বিষয়বস্তুতে চলুন

মোহাম্মদ জাহাঙ্গীর আলম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
মোহাম্মদ জাহাঙ্গীর আলম
উপাচার্য
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৩ আগস্ট ২০২৩
পূর্বসূরীরফিকুল ইসলাম সেখ
চেয়ারম্যান
চট্টগ্রাম ওয়াসা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৪ জানুয়ারি ২০২০
পূর্বসূরীএস এম নজরুল ইসলাম
উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২৮ জানুয়ারি ২০১২ – ১৫ এপ্রিল ২০১৬
পূর্বসূরীশ্যামল কান্তি বিশ্বাস
উত্তরসূরীমোহাম্মদ রফিকুল আলম
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৬০ (বয়স ৬৩–৬৪)
চন্দনাইশ, চট্টগ্রাম জেলা, পূর্ব পাকিস্তান, পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ)
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীচট্টগ্রাম প্রকৌশল কলেজ
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

মোহাম্মদ জাহাঙ্গীর আলম (জন্ম ১৯৬০) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান। এর পূর্বে তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

জন্ম ও শিক্ষাজীবন

[সম্পাদনা]

১৯৬০ সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে তিনি চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তারপর তিনি ১৯৮৪ সালে চট্টগ্রাম প্রকৌশল কলেজ থেকে প্রকৌশলে বিএসসি ও ১৯৯২ সালে পরিবর্তিত বাংলাদেশ প্রকৌশল ইনস্টিটিউট, চট্টগ্রাম থেকে এমএসসি করেন। ইউনেস্কোর স্কলারশিপে ১৯৯৪ সালে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার পর তিনি ১৯৯৭ সালে ভূমিকম্প প্রকৌশলের উপর পোস্ট গ্র্যাজুয়েট ফেলোশিপ লাভ করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

১৯৮৫ সালে তিনি অধ্যাপনা শুরু করেন।[] শ্যামল কান্তি বিশ্বাস মেয়াদ শেষে পদত্যাগ করার পর ২০১২ সালের ১৪ এপ্রিলে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হয়।[] চার বছর পূর্ণ করার পর মোহাম্মদ রফিকুল আলম নতুন উপাচার্য হওয়ায় ২০১৬ সালে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের দায়িত্ব শেষ হয়।[] ২০২০ সালের ১৪ জানুয়ারিতে তাকে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়।[] ১৩ আগস্ট ২০২৩ সালে তাকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর"প্রতিদিনের সংবাদ। ১৫ জানুয়ারি ২০২০। 
  2. "চুয়েটের নতুন উপাচার্য ড. জাহাঙ্গীর"বাংলানিউজ২৪.কম। ১৫ এপ্রিল ২০২০। 
  3. "চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য ড. রফিকুল"এনটিভি। ১৫ এপ্রিল ২০১৬। 
  4. "রুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম"যুগান্তর। ১৪ আগস্ট ২০২৩।