স্পেনের ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্পেনের[১] ভাষা
সরকারী ভাষা(সমূহ) স্পেনীয়
প্রধান বিদেশী ভাষা(সমূহ) ইংরেজি (২৭%)
ফরাসি (১২%)
জার্মান (২%)
মাগরেবি আরবি
রোমানীয়
প্রতীকী ভাষা(সমূহ) স্পেনীয় প্রতীকী ভাষা
কাতালান প্রতীকী ভাষা
বালেন্‌থীয় প্রতীকী ভাষা
সাধারণ কীবোর্ড লেআউট(সমূহ)
স্পেনীয় QWERTY
স্পেনের ভাষা (সরলীকৃত)
  স্পেনীয় বা কাস্তেইয়ানো সরকারী; দেশের সর্বত্র প্রচলিত
  কাতালান, সহ-সরকারী
  বাস্ক, সহ-সরকারী
  গালিথীয়, সহ-সরকারী
  আরাগোনীয়, সরকারি নয়
  আরানীয়, সহ-সরকারী (অক্সিতঁ ভাষার উপভাষা)

স্পেনের প্রায় তিন-চতুর্থাংশ লোকের মাতৃভাষা স্পেনীয় (español এস্পানিওল্‌ বা castellano কাস্তেইয়ানো)। এটি স্পেনের সরকারি ভাষা। এছাড়া বাস্ক প্রদেশগুলিতে বাস্ক ভাষা (euskara এউস্কারা), এবং কাতালুনিয়াতে (Catalunya) কাতালান (català কাতালা) প্রচলিত। কাতালা ভাষা স্পেনের প্রায় ২০% লোকের মাতৃভাষা। গালিথিয়াতে (Galicia গালিথ়িয়া) প্রচলিত গালিথীয় (galego গালেগো) প্রায় ৮% স্পেনীয় নাগরিকের মাতৃভাষা। এই তিনটি ভাষাকে আঞ্চলিক সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। অন্যান্য ভাষার মধ্যে আছে আরাগোনীয় (aragonés আরাগোনেস্‌), আস্তুরীয় (asturianu আস্তুরিয়ানু) এবং এক্সত্রেমাদুরীয় ভাষা। এছাড়াও জিপসি বা রোমানিভাষী একটি বড় সম্প্রদায় আছে।

আন্তর্জাতিক কর্মকাণ্ডে স্পেনীয়, ইংরেজিফরাসি ভাষা ব্যবহার করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://ec.europa.eu/public_opinion/archives/ebs/ebs_243_en.pdf

বহিঃসংযোগ[সম্পাদনা]