লিনাক্স পরিগ্রহণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিনাক্স পরিগ্রহণ
লিনাক্স চালিত জাগুয়ার এক্স‌টি৫, পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দ্রুতগতির সুপার কম্পিউটার।[১]

লিনাক্স পরিগ্রহণ বলতে বুঝায় সংগঠন, ব্যবসায় প্রতিষ্ঠান, বাড়িঘর বা সরকার কর্তৃক নতুন করে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম ব্যবহার করাকে, যখন লিনাক্স অভিপ্রয়াণ বলতে বুঝায় অন্য অপারেটিং সিস্টেম পরিবর্তন করে লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করাকে।

পরিগ্রাহকের ধরন[সম্পাদনা]

যদিও তুলনামূলকভাবে সাম্প্রতিককালেই লিনাক্স মূলধারার অপারেটিং সিস্টেম হিসেবে আত্মপ্রকাশ হয়েছে, এরই মধ্যে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, বাসগৃহ, ব্যবসায় প্রতিষ্ঠান এবং বৈজ্ঞানিক সংস্থাসমূহের মত বিভিন্ন কর্মপরিবেশে লিনাক্স ব্যবহার শুরু হয়েছে।

সরকার[সম্পাদনা]

বিভিন্ন দেশের স্থানীয় সরকারগুলো বিশ্ববাণিজ্য সংস্থার মত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে অনবরত মেধাস্বত্ব রক্ষার ব্যাপারে চাপের মধ্যে থাকে। এই চাপ এড়াতে অনেক স্থানীয় সরকারই লিনাক্স এবং অন্যান্য ফ্রি সফটওয়্যার ব্যবহারের দিকে ঝুঁকেছে, কারণ এগুলো তাদের ক্ষমতার মধ্যে থেকেই মাইক্রোসফট, অ্যাপেল বা অন্য কোম্পানিগুলোর দামী কিংবা ক্র্যাকড সফটওয়্যারের আইনসঙ্গত বিকল্প। লিনাক্সের প্রসারের ফলে এই উন্নত দেশগুলোর সরকারি কাজের জন্য স্বল্পোন্নত দেশের কম্পিউটারে দক্ষ মানবসম্পদ দ্বারা কাজ পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

  • ব্রাজিলের পিসি কানেক্টাদো প্রোগ্রাম লিনাক্সে চলে।[২] এটা ২০০৩ সাল থেকে ব্রাজিলের সরকারি প্রোগ্রাম। এতে ফেডোরা নির্ভর অপারেটিং সিস্টেম সহ কম্পিউটারে ট্যাক্স মওকুফ পাওয়া যায়। এখানকার কম্পিউটারগুলো সব ১২৮ বা ২৫৬ মেগাবাইট মেমরিতে সেলেরন ভিত্তিক প্রসেসরে ৪০ বা ৮০গিগাবাইট হার্ডডিস্ক সহ পাওয়া যায়। এই প্রজেক্টের শুরুতে মাইক্রোসফট কমদামে তাদের এক্সপি স্টার্টার এডিশন দেয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেই উপায়ে মারাত্নক রকম সীমাবদ্ধতা থাকায় সরকার সেটা গ্রহণ করেনি। [৩][৪][৫] মুক্ত সফটওয়্যারে ইঙ্কস্কেপ, গিম্প, ওপেন অফিস ও আমারক এখানে বহুল ব্যবহৃত।
  • মিউনিখ শহরে ২০০৩ সালে এর ১৪,০০০ ডেস্কটপ কম্পিউটারে ডেবিয়ান নির্ভর LiMux ব্যবহার করা শুরু করার উদ্যোগ নেয়।[৬]
  • যুক্তরাস্ট্রের প্রতিরক্ষা দপ্তর (United States Department of Defense) লিনাক্স ব্যবহার করে। আমেরিকান আর্মি রেড হ্যাট লিনাক্সের সবচেয়ে বড় গ্রাহক।[৭] এছাড়া আমেরিকার নৌবাহিনীর পারমাণবিক সাবমেরিনগুলো লিনাক্স ব্যবহার করে।[৮]
  • ভিয়েনা শহর কর্তৃপক্ষ এর পিসিগুলোকে ডেবিয়ান নির্ভর উইয়েনাক্সে (wienux) নিয়ে যেতে চেয়েছিলো। [৯] কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তদের প্রয়োজনীয় কাস্টমাইজড সফটওয়্যারের উপযুক্ত লিনাক্স বিকল্পের অভাবে এই পরিকল্পনা ত্যাগ করা হয়।[১০]
  • ২০০৩ সালে স্পেন লিনাক্স গ্রহণে সবচেয়ে অগ্রবর্তী ছিল। [১১] তাদের এক্সট্রিমাদুরা (Extremadura) প্রদেশে সরকারী উদ্যোগে এজন্য LinEx নামক ডিস্ট্রিবিউশন তৈরী করা হয়। তারা পত্রিকার সাথে ২ লক্ষ লিনাক্স সিডি বিতরণ করে এবং আরো ৭০ হাজার কপি ডাউনলোড করা হয়। ঐ প্রদেশের শতকরা ১০ ভাগ লোক লিনাক্স ব্যবহার করে।
  • চীন সরকারের ইন্ডাস্ট্রিয়াল এন্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (ICBC) এর ২০,০০০ শাখায় ওয়েব সার্ভার এবং নতুন টার্মিনাল প্লাটফর্মে লিনাক্স ইনস্টল করছে (২০০৫ সালের খবর)।[১২]
  • ২০০৬ সালের এপ্রিল মাসে আমেরিকার ফেডারেল এভিয়েশন প্রশাসন রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সে চলে আসা সম্পন্ন করার ঘোষণা দেয়। এতে তাদের পরিকল্পিত সময়ের তিন ভাগের এক ভাগ সময়ে সম্পন্ন হয় আর এতে তাদের ১৫ মিলিয়ন ডলার সাশ্রয় হয়।[১৩]
  • ২০০২ সালে পাকিস্তান সরকার টেকনোলজি রিসোর্স মবিলাইজেশন ইউনিট গঠন করে, যাতে পেশাদার ক্ষেত্রে ব্যবহারকারীদের মুক্ত সফটওয়্যার ব্যবহারের প্রশিক্ষণ দেয়া হয়। লিনাক্স এতে একটা বিকল্প হিসেবে ছিল। পাকিস্তানের সরকারি স্কুল এবং কলেজে মুক্ত সফটওয়্যার ব্যবহৃত হয় এবং তারা আশা করছে যে খুব শীঘ্রই তাদের সমস্ত সরকারি সেবা লিনাক্সের মাধ্যমে দেবে।
  • ফরাসী পার্লামেন্ট তাদের ডেস্কটপ পিসিগুলোতে উবুন্টু ব্যবহার করছে।[১৪][১৫]
  • জার্মানীর ফেডারেল কর্মসংস্থান অফিস (Bundesagentur für Arbeit) তাদের ১৩,০০০ কম্পিউটার ওয়র্কস্টেশন উইন্ডোজ এনটি থেকে ওপেনসুযেতে নিয়ে এসেছে। (ওপেনসুযে একটি জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন)[১৬]
  • চেক প্রজাতন্ত্রের পোস্টাল সার্ভিস তাদের ৪০০০ সার্ভার এবং ১২,০০০ ক্লায়েন্টকে নভেল লিনাক্সে নিয়ে এসেছে ২০০৫ সালে।[১৭][১৮]
  • জার্মানীর পররাষ্ট্র মন্ত্রণালয় এর ১১,০০০ ডেস্কটপগুলোকে লিনাক্স এবং অন্য মুক্ত সফটওয়্যারে নিয়ে আসা শুরু করেছে। ২০০১ সালে সার্ভারগুলোকে আর ২০০৫ সালে ডেস্কটপগুলোকে, আর সবগুলো ল্যাপটপেই ডেবিয়ান লিনাক্স চলে। ২০১১ সালে তারা আবার মাইক্রোসফট অফিস, আউটলুক এবং উইন্ডোজে ফিরে যাওয়ার ঘো‌‌ষনা দিয়েছে; কারণ হিসেবে হার্ডওয়্যার চালনায় অসুবিধার অযুহাত দেখিয়েছে, তবে এর পেছনে মাইক্রোসফটের দেয়া প্রণোদনাও (incentive) ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।[১৯][২০][২১]
  • কিউবার ইউনিভার্সিটি অব ইনফরমেশন সায়েন্স-এর ছাত্ররা 'নোভা' নামে নিজেদের লিনাক্স ডিস্ট্রিবিউশন চালু করেছিল। এটা দিয়ে তার সরকারি এবং ব্যক্তিগত কম্পিউটার থেকে মাইক্রোসফট উইন্ডোজ প্রতিস্থাপন করতে চায়; আর এই প্রজেক্টটা এখন সরকারি সমর্থন পেয়েছে। ২০১১ সালের শুরুতে এই বিশ্ববিদ্যালয়ের ৮০০০ পিসিতে এই নতুন অপারেটিং সিস্টেমে চালানোর ঘোষণা দেয়া হয়।.[২২][২৩][২৪]
  • ক্যান্টন অব সোলথুর্ন নামক সুইজারল্যান্ডের অঙ্গরাজ্য ২০০১ সালে এর কম্পিউটারগুলো লিনাক্সে চলে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু ২০১০ সালে সুইস প্রশাসন পুরা উল্টা ঘুরে ডেস্কটপগুলোতে উইন্ডোজ-৭ দেয়ার সিদ্ধান্ত নেয়।[২৫]
  • ফ্রান্সের জাতীয় পুলিশ বাহিনী এর ৯০,০০০ ডেস্কটপগুলোকে উইন্ডোজ এক্সপি থেকে উবুন্টুতে নেয়া শুরু করে ২০০৭এ। কারণ এতে উইন্ডোজ ভিসতার জন্য যে প্রশিক্ষণ লাগবে তার চেয়ে কম প্রশিক্ষণ লাগবে। এই প্রতিস্থাপন ২০১৫ সাল নাগাদ শেষ হবে; ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত এভাবে সফটওয়্যার লাইসেন্স বাবদ ৫০ মিলিয়ন ইউরো সাশ্রয় হয়েছে।[২৬][২৭]
  • ফ্রান্সের কৃষি মন্ত্রণালয় ম্যানড্রিভা লিনাক্স ব্যবহার করে।[২৭]
  • মেসিডোনিয়ার বিজ্ঞান ও শিক্ষা মন্ত্রণালয় ক্লাসে ১,৮০,০০০ এরও বেশি উবুন্টু নির্ভর ডেস্কটপ ব্যবহার করছে এবং প্রতি ছাত্রকেই উবুন্টু ওয়র্কস্টেশন ব্যবহার করতে উদ্বুদ্ধ করছে।[২৮]
  • প্রযুক্তিগত স্বাধীনতার লক্ষ্যে চীন সেদেশের Loongson প্রসেসর পরিবারের জন্য অপারেটিং সিস্টেমে শুধুমাত্র লিনাক্স ব্যবহার করে।[২৯]
  • আমেরিকার পারমাণবিক নিরাপত্তা প্রশাসন বিশ্বের তৃতীয় দ্রুততম সুপার কম্পিউটার ব্যবহার করে, এটার নাম আইবিএম রোডরানার – যা ফেডোরা এবং রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স ব্যবহার করে চলে।[৩০]
  • ২০০৪ সালে স্পেনের অ্যান্ডালুসিয়া অঞ্চলের স্বায়ত্বশাসিত সরকার Gaudalinex নামে তাদের নিজস্ব লিনাক্স ডিস্ট্রিবিউশন তৈরী করে নিয়েছে।[৩১]
  • দক্ষিণ আফ্রিকান সামাজিক নিরাপত্তা সোসাইটি মাল্টি স্টেশন লিনাক্স ডেস্কটপ ব্যবহার করে তাদের ৫০টি প্রত্যন্ত এলাকার বাজেট এবং অবকাঠামোগত অসুবিধা মোকাবেলা করছে।[৩২]
  • ২০০৩ সালে তুরস্কের সরকার তাদের নিজস্ব লিনাক্স ডিস্ট্রিবিউশন তৈরীর সিদ্ধান্ত নেয়। তাদের জাতীয় ইলেক্ট্রনিক্স ও ক্রিপ্টোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউট Pardus নামক এই ডিস্ট্রিবিউশন তৈরী করা শুরু করে এবং ২০০৫ সালের ২৭শে ডিসেম্বর এটার ১.০ ভার্সনের অফিসিয়াল ঘোষণা দেয়।[৩৩]
  • ২০১০ সালে ফিলিপিনসে উবুন্টু চালিত জাতীয় ভোট গ্রহণ সিস্টেম চালু করা হয়।[৩৪]
  • ২০১০ সালের জুলাই মাসে মালয়েশিয়ার সরকারি ৭২৪টা এজেন্সির মধ্যে ৭০৩টায় লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমের মাধ্যমে ফ্রী এবং ওপেনসোর্স সফটওয়্যার ব্যবহার করা শুরু হয়।[৩৫] সরকারের প্রধান সচিব বলেছিলেন যে, এটার মূল লক্ষ্য হল উন্নততর মান, উচ্চ নির্ভরযোগ্যতা, অধিকতর পরিবর্তনযোগ্যতা (flexibility) এবং স্বল্প খরচ।[৩৬]
  • ২০১০ সালের শেষের দিকে ভ্লাদিমির পুতিন, রাশিয়া ফেডারেশন সরকারের ২০১২ সালের মাঝামাঝির মধ্যে লিনাক্স এবং ফ্রী সফটওয়্যারে সরে আসার একটি পরিকল্পনায় স্বাক্ষর করেন।
  • আমেরিকার ফ্লোরিডার লার্গো শহরের প্রশাসন লিনাক্স ব্যবহার করার মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করে। এটা থেকে শহর ব্যবস্থাপনার প্রচলিত পদ্ধতির চেয়ে অনেক বেশি সাশ্রয়ের ব্যাপারটা বোঝা যায়।[৩৭]

শিক্ষা ক্ষেত্রে[সম্পাদনা]

এডুবুন্টু সিডি।

প্রায়শঃই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত বিষয়গুলোতে এবং গবেষণা কেন্দ্রগুলোতে লিনাক্স ব্যবহৃত হয়। এটা বিনামূল্যে উপলব্ধতা এবং অসংখ্য সফটওয়্যার ব্যবহারের সুযোগ থাকা এর পেছনে অনেকগুলো কারণের মধ্যে রয়েছে। কিছু ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকেও লিনাক্সে কিছু অবদার রাখে। আইবিএম "লিনাক্স ইজ এডুকেশন" নামে একটা বিজ্ঞাপন তৈরী করেছে, যেখানে একটা ছোট ছেলেকে দেখানো হয় যে বড় হয়ে লিনাক্স (লিনুস?) হয়। বৃহত্তর পরিসরেও বর্তমানে লিনাক্স ব্যবহৃত হচ্ছে।

  • OLPC XO-1 (ওয়ান ল্যাপটপ পার চাইল্ড: যা আগে এমআইটির ১০০ ডলার ল্যাপটপ প্রজেক্ট বা বাচ্চাদের ল্যাপটপ নামে পরিচিত ছিল) হল একটা সস্তা ল্যাপটপ যা লিনাক্সে চলে; এই ল্যাপটপটি মূলত: উন্নয়নশীল বিশ্বে প্রতি শিশুর জন্য একটি ল্যাপটপ প্রজেক্টের অধীনে কয়েক মিলিয়ন শিশুর মধ্যে বিতরণ করার লক্ষ্যে তৈরী করা হয়েছে।[৩৮]
  • মেসিডোনিয়ার ২০০৫ সালের ডিসেম্বরে ৪৬৮টি সরকারী স্কুল এবং ১৮২টি কম্পিউটার ল্যাবে ৫০০০ উবুন্টু চালিত ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করা শুরু করে। পরবর্তীতে ২০০৭ সালে উবুন্টু চালিত আরো ১,৮০,০০০ থিন ক্লায়েন্ট কম্পিউটার চালু করা হয়। (থিন ক্লায়েন্ট হল একটা শক্তিশালি সিপিইউ থেকে অনেকগুলি মনিটর, কিবোর্ড ও মাউসের সাহায্য অনেকে ব্যবহারের সুবিধা - অনেকটা মেইনফ্রেম কম্পিউটারের মত)[৩৯][৪০]
  • ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে ইতালির বোলযানোর ১৬,০০০ স্কুল ছাত্রের ক্লাসরুমে ব্যবহারের জন্য একটা সংকলিত লিনাক্স ডিস্ট্রিবিউশন চালু করে। (FUSS Soledad GNU/Linux)[৪১]
  • ব্রাজিলের শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও মাধ্যমিক সরকারি স্কুলগুলোতে প্রায় ১৯,০০০ কম্পিউটার ল্যাবের জন্য ২৯৩ মিলিয়ন ব্রাজিলিয় রিয়াল বিনিয়োগ করে যার কম্পিউটারগুলো লিনাক্সে চলবে । [৪২]
  • ভারতের কেরালা রাজ্যের সরকারি কর্মকর্তারা ঘোষণা করেন যে, তারা কম্পিউটার শিক্ষার জন্য শুধুমাত্র লিনাক্সে চালিত ফ্রী সফটওয়্যার ব্যবহার করবে; ২,৬৫০টি সরকারী ও সরকারি অনুদানপ্রাপ্ত উচ্চ বিদ্যালয় দিয়ে এটা শুরু করা হয়।[৪৩]
  • ২০০৬ সালে আমেরিকার ইন্ডিয়ানা রাজ্যের ২২,০০০ ছাত্রের জন্য তাদের উচ্চ বিদ্যালয়গুলোতে লিনাক্স ওয়র্কস্টেশন ব্যবহারের সুযোগ ছিল।[৪৪]
  • ২০০৭ সালে জার্মানি এর ৩৩টি বিশ্ববিদ্যালয়ের ৫,৬০,০০০ ছাত্র লিনাক্স ব্যবহার করবে বলে ঘোষণা দিয়েছে।[৪৫]
  • ফিলিপাইনসে ১৩,০০০ ডেস্কটপে ফেডোরা চলে, যার প্রথম ১০,০০০ ২০০৭ সালের ডিসেম্বরে ASI (Advanced Solutions Inc) এগুলো সরবরাহ করে। মাইক্রোসফট ২০ ডলারে উইন্ডোজ আর ৩০ ডলারে অফিস দেয়ার প্রতিযোগীতামূলক অফার দেয়ার কারণে এই প্রজেক্টের সিদ্ধান্ত ৪/৫ মাস পিছিয়ে গিয়েছিল, কিন্তু তাসত্ত্বেও লিনাক্স আরো স্বল্পখরচের সমাধান হিসেবে বিবেচিত হয়। এই প্রজেক্টে আরো ১০,০০০ এডুবুন্টুকুবুন্টু ডেস্কটপ দেয়ার পরিকল্পনা করা হয়েছে।[৪৬]
  • লাইসেন্স খরচ বাঁচাতে ২০০৭ সালের অক্টোবরে রাশিয়া সমস্ত স্কুলের কম্পিউটার লিনাক্সে চালানোর ঘোষণা দেয়।[৪৭]
  • ২০০৪ সালে জর্জিয়া এর সমস্ত স্কুলের কম্পিউটারগুলো এবং লিনাক্স টার্মিনাল সার্ভার প্রজেক্টের (LTSP) থিন ক্লায়েন্টগুলো লিনাক্সে চালানো শুরু করে। এখানে মূলত কুবুন্টু, উবুন্টু এবং হালকা ফেডোরা নির্ভর ডিস্ট্রো ব্যবহার করা হচ্ছে।[৪৮]
  • ২০০৮ সালের সেপ্টেম্বর নাগাদ সুইজারল্যান্ডের জেনেভায় ৯০০০ কম্পিউটারে লিনাক্স ও ওপেন অফিস ব্যবহার শুরু হয়।[৪৯]
  • ভারতের তামিলনাড়ু রাজ্যে ছাত্রদেরকে ১,০০,০০০ লিনাক্স ল্যাপটপ বিতরনের পরিকল্পনা করা হয়েছে। (২০০৮)[৫০]
  • অভ্যন্তরীন শিল্প বিকাশের লক্ষ্যে চীন সরকার ১৫ লক্ষ লিনাক্স loongson পিসি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া জিয়াঙ্গসু প্রদেশে ২০০৯ সাল থেকে গ্রামাঞ্চলের স্কুলগুলোতে ১,৫০,০০০ loongson প্রসেসর চালিত লিনাক্স পিসি স্থাপন করা হবে।[৫১]
  • ভারতীয় সরকাররের ছাত্রদের জন্য ট্যাবলেট পিসি প্রজেক্টের লক্ষ্য হল ১,৫০০ রুপীর (৩৫ ডলার) কমে ট্যাবলেট পিসি বানানো, এই পিসিগুলো লিনাক্সে চলে।[৫২]

বাড়িতে ব্যবহারকারীগণ[সম্পাদনা]

  • সনির প্লেস্টেশন-৩ এর ভেতরে হার্ডডিস্ক (২০, ৬০ ও ৮০ গিগাবাইট) দেয়া হয়েছে এবং এটা সহজে লিনাক্স ইনস্টলের উপযোগী করে তৈরী করা হয়েছে।[৫৩] অবশ্য এর ৩ডি গ্রাফিক্স ফীচারগুলো লিনাক্সে চালানোর সুযোগ দেয়া হয় না।[তথ্যসূত্র প্রয়োজন] এছাড়া সনি এর প্লেস্টেশন-২ এর জন্যও লিনাক্স কিট ছেড়েছে। সহজ ইনস্টলেশন আর তুলনামূলক কম দামের কারণে (প্লেস্টেশন-৩ এর তুলনায় সমপর্যায়ের অন্য হার্ডওয়্যার ক্রয়ের ক্ষেত্রে) ছোট পরিসরে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং পরীক্ষার জন্য মাঝে মাঝে এই লিনাক্স চালিত প্লেস্টেশন হার্ডওয়্যার ব্যবহৃত হয়। নিরাপত্তা বিবেচনায় ২০১০ সালের ১লা এপ্রিলে লিনাক্স ইনস্টলের সুবিধা রহিত করে এবং ফার্মওয়্যার ৩.২১ ব্যবহার শুরু করে।.[৫৪]
  • ২০০৮ সালে নেটবুকের অনেকগুলো মডেল হালকা লিনাক্স (xandros, linpus) ইনস্টল করা অবস্থায় সরবরাহ করা হত। এতে এর সীমিত ক্ষমতা সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যেত।[৫৫]
  • ২০০৭ ও ২০০৮ এ ব্যবহারবান্ধবতা বিচারে উবুন্টুর মত লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলোর জনপ্রিয়তা বাড়তে থাকে, ফলে ডেলের মত কিছু নির্মাতা উবুন্টু এবং অন্য লিনাক্স ডিস্ট্রিবিউশন চালিত ডেস্কটপ কম্পিউটার মডেল বাজারে ছাড়ে।[৫৬]

ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ[সম্পাদনা]

গুগল এনড্রয়েড

রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, সুযে লিনাক্স এন্টারপ্রাইজ ডেস্কটপ এবং লিনস্পায়ারের মত বাণিজ্যিক লিনাক্স সমাধানগুলো কিছু কর্পোরেটে ব্যবহৃত হয়।

  • ১৯৯৯ সাল থেকে বার্লিংগ্টন কোট ফ্যাক্টরি (Burlington Coat Factory) শুধুমাত্র লিনাক্স ব্যবহার করে।[৫৭]
  • ২০০০ সাল থেকে আর্নি বল (Ernie Ball) নামক সুপার স্লিংকি গিটারের স্ট্রিং প্রস্তুতকারক লিনাক্স ডেস্কটপ চালায়।[৫৮]
  • নভেল (Novell) উইন্ডোজ থেকে লিনাক্সে স্থানান্তরিত হয়েছে। এর ৫,৫০০ কর্মীর মধ্যে ৫০% এপ্রিলের ২০০৫ নাগাদ সফলতার সাথে লিনাক্সে চলে এসেছে।[৫৯]
  • Wotif নামক অস্ট্রেলিয়ান হোটেল বুকিং ওয়েবসাইট তাদের ব্যবসার প্রবৃদ্ধির সাথে সামঞ্জস্যতা রক্ষায় উইন্ডোজ সার্ভার থেকে লিনাক্স সার্ভারে সরে আসে।[৬০]
  • ক্যালিফোর্নিয়ার ইউনিয়ন ব্যাংক খরচ কমানোর জন্য এর আইটি অবকাঠামো রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স উপযোগী করার ঘোষণা দেয় ২০০৭ সালের জানুয়ারি মাসে।[৬১]
  • ২০০৭ সালে ইউরোপের গাড়ি প্রস্তুতকারক Peugeot ঘোষণা করে যে এরা ২০,০০০ কপি নোভেলের লিনাক্স ডেস্কটপ, সুযে লিনাক্স এন্টারপ্রাইজ ডেস্কটপ এবং ২,৫০০ কপি সুযে লিনাক্স এন্টারপ্রাইজ সার্ভার চালু করবে।[৬২]
  • মাইন্ডব্রিজ নামক একটা সফটওয়্যার কোম্পানি ২০০৭ সালে ঘোষণা দেয় যে, এটা অনেকগুলো উইন্ডোজ সার্ভার থেকে কমসংখ্যক লিনাক্স সার্ভার এবং কিছুসংখ্যক বিএসডি সার্ভারে প্রতিস্থাপন করবে। এরা এভাবে বেশ বড় পরিমান সাশ্রয় করেছে বলে দাবী করেছে।[৬৩]
  • আমেরিকার বাজেট এয়ারলাইন, ভার্জিন আমেরিকা এর বিমানের REDএন্টারটেইনমেন্ট সিস্টেম লিনাক্সে চালায়।[৬৪]
  • আমেরিকার ইন্টারনেট ভিত্তিক বেচাকেনা প্রতিষ্ঠান আমাজন.কম এর ব্যবসার প্রতিটা ক্ষেত্রেই লিনাক্স ব্যবহার করে।[৬৫]
  • গুগল Goobuntu নামক উবুন্টু ভিত্তিক একটা অপারেটিং সিস্টেম ব্যবহার করে।[৬৬][৬৭][৬৮][৬৯]
  • আইবিএম লিনাক্সের প্রচুর উন্নয়নমূলক কাজে জড়িত, এবং তাদের অফিসে সার্ভার এবং ডেস্কটপে লিনাক্স ব্যবহার করে।[৭০] এছাড়া “IBM supports Linux 100%” শিরোনামে একটা টিভি বিজ্ঞাপন করেছে।[৭১]
  • উইকিপিডিয়া ২০০৮ সাল থেকে এর সার্ভারগুলো উবুন্টুতে চালায়, এর আগে রেড হ্যাট এবং ফেডোরার সমন্বয়ে চালাতো।[৭২]
  • ড্রিমওয়র্কস এনিমেশন কোম্পানি ২০০১ সাল থেকে লিনাক্স ব্যবহার শুরু করে। এদের ১,০০০ এরও বেশি লিনাক্স ডেস্কটপ এবং ৩,০০০ এর বেশি লিনাক্স সার্ভার রয়েছে।[৭৩][৭৪][৭৫]
  • শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জ সমস্ত কম্পিউটিং অবকাঠামোই লিনাক্সে চালায়, এবং এটা ব্যবহার করে এক কোয়াড্রিলিয়ন ডলারের বেশি লেনদেন সম্পন্ন করেছে।[৭৬][৭৭]
  • Chi-X প্যান ইউরোপিয়ান ইক্যুয়িটি এক্সচেঞ্জ এর মার্কেটপ্রিজম ট্রেডিং প্লাটফর্ম সফটওয়্যারটি লিনাক্সে চালায়।[৭৭]
  • লন্ডন স্টক এক্সচেঞ্জ লিনাক্স নির্ভর মিলেনিয়ামআইটি মিলেনিয়াম এক্সচেঞ্জ সফটওয়্যারটা ব্যবহার করে সমস্ত ট্রেডিং পরিচালনা করে। উইন্ডোজের বদলে লিনাক্স ব্যবহারের ফলে ২০১১‌-১২ অর্থবছরে তাদের কমপক্ষে ১০ মিলিয়ন ইউরো (১৪.৭ মিলিয়ন ডলার) খরচ বাঁচবে বলে অনুমান করেছে।[৭৮]
  • নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এর সমস্ত ট্রেডিং সফটওয়্যার লিনাক্সে চালায়।[৭৭]
  • আমেরিকার ইলেক্ট্রনিক মিউজিক কম্পোজার কিম ক্যাসকোন তার মিউজিক স্টুডিও, পার্ফর্মেন্সে ব্যবহার এবং এডমিনিস্ট্রেশনের সমস্ত কাজ ২০০৯ সাল থেকে এ্যাপল ম্যাকের বদলে উবুন্টুতে করছেন।[৭৯]
  • ম্যাকডোনাল্ডস এর ম্যাক ক্যাফেতে উবুন্টু ব্যবহার করে।[তথ্যসূত্র প্রয়োজন]
  • উইন্ডোজের স্পাইওয়্যার সমস্যার কারণে লাফিং বয় রেকর্ডস এর মালিকের নির্দেশে এর রেকর্ডিং‌এর কাজ উইন্ডোজ থেকে লিনাক্সে নিয়ে এসেছে ২০০৪ সালে।[৮০]
  • ২০১১ সাল থেকে কাজ শুরু করা ন্যাভ কানাডার নতুন ইন্টারনেট ফ্লাইট প্লানিং সিস্টেম পাইথনে করা এবং রেড হ্যাট লিনাক্সে চলে।[৮১]
  • স্মার্ট রেফ্রিজারেটর ইলেক্ট্রোলাক্স ফিজিডেয়ার ইনফিনিটি আই‌-কিচেন লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে যার মধ্য একটা এমবেডেড ৪০০ মেগাহার্টজ্ ফ্রীস্কেল I.MX25 প্রসেসর এবং ১২৮ মেবা RAM এবং ৪৮০x৮০০ টাচ প্যানেল রয়েছে।[৮২]

বৈজ্ঞানিক সংস্থাসমুহ[সম্পাদনা]

যুক্তরাষ্ট্রের National Nuclear Security Administration কর্তৃক ব্যবহৃত পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ গতি সম্পন্ন সুপার কম্পিউটার আইবিএম রোডরানার অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স এবং ফেডোরা
  • আমেরিকার পারমাণবিক নিরাপত্তা প্রশাসনে পৃথিবীর ৩য় দ্রুততম সুপার কম্পিউটার ব্যবহার করে; এটার নাম আইবিএম রোডরানার, এবং এটা রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স এবং ফেডোরা দিয়ে চলে।
  • লার্জ হ্যাড্রন কোলাইডার এবং এর ২০,০০০ অভ্যন্তরিন সার্ভার চালানোর জন্য সায়েন্টেফিক লিনাক্স ব্যবহার করে এর গবেষণাপ্রতিষ্ঠান CERN।[৮৩]
  • ইউনিভার্সিটি অব টরন্টোতে কানাডার সবচেয়ে বড় সুপার কম্পিউটার, আইবিএম আইডেটাএক্স ক্লাস্টার কম্পিউটার, চালাতে লিনাক্স ব্যবহার করে।[৮৪][৮৫]
  • ইন্টারনেট ক্যাটালগ করতে ইন্টারনেট আর্কাইভ এর শত শত এক্স৮৬ সার্ভার সবই লিনাক্সে চালায়।[৮৬]
  • ASV Roboat নামক স্বায়ত্বশাসিত রোবোটিক নৌকা লিনাক্সে চলে।[৮৭][৮৮]
  • অক্টোবর ২০১০ পর্যন্ত বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার তিয়ানহে-১, লিনাক্সে চলে। এটা চীনের তিয়ানজিনে ন্যাশনাল সেন্টার ফর সুপারকম্পিউটিংএ অবস্থিত।[৮৯][৯০]
  • FermiLabএর Dark Energy Camera এবং সংশ্লিষ্ট ৪মিটার টেলিস্কোপ যা The Dark Energy Survey প্রগ্রামের অংশ, পরিচালনা এবং এর সমস্ত ডেটা সংরক্ষণ করার জন্য লিনাক্স ব্যবহার করবে।[৯১]
  • যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টস্মাউথ পৃথিবীর বিভিন্ন টেলিস্কোপের ডেটা বিশ্লেষনের জন্য একটা উচ্চক্ষমতা সম্পন্ন এবং সাশ্রয়ী (cost effective) কম্পিউটার চালু করেছে। এটা দিয়ে ব্রক্ষ্মান্ড সম্পর্কে প্রচলিত তত্বগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে। এটা সায়েন্টিফিক লিনাক্স নামক অপারেটিং সিস্টেমে চলে।[৯২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "TOP500 List - November 2010 (1-100)"। TOP500। নভেম্বর ২০১০। এপ্রিল ৮, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ২১, ২০১১ 
  2. "Insigne fornece Linux para 55 mil PCs populares"। ৬ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১১ 
  3. "Brazil:Free Software's Biggest and Best Friend"The New York TimesNew York: NYTCআইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২১ মে ২০১১ 
  4. "In Brazil, It's PCs to the People - IEEE Spectrum"spectrum.ieee.org। 2011 [last update]। সংগ্রহের তারিখ 21 May 2011  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  5. "open_source vs.html"informationweek.com। 2011 [last update]। সংগ্রহের তারিখ 21 May 2011  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "Official LiMux page"। ১৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১১ 
  7. Linux.com (২০০৭)। "Open Technology within DoD, Intel Systems"। ২০১১-০৫-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-১৮  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  8. Richmond, Guy (২০১০)। "Special 301: FOSS users. Now we're all Communists and Criminals"। সংগ্রহের তারিখ ২০১০-০৩-০৮  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  9. "Vienna to softly embrace Linux - ZDNet UK"। ১৮ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১১ 
  10. Mobily, Tony (২০০৮-০৬-০৯)। "Vienna failed to migrate to GNU/Linux: why?"। freesoftwaremagazine.com। ২০১১-১০-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৯-২৬ 
  11. Linux in Spain [LWN.net]
  12. "Microsoft Fights Piracy In China, Linux Wins - Linux - InformationWeek"। ১৩ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১১ 
  13. "AlphaTrade Finance"। ২০০৮-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৫-২১ 
  14. "French parliament dumping Windows for Linux"। ৬ জুলাই ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১১  অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  15. IDABC (২০০৮)। "Fr: 'Members of Parliament have easily adapted to Open Source desktop'"। ২০০৮-০৭-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-০৪  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  16. "heise online - Federal Employment Office switches to Linux"। ১৭ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১১ 
  17. "EUROPA - IDABC - Czech post successfully migrates to Linux"। ২১ সেপ্টেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১১ 
  18. "Linux is mission critical for Czechs - ZDNet.co.uk"। ৬ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১১ 
  19. http://www.osor.eu/news/de-foreign-ministry-cost-of-open-source-desktop-maintenance-is-by-far-the-lowest
  20. Reed, Micheal (২০১১)। "German Open Source Experiment: Things Not Going To Plan"Linux Journal। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১১  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  21. Diedrich, Oliver (২০১১)। "Background: German Foreign Office drops Linux"Heise Media UK। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১১  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  22. Frente al bloqueo de Windows, NOVA sí va (Spanish language)
  23. Cuba launches own Linux variant to counter US ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ মার্চ ২০১০ তারিখে - By Esteban Israel, Caribbean Net News (Thursday, February 12, 2009)
  24. somoslibres (২০১১)। "Cuba: 8000 computadoras de la Universidad de Ciencias Informáticas migraran a Nova GNU/Linux (Spanish language)"press-latina.cu। ১৫ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১১  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  25. Müller, Andrea (২০১০-০৯-২০)। "A crash landing for Linux?"। www.h-online.com। সংগ্রহের তারিখ ২০১০-০৯-২৬ 
  26. Ryan, Justin (২০০৯)। "Open Source Leads Gendarme to Arrest Spending"। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-১২  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  27. Paul, Ryan (২০০৯)। "French police: we saved millions of euros by adopting Ubuntu"। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-১২  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  28. Canonical Ltd. (২০০৭)। "Every Student in the Republic of Macedonia to Use Ubuntu-Powered Computer Workstations"। ২০০৯-০৪-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-২২  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  29. "China's Microprocessor Dilemma"Microprocessor Report। ২০১১-০৮-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-১৫ 
  30. Jeff Squyres। "Open MPI: 10^15 Flops Can't Be Wrong" (PDF)Open MPI। সংগ্রহের তারিখ ২০০৮-১১-২২ 
  31. DistroWatch (২০০৯)। "Guadalinex"। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২৩  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  32. "SASSA cuts costs and improves service delivery in rural areas with Novell and Userful Multiplier"। Omni Technology Solutions। ২০০৯। ২০১৪-০২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২৫  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  33. UEKAE। "Why Pardus?"। UEKAE। ২০১১-০৭-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২৮ 
  34. Alexithymia, Joey-Elijah (২০১০)। "PHILIPPINES USE UBUNTU-BASED VOTING MACHINES IN RECENT ELECTION"। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১০  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  35. Chinmoy Kanjilal। "Malaysian Government Uses 97% Open Source Software"। Techie Buzz। ২০১০-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২৮ 
  36. Tan Sri Mohd. Sidek b. Hj Hassan। "From Chief Secretary to the Government of Malaysia"। OSCC। ২০০৯-০৫-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২৮ 
  37. City of Largo (২০১১)। "Information technology"। ৬ মার্চ ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১১  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  38. ["OLPC - Operating system"। ১৯ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ২১ মে ২০১১ ]
  39. "The GNOME Journal: Macedonia Deploys 5,000 GNOME Desktops in Public Schools"। ১৫ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১১ 
  40. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১১ 
  41. Benvenuti in FUSS! | FUSS
  42. Computadores para 26 mil escolas
  43. Kerala logs Microsoft out of schools
  44. "Hoosier Daddy? In Indiana Schools, It's Linux - Software - IT Channel News by CRN and VARBusiness"। ১৯ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১১ 
  45. German universities migrate to Linux | 28 Aug 2007 | ComputerWeekly.com
  46. "Computerworld - 23,000 Linux PCs forge education revolution in Philippines"। ৫ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১১ 
  47. http://news.bbc.co.uk/1/hi/technology/7034828.stm Russia to use Linux in schools
  48. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১১ 
  49. "Tribune de Genève - Page détail - INFORMATIQUE - Le DIP met le cap sur les logiciels libres"। ২৭ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১১ 
  50. Kingman, Henry (২০০৮)। "Microsoft tactics push India toward Linux"। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-০৪  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  51. China to buy 1.5 mln computers with Loongson CPUs
  52. Katz, Leslie (২০১০)। "India's $35 tablet--how low can it go?"। ২ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১০  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  53. "Yellow Dog Linux launches for PS3"। সংগ্রহের তারিখ ২০০৭-০৮-২৯ 
  54. "PS3 Firmware (v3.21) Update"। সংগ্রহের তারিখ ২০১০-০৫-০৪ 
  55. The Economist (২০০৮)। "Small is beautiful"। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৭  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  56. Dell Inc (২০০৮)। "Ubuntu Keeps Getting Better"। ২০০৯-০৩-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৭ 
  57. "Dell, Linux win Burlington Coat computer order"। cnn.com। ১৯৯৯-০৪-০৬। সংগ্রহের তারিখ ২০১০-০৮-০৩ 
  58. "Rockin' on without Microsoft"। ২ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৩  অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |2= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  59. Slashdot | Novell Still Runs Windows
  60. "Migration news: Windows to Linux, and vice versa: Insight - Software - ZDNet Australia"। ৬ জুলাই ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১১ 
  61. ["California's Union Bank Migrates to Red Hat Enterprise Linux"। ২৯ জানুয়ারি ২০০৭। সংগ্রহের তারিখ ২১ মে ২০১১ 
  62. Novell Lands Major Linux Desktop Contract in France[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  63. "Linux.com :: Mindbridge switches to Linux, saves "bunches of money&quot"। ৬ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১১ 
  64. "An interview with Charles Ogilvie, Virgin America's head of In-Flight Entertainment"। crunchgear.com। ২০০৮-০৪-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-০৭ 
  65. "Amazon details Linux usage" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ মার্চ ২০১০ তারিখে (Stephen Shankland, CNET News.com. Published: 23 January 2004)
  66. The Register reports: Google at work on Linux
  67. Slashdot reports: "GoogleOS Scenarios"
  68. Slashdot reports: "Google Working on Desktop Linux"
  69. Shuttleworth's Blog post: Absolutely no truth to the rumour
  70. "IBM launches biggest Linux lineup ever"। IBM। ১৯৯৯-০৩-০২। ১৯৯৯-১১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৫-২১ 
  71. IBM (২০০৬)। "IBM supports Linux 100%"। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-১০ 
  72. Paul, Ryan (২০০৮)। "Wikipedia adopts Ubuntu for its server infrastructure"। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-১২  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  73. Rowe, Robin (২০০১)। "DreamWorks Feature Linux and Animation"। সংগ্রহের তারিখ ২০১০-০৮-৩০  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  74. Rowe, Robin (২০০২)। "Linux Dreamworks Redux"। সংগ্রহের তারিখ ২০১০-০৮-৩০  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  75. Rowe, Robin (২০০৭)। "DreamWorks Animation "Shrek the Third": Linux Feeds an Ogre"। সংগ্রহের তারিখ ২০১০-০৮-৩০  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)}
  76. Paul, Ryan (২০০৯)। "Linux Foundation CEO: Linux is "fastest growing platform""। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৯  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  77. Vaughan-Nichols, Steven J. (২০০৯)। "London Stock Exchange to abandon failed Windows platform"। ২০০৯-০৭-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-০২  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  78. Vaughan-Nichols, Steven (২০০৯)। "London Stock Exchange dumps Windows for Linux"Computer World। ২৯ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১০  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  79. Cascone, Kim (২০০৯)। "Linux Music Workflow: Switching from Mac OS X to Ubuntu with Kim Cascone"। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-০৬  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  80. Varghese, Sam (২০১০)। "From Windows to Linux: a sound decision"। ২০১০-০২-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০২-১৫  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  81. COPA Flight 8 (২০১০)। "Nav Canada To Roll Out New Internet Flight Planning"। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১০  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  82. Rosen, Adam (২০১০)। "Cool News: Now Your Fridge Can Run Linux"Cult of Mac। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১০  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  83. Richmond, Gary (২০০৯)। "The Large Hadron Collider switches on. If it's the end of the world, it will be powered by GNU/Linux"। ২০০৮-১২-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০১-১০  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  84. El Akkad, Omar (২০০৯)। "Canada's monster computer roars to life"The Globe and Mail। Toronto। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-১৮  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  85. SciNet (২০০৯)। "SciNet Applications Analyst (SSP3)"। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-১৮  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)[অকার্যকর সংযোগ]
  86. Internet Archive (২০০৯)। "Internet Archive - Frequently Asked Questions"। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-২৩  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  87. Linux Magazine (২০১০)। "Autonomous Linux Sailboat to Research Whales"। সংগ্রহের তারিখ ২০১০-০১-২০  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  88. InnoC.at (২০০৭)। "ASV Roboat at a Glance"। ২০১০-০১-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০১-২০ 
  89. CBC News (২০১০)। "China's supercomputer called world's fastest - Tianhe-1 can make 2,507 trillion calculations per second"Canadian Broadcasting Corporation। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১০  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  90. srlinuxx (২০১০)। "Nearly every supercomputer runs Linux"Tux Machines। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১০  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  91. Gruener, Wolfgang (২০১০)। "570 MP Camera May Unveil The Universe's Big Secret Of Gravity"ConceivablyTech। ২১ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১০  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  92. Savvas, Anthony (২০১১)। "Universe studying Linux supercomputer powered up"। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১১  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)