মাল্টার ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাল্টার[১] ভাষা
সরকারী ভাষা(সমূহ) মাল্টীয় (১০০%)
ইংরেজি (৮৮%)
উল্লেখযোগ্য বেসরকারী ভাষাসমূহ ইতালীয় (৬৬%)
প্রধান বিদেশী ভাষা(সমূহ) ফরাসি (১৭%)
ইংরেজ, ইতালিয়ান এবং মাল্টিজ ভাষায় মাল্টায় পরবর্তীকালে ১৯৩০ সালের নির্বাচনের বাতিল হওয়া ত্রি-ভাষাগত ভোটের দলিল

মাল্টীয়ইংরেজি ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টার সরকারী ভাষা। এখানকার প্রায় সবাই মাল্টীয় ভাষাতে কথা বলে। এছাড়াও প্রায় ৮০% লোক ইংরেজিতে, ৬৬% লোক ইতালীয় ভাষাতে এবং ১৭% লোক ফরাসি ভাষাতে কথা বলতে পারে।[২] স্কুল কলেজে এগুলি ছাড়াও জার্মান, রুশস্পেনীয় ভাষাও শিক্ষা দেওয়া হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://ec.europa.eu/public_opinion/archives/ebs/ebs_243_en.pdf
  2. eurobarometer; europa; [2006-02]; retrieved on [2007-04-11]

বহিঃসংযোগ[সম্পাদনা]