ইউক্রেনের ভাষা
অবয়ব
ইউক্রেনের ভাষা | |
---|---|
Orange — Ukrainian language has an absolute majority Gray — Ukrainian language has a plurality. Blue — Russian language has an absolute majority | |
সরকারী ভাষা(সমূহ) | |
উল্লেখযোগ্য বেসরকারী ভাষাসমূহ | |
আদিবাসী ভাষা(সমূহ) | |
আঞ্চলিক ভাষা(সমূহ) |
|
সংখ্যালঘু ভাষা(সমূহ) | |
প্রধান বিদেশী ভাষা(সমূহ) | |
প্রতীকী ভাষা(সমূহ) | Ukrainian Sign Language |
সাধারণ কীবোর্ড লেআউট(সমূহ) | |
তথ্যসূত্র | Census-2001 |
ইউক্রেনীয় ভাষা ইউক্রেনের সরকারি ভাষা।[১] ইউক্রেনের প্রায় ৫ কোটি জনগণের প্রায় ৭০% ইউক্রেনীয় ভাষায় কথা বলেন। এছাড়াও প্রায় ১ কোটি লোক রুশ ভাষায় কথা বলেন। বেশির ভাগ ইউক্রেনীয় অধিবাসী রুশ ও ইউক্রেনীয় --- দুই ভাষাতেই স্বচ্ছন্দ।
এই দুই ভাষার বাইরে সংখ্যালঘু ভাষাগুলির মধ্যে আছে পোলীয় ভাষা, বেলারুশীয় ভাষা, রুমানীয় ভাষা, বুলগেরীয় ভাষা ও হাঙ্গেরীয় ভাষা, যেগুলি ইউক্রেনের আশেপাশের দেশগুলিতে প্রচলিত। এছাড়াও আরও কিছু ভাষা আছে যেগুলি ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে প্রচলিত নয়, যেমন - পূর্ব য়িডিশ ভাষা, ক্রিমেয়ার তুর্কি ভাষা, জাকাতি (বা আফগানিস্তানের জিপসি), তাতার, ইত্যাদি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Ukraine - Russian, Ukrainian, Yiddish | Britannica"। www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭।