২৩ মার্চ ২০২১। 
  14. "SFI leader's death causes furore"The Hindu। ২ এপ্রিল ২০১৩। 
  15. "Student politics can kill you: Is Sudipto Gupta's death a wake-up call?"। ৪ এপ্রিল ২০১৩। 
  16. "Autopsy shows SFI leader had forehead injury and broken jaw, say reports"। ৩ এপ্রিল ২০১৩। 
  17. "Left activists join SFI leader's funeral in Kolkata" 
  18. "Bengal standing at crossroads between Left and riot: Shatarup Ghosh" 
  19. "No CAA, NCR if TMC wins: Javed Khan"। ২০ মার্চ ২০২১। 
  20. "CPM protests outside SEC, demands repoll"The Statesman 
  21. "Kasba turns battle zone during concert, 10 held | Kolkata News - Times of India"The Times of India 
  22. "ক্ষমতায় এলে পুলিস অফিসারকে কান ধরে ওঠবস করাবেন শতরূপ ঘোষ!"Zee News 
  23. "West Bengal: An invigorated Left seeks to make a comeback | HARD NEWS"archives.hardnewsmedia.com। ৩ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৪ 
  24. "Kasba Assembly Elections 2016 Latest News & Results"India.com। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২২ 
  25. "Kasba, West Bengal Assembly election result 2021"India Today। ২ মে ২০২১। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২২